রয়টার্স, সিঙ্গাপুর

চীনের চোখ রাঙানি উপেক্ষা করেই তাইওয়ান সফরে যেতে পারেন মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি। নাম প্রকাশ না করার শর্তে দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় আগামী মঙ্গলবার রাতে ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরে যেতে পারেন। তবে মার্কিন হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকারের এমন পরিকল্পনার তীব্র প্রতিবাদ করেছে চীন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, পেলোসির এই সফর নিয়ে আবারও কড়া বার্তা দিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, ‘পেলোসি যদি তাইওয়ান সফরে যান, তাহলে চীনের সামরিক বাহিনী অলস বসে থাকবে না।’
যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা যাতে তাইওয়ান সফরে না যান আগে থেকেই দেশটিকে সতর্ক করে আসছে চীন। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এক ফোনালাপে তাইওয়ান প্রসঙ্গে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং বলেন, ‘আগুন নিয়ে খেললে ধ্বংস হতে হবে।’ এমন হুঁশিয়ারির মধ্যেই গত রোববার থেকে এশিয়া সফর শুরু করেন ন্য়ান্সি পেলোসি। টুইটারে তিনি সিঙ্গাপুর, মালয়েশিয়া, সাউথ কোরিয়া ও জাপান সফরের পরিকল্পনার কথা জানালেও সেখানে তাইওয়ানের নাম ছিল না।
তাইওয়ানের নিজস্ব সরকার ব্যবস্থা থাকলেও দেশটিকে নিজেদের মূল ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে আসছে চীন।
উল্লেখ্য, বর্তমানে এশিয়া সফরে রয়েছেন যুক্তরাষ্ট্রের সংসদের নিম্নকক্ষের স্পিকার ন্য়ান্সি পেলোসি। সফরের শুরুতেই সিঙ্গাপুর সফর করছেন তিনি। গত সোমবার তিনি দেশটির প্রধানমন্ত্রী লি সেইন লুংয়ের সঙ্গে বৈঠকে অংশ নেন। সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে তারা দ্বিপক্ষীয় সম্পর্ক, ইউক্রেন যুদ্ধ ও জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করেন।

চীনের চোখ রাঙানি উপেক্ষা করেই তাইওয়ান সফরে যেতে পারেন মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি। নাম প্রকাশ না করার শর্তে দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় আগামী মঙ্গলবার রাতে ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরে যেতে পারেন। তবে মার্কিন হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকারের এমন পরিকল্পনার তীব্র প্রতিবাদ করেছে চীন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, পেলোসির এই সফর নিয়ে আবারও কড়া বার্তা দিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, ‘পেলোসি যদি তাইওয়ান সফরে যান, তাহলে চীনের সামরিক বাহিনী অলস বসে থাকবে না।’
যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা যাতে তাইওয়ান সফরে না যান আগে থেকেই দেশটিকে সতর্ক করে আসছে চীন। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এক ফোনালাপে তাইওয়ান প্রসঙ্গে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং বলেন, ‘আগুন নিয়ে খেললে ধ্বংস হতে হবে।’ এমন হুঁশিয়ারির মধ্যেই গত রোববার থেকে এশিয়া সফর শুরু করেন ন্য়ান্সি পেলোসি। টুইটারে তিনি সিঙ্গাপুর, মালয়েশিয়া, সাউথ কোরিয়া ও জাপান সফরের পরিকল্পনার কথা জানালেও সেখানে তাইওয়ানের নাম ছিল না।
তাইওয়ানের নিজস্ব সরকার ব্যবস্থা থাকলেও দেশটিকে নিজেদের মূল ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে আসছে চীন।
উল্লেখ্য, বর্তমানে এশিয়া সফরে রয়েছেন যুক্তরাষ্ট্রের সংসদের নিম্নকক্ষের স্পিকার ন্য়ান্সি পেলোসি। সফরের শুরুতেই সিঙ্গাপুর সফর করছেন তিনি। গত সোমবার তিনি দেশটির প্রধানমন্ত্রী লি সেইন লুংয়ের সঙ্গে বৈঠকে অংশ নেন। সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে তারা দ্বিপক্ষীয় সম্পর্ক, ইউক্রেন যুদ্ধ ও জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করেন।

ইরানে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভের সময় সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। সর্বশেষ, গত শনিবার বিক্ষোভ দমনে অভিযানের সময় অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা।
৯ মিনিট আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা চালাবে। কিন্তু তাঁর এ কথার পুরো উল্টো পথে হাঁটলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
৩০ মিনিট আগে
ইংল্যান্ডের ব্র্যাডফোর্ডের হিটন রোডে অবস্থিত জামিয়া উসমানিয়া মসজিদ সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত হচ্ছে। এখানে শুধু নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজের জামাতই অনুষ্ঠিত হয় না, পাশাপাশি আধুনিক স্বাস্থ্য সচেতনতার এক বৈশ্বিক কেন্দ্র হিসেবে আলোচনায় উঠে এসেছে এই মসজিদ।
২ ঘণ্টা আগে
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের গাজিয়াবাদে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সন্দেহভাজন তথাকথিত ‘অবৈধ বাংলাদেশি’ শনাক্ত করতে তাদের পিঠে একটি যন্ত্র রাখার দৃশ্য সামনে এসেছে। পুলিশ সদস্যরাই যন্ত্রটি ব্যবহার করছেন। সেই যন্ত্রের তথ্যের ওপর ভিত্তি করে পুলিশ দাবি করছে যে, ওই ব্যক্তি ভারতীয় নন, বরং বাংলাদেশি।
২ ঘণ্টা আগে