রোববার, ০৪ জুন ২০২৩

সেকশন

 

জ্বালানি তেলের দাম আরও কয়েকবার সমন্বয় করতে হতে পারে: নসরুল হামিদ

আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১৯:২৩

এফইআরবি আয়োজিত সেমিনারে বক্তব্য দেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ছবি: আজকের পত্রিকা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘বিশ্ববাজারে জ্বালানি তেলে বাড়ার কারণে ভর্তুকির চাপ সহ্য করতে না পারায় বাধ্য হয়ে দাম বাড়াতে হয়েছে। আর বিশ্ববাজারে যদি তেলের দাম কমে আসে তাহলে দেশে দাম সমন্বয় করব। আগামী কয়েক মাসের মধ্যে কয়েকবারই এই দাম সমন্বয় করতে হতে পারে।’ 

আজ রোববার বিদ্যুৎ ভবনে ‘বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা: অস্থির বিশ্ববাজার’ শীর্ষক ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স অব বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত এক সেমিনারে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। 

এফইআরবির চেয়ারম্যান শামীম জাহাঙ্গীরের সভাপতিত্বে নির্বাহী পরিচালক রিশান নাসরুল্লাহর সঞ্চালনায় জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক বদরুল ইমাম, ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম, জ্বালানি বিভাগের সিনিয়র সচিব মাহবুব হোসেন, পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান বক্তব্য দেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনার্জি অ্যান্ড পাওয়ার ম্যাগাজিনের সম্পাদক এবং এফইআরবির সদস্য মোল্লাহ আমজাদ হোসেন। 

প্রতিমন্ত্রী বলেন, ‘জ্বালানি তেলের দাম বাড়ার কারণে চলতি বছরের ডিসেম্বর থেকে গত আট মাসে বিপিসি ৮ হাজার কোটি টাকার বেশি ভর্তুকি দিয়েছে। জ্বালানি (ডিজেলের) তেলের দাম বাড়তে বাড়তে একপর্যায়ে ব্যারেল প্রতি ১৭০ ডলার হয়েছে। বিশ্ববাজারে দাম কমার পর আমরা দেশের বাজারে সমন্বয় করেছি। বিশ্ব পরিস্থিতি যদি আর খারাপ না হয় তাহলে আমরা ভালোর দিকে যাব।’ 

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বিশ্ববাজারে যে পরিস্থিতি তাতে আমি মনে করি জ্বালানি তেলের দাম কয়েকবার সমন্বয় করতে হবে। যদি তেলের দাম কমতে থাকে অবশ্যই আমরা কমাব। কে চায় দাম বৃদ্ধি করে জনগণকে কষ্ট দিতে? বর্তমান জ্বালানি তেলের যে চ্যালেঞ্জ তাতে আমাদের সবার এক সঙ্গে পাশে থাকা উচিত।’ 

লোডশেডিং নিয়ে নসরুল হামিদ বলেন, ‘আপনার একটু ধৈর্য ধরেন। ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট বিশ্ব পরিস্থিতির কারণে আমরা সংকটে আছি। এটি সাময়িক সমস্যা। বিশ্ব পরিস্থিতি এর চেয়ে খারাপ হবে না। আমাদের একটার পর একটা বেইজলোড বিদ্যুৎ কেন্দ্র চলে আসছে। আশা করি আগামী মাসের শেষ দিকে আমরা লোডশেডিং থেকে বের হয়ে আসতে পারবে।’ 

এ সময় ক্যাবের জ্বালানি উপদেষ্টা শামসুল আলম বলেন, ‘জ্বালানি তেলের দাম বিইআরসির মাধ্যমে না বাড়িয়ে সরকার ইচ্ছেমতো বাড়িয়ে দিয়েছে। জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করবে বিইআরসি। জনগণের টাকা দিয়ে সরকার জ্বালানি তেলের ভর্তুকি দিচ্ছে এবং এই ভর্তুকি সরকারকে সামনেও দিতে হবে। বিপিসির বিরুদ্ধে আর্থিক অস্বচ্ছতার অভিযোগ দীর্ঘদিনের।’ 

তিনি আরও বলেন, ‘জ্বালানি তেলের দাম নির্ধারণ বিইআরসি মাধ্যমে করা উচিত। বিশ্ববাজারে দাম বাড়লে দাম বাড়বে, দাম কমলে দাম কমবে।’ 

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রী বললেন, ক্রয় করাটা অসম্ভব হয়ে পড়েছে

    লোডশেডিং পরিস্থিতি নিয়ে অসহায়ত্বের কথা জানালেন নসরুল হামিদ

    সারা দেশে আজ সাড়ে ৩ হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং

    নেপালের ৪০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে আসবে ভারতের সঞ্চালন লাইনে

    জ্যৈষ্ঠের গরমে ভোগান্তি বাড়াচ্ছে লোডশেডিং

    জ্বালানি তেলে সরকার কোনো ভর্তুকি দেয় না: সংসদে প্রতিমন্ত্রী

    এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ১৭ আগস্ট

    টিসিবির পণ্য বিক্রির সময় কাউন্সিলর প্রার্থীর জন্য ভোট চাওয়ার অভিযোগ

    গ্রামীণফোন ও ব্যাংক এশিয়ার মধ্যে চুক্তি সই

    জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রী বললেন, ক্রয় করাটা অসম্ভব হয়ে পড়েছে

    টঙ্গীতে মোটরসাইকেলে বাসের ধাক্কা, চালক পিষ্ট কাভার্ড ভ্যানের চাকায়

    প্রক্সি কাণ্ডে জড়িত ছাত্রলীগ নেতা শান্ত বহিষ্কার