শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

সেকশন

 

ন্য়ান্সি পেলোসি তাইওয়ান গেলে চীনের সেনাবাহিনীও বসে থাকবে না: বেইজিং

আপডেট : ০২ আগস্ট ২০২২, ০০:৪২

মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি। ছবি: রয়টার্স  চীনের চোখ রাঙানি উপেক্ষা করেই তাইওয়ান সফরে যেতে পারেন মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি। নাম প্রকাশ না করার শর্তে দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় আগামী মঙ্গলবার রাতে ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরে যেতে পারেন। তবে মার্কিন হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকারের এমন পরিকল্পনার তীব্র প্রতিবাদ করেছে চীন। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, পেলোসির এই সফর নিয়ে আবারও কড়া বার্তা দিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, ‘পেলোসি যদি তাইওয়ান সফরে যান, তাহলে চীনের সামরিক বাহিনী অলস বসে থাকবে না।’ 

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা যাতে তাইওয়ান সফরে না যান আগে থেকেই দেশটিকে সতর্ক করে আসছে চীন। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এক ফোনালাপে তাইওয়ান প্রসঙ্গে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং বলেন, ‘আগুন নিয়ে খেললে ধ্বংস হতে হবে।’ এমন হুঁশিয়ারির মধ্যেই গত রোববার থেকে এশিয়া সফর শুরু করেন ন্য়ান্সি পেলোসি। টুইটারে তিনি সিঙ্গাপুর, মালয়েশিয়া, সাউথ কোরিয়া ও জাপান সফরের পরিকল্পনার কথা জানালেও সেখানে তাইওয়ানের নাম ছিল না। 
 
তাইওয়ানের নিজস্ব সরকার ব্যবস্থা থাকলেও দেশটিকে নিজেদের মূল ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে আসছে চীন। 

উল্লেখ্য, বর্তমানে এশিয়া সফরে রয়েছেন যুক্তরাষ্ট্রের সংসদের নিম্নকক্ষের স্পিকার ন্য়ান্সি পেলোসি। সফরের শুরুতেই সিঙ্গাপুর সফর করছেন তিনি। গত সোমবার তিনি দেশটির প্রধানমন্ত্রী লি সেইন লুংয়ের সঙ্গে বৈঠকে অংশ নেন। সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে তারা দ্বিপক্ষীয় সম্পর্ক, ইউক্রেন যুদ্ধ ও জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করেন। 

মন্তব্য ( ১ )

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     

    যুক্তরাষ্ট্রের আদালতে বিচারককে গুলি করে হত্যা

    বৈশ্বিক-আঞ্চলিক স্থিতিশীলতার জন্য পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ক জরুরি: বাইডেন

    বাইডেন-কমলাকে নিয়ে এক্সে পোস্ট, মাস্কের বিরুদ্ধে তদন্ত 

    বাস্তবায়িত হবে না বাইডেনের গাজা যুদ্ধবিরতির প্রস্তাব 

    স্কুল পালানো ছেলেটিই হেঁটে এলেন মহাকাশ

    তাইওয়ানে অস্ত্র বিক্রি করায় ৯ মার্কিন কোম্পানির সম্পদ জব্দ করল চীন

    এখন একটা সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটে গেছে: ফরহাদ মজহার

    ট্রেনের নিচে ঝাঁপ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার, দ্বিখণ্ডিত লাশের পাশে সুইসাইড নোট

    রাজধানীর মোহাম্মদপুরে দুই যুবককে কুপিয়ে হত্যা

    ফেরার সময় ফুল নিয়ে ফিরতে পারলেই সফলতা: নজরুল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য 

    রাশিয়ার সবচেয়ে ধনী নারীর কাছে স্বামী এখন শত্রু

    সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি পার, বৃষ্টি কবে জানাল আবহাওয়া অধিদপ্তর