শনিবার, ১০ জুন ২০২৩

সেকশন

 

আরও কমছে রুশ গ্যাস সরবরাহ, ব্যবহার কমাতে চায় দিশেহারা ইউরোপ

আপডেট : ২৬ জুলাই ২০২২, ২০:২৫

ইইউভুক্ত দেশগুলোতে রুশ গ্যাস সরবরাহ আরও কমছে। ছবি: রয়টার্স  ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে রুশ গ্যাস সরবরাহ আরও কমছে। আগামী বুধবার থেকে ইইউভুক্ত দেশগুলোতে গ্যাস সরবরাহ ২০ শতাংশে নামিয়ে আনতে চায় রাশিয়া। এই অবস্থায় এই সপ্তাহের শেষ দিক থেকে প্রতি রোববার গ্যাসের ব্যবহার কমানোর পরিকল্পনা করেছে ইইউ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান গ্যাজপ্রম গত সোমবার জানিয়েছে, পশ্চিমা নিষেধাজ্ঞা ও ইউরোপে গ্যাস সরবরাহের পাইপলাইন নর্ড স্ট্রিম–১ এর সংস্কার কাজের কারণে আগামী বুধবার থেকে ইউরোপে গ্যাস সরবরাহ বর্তমানের চেয়ে অর্ধেক কমে যাবে। কবে নাগাদ এই পাইপলাইন পূর্ণ মাত্রায় গ্যাস সরবরাহ করতে সক্ষম হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। 

আগস্ট থেকে ইউরোপে শীত শুরু হবে। শীতে ঘর-বাড়ি গরম রাখতে ইউরোপে জ্বালানি, বিশেষত গ্যাসের চাহিদা বাড়ে। ইউক্রেন যুদ্ধ শুরু পর ব্লকটিতে গ্যাস ও অন্য জ্বালানির দাম দফায় দফায় বেড়েছে। গ্যাস বন্ধ হওয়ায় ইইউতে জ্বালানি ও নিত্যপণ্যের দাম আরও বাড়বে। আসন্ন শীতে পর্যাপ্ত রুশ গ্যাস পাওয়া না গেলে জার্মানিসহ ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ মন্দায়ও পড়তে পারে।

ইউরোপীয় কমিশনের দাবি—ইউক্রেনের পাশে দাঁড়ানোর কারণেই ইইউকে ফাঁসানোর চেষ্টা করছে রাশিয়া। ইউরোপীয় ঐক্যের মধ্যে ফাটাল ধরানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু ইউক্রেন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিশ্রুতির কোনো হেরফের হবে না। জ্বালানির বিকল্প পথ ভাবা হচ্ছে। 

চলতি মাসের শুরুতে নর্ড স্ট্রিম–১ এর সংস্কার কাজ শুরু করে মস্কো। এতে করে সপ্তাহখানেক বন্ধ থাকার পর গত সপ্তাহ থেকে লাইনটি দিয়ে এর সক্ষমতার মাত্র ৪০ শতাংশ গ্যাস সরবরাহ শুরু হয়। শুরুর কয়েক দিনের মাথায়ই তা ২০ শতাংশে নামিয়ে আনার ঘোষণা দিল রাশিয়া। তবে, এই লাইন দিয়ে গ্যাস সরবরাহ একেবারে বন্ধ হবে না বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এদিকে, সংকট মোকাবিলায় গ্যাসের ব্যবহার কমানোর পরিকল্পনা করছে ইইউ। আগামী আগস্ট থেকে মার্চ পর্যন্ত গ্যাসের ব্যবহার ১৫ শতাংশ কমাতে চায় ২৭ দেশের ব্লকটি। এ জন্য প্রতি রোববার উল্লেখযোগ্য হারে গ্যাস সরবরাহ কমাতে চায় ব্লকটির স্থানীয় গ্যাস কোম্পানিগুলো। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সব দেশ এ বিষয়ে একমত হবে কিনা এই বিষয়টি এখনো নিশ্চিত নয়।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    জার্মানিতে তৈরি হচ্ছে পাউরুটির বিয়ার

    ইউরোপে আশ্রয়ের পথে বাংলাদেশিদের সামনে আরও বাধা

    সাবমেরিন নির্মাণে ভারতে ৫২০ কোটি ডলার বিনিয়োগ করবে জার্মানি

    ইউক্রেন: নিপ্রোর জলে ভেসে যাওয়া মাইন বিপদের কারণ

    লুক্সেমবার্গে ফ্রি গণপরিবহন চালুর তিন বছর, সমগ্র ইউরোপ কি হাঁটবে একই পথে

    অভিন্ন শরণার্থীনীতি গ্রহণ করতে পারে ইইউ

    ঢাকায় সমাবেশ করার অনুমতি পেল জামায়াত

    ফ্রান্সে ছুরি হামলার ঘটনায় আলোচনার কেন্দ্রে এখন ‘ব্যাকপ্যাক হিরো’

    পৌরসভা ও ইউপি নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

    বহিষ্কৃত প্রার্থীদের পক্ষে কাজ করলে ব্যবস্থা, বিএনপির মনিটরিং সেল গঠন

    বিএনপির সঙ্গে সংলাপের আশার প্রদীপ নিভে যায়নি: কাদের

    অপাত্রে ভোট দিয়ে আর ধোঁকা নয়: খুলনায় হাতপাখার প্রার্থী