নারায়ণগঞ্জ প্রতিনিধি

গত শুক্রবার (১৭ জুন) সকালটি ছিলো এ্যানি-অপু দম্পতির জন্য জীবনের অন্যতম খুশির দিন। একই সঙ্গে এই দম্পতির ঘরে আসে তিন সন্তান। তাদের মধ্যে একটি ছেলে ও দুটি মেয়ে। পুরো দেশ যখন পদ্মা সেতু উদ্বোধনের প্রহর গুনছে, ঠিক তখনই সেই স্মৃতি আঁকড়ে রাখার পরিকল্পনা করেন তাঁরা। তিন সন্তানের নাম দেন যথাক্রমে স্বপ্ন, পদ্মা, সেতু।
গত শুক্রবার সকালে নারায়ণগঞ্জ শহরের হেলথ রিসোর্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারের মাধ্যমে তিন শিশুর জন্ম হয়। তিন সন্তানের মা এ্যানি বেগম (২৪) বন্দরের নবীগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি ব্যবসায়ী ও রাজনীতিবিদ আশরাফুল ইসলাম অপুর স্ত্রী। সবশেষ সিটি করপোরেশন নির্বাচনে অপু ২৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে অংশগ্রহণ করেছিলেন।
তিন সন্তানের এমন চমকপ্রদ নামকরণের বিষয়ে আশরাফুল ইসলাম অপু বলেন, ‘আমার আনন্দ ভাষায় প্রকাশ করার মত নয়। আল্লাহর কাছে অনেক শুকরিয়া। স্বপ্নের পদ্মা সেতুর নামের সঙ্গে মিল করে তাদের নাম রেখেছি। ছেলের নাম স্বপ্ন, আর মেয়ে দুটির নাম পদ্মা ও সেতু। আমি তাদের জন্য সবার কাছে দোয়া চাই।’
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
হাসপাতালটির চিকিৎসক বেনজির হক পান্না বলেন, ‘সকাল ১০টায় সিজারের মাধ্যমে এ্যানি অপু দম্পতির তিন সন্তানের জন্ম হয়। মা ও সন্তানেরা সবাই ভালো আছে। যেহেতু এই মাসে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হবে, এ কারণে স্মরণীয় করে রাখতে তাদের নাম স্বপ্নের পদ্মা সেতুর সঙ্গে মিল রেখে নাম রেখেছে।’
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

গত শুক্রবার (১৭ জুন) সকালটি ছিলো এ্যানি-অপু দম্পতির জন্য জীবনের অন্যতম খুশির দিন। একই সঙ্গে এই দম্পতির ঘরে আসে তিন সন্তান। তাদের মধ্যে একটি ছেলে ও দুটি মেয়ে। পুরো দেশ যখন পদ্মা সেতু উদ্বোধনের প্রহর গুনছে, ঠিক তখনই সেই স্মৃতি আঁকড়ে রাখার পরিকল্পনা করেন তাঁরা। তিন সন্তানের নাম দেন যথাক্রমে স্বপ্ন, পদ্মা, সেতু।
গত শুক্রবার সকালে নারায়ণগঞ্জ শহরের হেলথ রিসোর্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারের মাধ্যমে তিন শিশুর জন্ম হয়। তিন সন্তানের মা এ্যানি বেগম (২৪) বন্দরের নবীগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি ব্যবসায়ী ও রাজনীতিবিদ আশরাফুল ইসলাম অপুর স্ত্রী। সবশেষ সিটি করপোরেশন নির্বাচনে অপু ২৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে অংশগ্রহণ করেছিলেন।
তিন সন্তানের এমন চমকপ্রদ নামকরণের বিষয়ে আশরাফুল ইসলাম অপু বলেন, ‘আমার আনন্দ ভাষায় প্রকাশ করার মত নয়। আল্লাহর কাছে অনেক শুকরিয়া। স্বপ্নের পদ্মা সেতুর নামের সঙ্গে মিল করে তাদের নাম রেখেছি। ছেলের নাম স্বপ্ন, আর মেয়ে দুটির নাম পদ্মা ও সেতু। আমি তাদের জন্য সবার কাছে দোয়া চাই।’
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
হাসপাতালটির চিকিৎসক বেনজির হক পান্না বলেন, ‘সকাল ১০টায় সিজারের মাধ্যমে এ্যানি অপু দম্পতির তিন সন্তানের জন্ম হয়। মা ও সন্তানেরা সবাই ভালো আছে। যেহেতু এই মাসে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হবে, এ কারণে স্মরণীয় করে রাখতে তাদের নাম স্বপ্নের পদ্মা সেতুর সঙ্গে মিল রেখে নাম রেখেছে।’
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি শুধু ঝালকাঠির নন, তিনি পুরো বাংলাদেশের সম্পদ। হাদি হত্যার বিচার অবশ্যই হবে—এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে শিশুপার্ক...
২০ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
৩১ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়ার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে সাবধান করেন তারা।
৩৩ মিনিট আগে
গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসাসেবা নিতে পারে, সে জন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
৪৩ মিনিট আগে