
প্রাণী মৃত্যুর ঘটনায় দায়িত্ব অবহেলার প্রমাণ পাওয়া গেলে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিককে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী দশ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে বলে জানিয়েছেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
আজ রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক পরিদর্শনকালে মন্ত্রী সাংবাদিকদের বলেন, পার্কে গত কয়েক মাসে কতটি প্রাণী মারা গেছে তার তথ্য উদ্ঘাটনের জন্য একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। প্রাণী মৃত্যু ঠেকাতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। জেব্রা, বাঘ ও সিংহী মৃত্যুর সঙ্গে কোনো কর্মকর্তা জড়িত থাকার প্রমাণ পেলে তাঁদের বিরুদ্ধে কঠোর শাস্তি ব্যবস্থা নেওয়া হবে। প্রাণী মৃত্যুর সঙ্গে কারও কোনো ইন্ধন থাকলে তা তদন্ত করে বের করে ব্যবস্থা নেওয়া হবে। এর পেছনে কে কে জড়িত তাও খোঁজে বেড় করা হবে।
মন্ত্রী আরও বলেন, আজ আমরা সরেজমিনে পরিদর্শন করে দেখব। তদন্ত রিপোর্টগুলো দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত কমিটিকে বেঁধে দেওয়া সময় পর্যন্ত আমরা অপেক্ষা করব। প্রাণী মৃত্যু ঘটনার পর পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুর কবির, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো. তবিবুর রহমান ও ভেটেরিনারি অফিসার ডা. হাতেম সাজ্জাদ মুহাম্মদ জুলাকারনাইকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পার্কে কতগুলো প্রাণী অসুস্থ রয়েছে তা সরেজমিনে দেখব। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন-বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, স্থানীয় সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল, বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সঞ্জয় কুমার ভৌমিক, প্রধান বনসংরক্ষক আমির হোসাইন চৌধুরী, গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম প্রমুখ।

প্রাণী মৃত্যুর ঘটনায় দায়িত্ব অবহেলার প্রমাণ পাওয়া গেলে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিককে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী দশ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে বলে জানিয়েছেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
আজ রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক পরিদর্শনকালে মন্ত্রী সাংবাদিকদের বলেন, পার্কে গত কয়েক মাসে কতটি প্রাণী মারা গেছে তার তথ্য উদ্ঘাটনের জন্য একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। প্রাণী মৃত্যু ঠেকাতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। জেব্রা, বাঘ ও সিংহী মৃত্যুর সঙ্গে কোনো কর্মকর্তা জড়িত থাকার প্রমাণ পেলে তাঁদের বিরুদ্ধে কঠোর শাস্তি ব্যবস্থা নেওয়া হবে। প্রাণী মৃত্যুর সঙ্গে কারও কোনো ইন্ধন থাকলে তা তদন্ত করে বের করে ব্যবস্থা নেওয়া হবে। এর পেছনে কে কে জড়িত তাও খোঁজে বেড় করা হবে।
মন্ত্রী আরও বলেন, আজ আমরা সরেজমিনে পরিদর্শন করে দেখব। তদন্ত রিপোর্টগুলো দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত কমিটিকে বেঁধে দেওয়া সময় পর্যন্ত আমরা অপেক্ষা করব। প্রাণী মৃত্যু ঘটনার পর পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুর কবির, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো. তবিবুর রহমান ও ভেটেরিনারি অফিসার ডা. হাতেম সাজ্জাদ মুহাম্মদ জুলাকারনাইকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পার্কে কতগুলো প্রাণী অসুস্থ রয়েছে তা সরেজমিনে দেখব। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন-বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, স্থানীয় সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল, বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সঞ্জয় কুমার ভৌমিক, প্রধান বনসংরক্ষক আমির হোসাইন চৌধুরী, গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম প্রমুখ।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
২ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
২ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
২ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৩ ঘণ্টা আগে