রোববার, ০৪ জুন ২০২৩

সেকশন

 

জাতীয় দলের ব্যর্থতা ‘এ’ দলের সাফল্যে ঢাকতে চান জয়

আপডেট : ২৯ জুলাই ২০২২, ২১:১২

মাহমুদুল হাসান জয়। ছবি: বিসিবি বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ কান্ডারিদের একজন মাহমুদুল হাসান জয়। গত বছর টেস্টে অভিষেক তাঁর। এখন পর্যন্ত খেলেছেন আট টেস্ট। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সফরে নিজের টেস্ট মেজাজের পরিচয় দেন তিনি।

কিন্তু গত জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে সেভাবে হাসেনি জয়ের ব্যাট। দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশও। দেশে ফিরে কয়েক দিনের ছুটি কাটিয়ে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ এখন জিম্বাবুয়ে সফরে। তবে আগামী কয়েক মাস লাল বলে কোনো ম্যাচ নেই তাদের।

আর ‘এ’ দলের হয়ে মোহাম্মদ মিঠুনের নেতৃত্বে জয়রা গেছেন ক্যারিবিয়ান দ্বীপে। জাতীয় দলের বাইরে ওয়েস্ট ইন্ডিজে খুব বেশি সফর করে না বাংলাদেশের অন্য কোনো দল। কয়েক দিনের ব্যবধানে ফের ক্যারিবীয়ায় গিয়ে এবার ভালো করার দিকে তাকিয়ে জয়, ‘আমি জাতীয় দলের শেষ সফরে অতটা আশানুরূপ ভালো করতে পারিনি। তাই এখানে আমার আরেকটা সুযোগ ভালো করার। আমি চেষ্টা করব ভালো পারফর্ম করতে।’

আজ উইন্ডিজের পথে রওনা হওয়ার সময় বিমানবন্দরে বাংলাদেশি ওপেনার বলেন, ‘আমাদের দল ভালো আছে। অনেক সিনিয়র খেলোয়াড় আছে। মিঠুন ভাই, সৌম্য ভাই, সাব্বির ভাই থাকায় আশানুরূপ ভালো রেজাল্ট হবে।’

জাতীয় দলের হয়ে গত সফরের ব্যর্থতা এবার ‘এ’ দলের হয়ে ঢাকতে চান জয়। দলের ভালো ফলাফলের দিকে চোখ তাঁর। ২১ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার ভালো করার ফর্মুলাও জানালেন, ‘আমরা যদি টপ অর্ডারে ভালো করি তাহলে আমাদের মিডল অর্ডারের জন্য সহজ হবে ব্যাটিং করা। তাই আমাদের টপ অর্ডারের অনেক বেশি রোল থাকবে যে, যদি আমরা সার্ভাইভ করতে পারি তাহলে ভালো রেজাল্ট আসবে।’

২০১৯ সালের পর আবার ফিরেছে বাংলাদেশ ‘এ’ দলের কার্যক্রম। উইন্ডিজ সফরকে অভিজ্ঞতা অর্জন করতে চান জানিয়েছিলেন মিঠুন। আগামী কয়েকমাস জাতীয় দলের কোনো টেস্ট না থাকায় এই সফর দিয়ে নিজেদের উন্নতি করতে চায় তারা। জয়ও ভাবছেন সেই কথা, ‘আমাদের শেষ তিন-চার মাস কোনো টেস্ট ম্যাচ নেই। সুতরাং আমরা এখানে দুটি চার দিনের ম্যাচ খেলব, এটা আমার জন্য এবং আমার দলের জন্য অনেক ভালো হবে।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    আফগানদের বিধ্বস্ত করে সমতায় ফিরল লঙ্কানরা 

    সহসভাপতির আপত্তিপত্র কেড়ে নেওয়ার অভিযোগ সাঈদের বিরুদ্ধে 

    ফিরেছেন তাসকিন, চমক মুশফিক-দিপু

    হার্ভার্ডের শিক্ষিকাকে কোরআন উপহার রিজওয়ানের

    চলে যাচ্ছেন বেনজেমা, নিশ্চিত করল রিয়াল মাদ্রিদ

    শচীনের সঙ্গে গিলের তুলনা, যা বললেন ওয়াসিম আকরাম

    এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ১৭ আগস্ট

    টিসিবির পণ্য বিক্রির সময় কাউন্সিলর প্রার্থীর জন্য ভোট চাওয়ার অভিযোগ

    গ্রামীণফোন ও ব্যাংক এশিয়ার মধ্যে চুক্তি সই

    জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রী বললেন, ক্রয় করাটা অসম্ভব হয়ে পড়েছে

    টঙ্গীতে মোটরসাইকেলে বাসের ধাক্কা, চালক পিষ্ট কাভার্ড ভ্যানের চাকায়

    প্রক্সি কাণ্ডে জড়িত ছাত্রলীগ নেতা শান্ত বহিষ্কার