ধরুন হোয়াটসঅ্যাপে আপনি কোনো ভয়েস মেসেজ শুনছেন। সে সময় অন্য কোনো মেসেজ দেখতে গেলে ওই ভয়েস মেসেজ তৎক্ষণাৎ বন্ধ হয়ে যায়। এ সমস্যার সমাধানে গ্লোবাল ভয়েস মেসেজ ফিচার চালু করতে যাচ্ছে জনপ্রিয় ইনস্ট্যান্ট ম্যাসেজিং প্ল্যাটফর্ম।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ভয়েস মেসেজিং ফিচার নিয়ে বেশ তোড়জোড় শুরু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন চালু করতে যাওয়া এই ফিচারের মাধ্যমে এক চ্যাট থেকে অন্য চ্যাটে সুইচ করলেও এর ব্যাকগ্রাউন্ডে ভয়েস মেসেজ শোনা যাবে। তবে শুধু অ্যান্ড্রয়েড ভার্সনেই ফিচারটি নিয়ে পরীক্ষা চালানো হচ্ছে।
সম্প্রতি অ্যান্ড্রয়েডবিষয়ক সাইট ‘ডব্লিউএবেটাইনফো’ এই ফিচারের একটি স্ক্রিনশট তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, ওই ফিচারের ইন্টারফেসে ভয়েস মেসেজের গতি বাড়ানো ছাড়াও সেটি বিরতি রাখা, পুনরায় শুরু ও বাতিল করে দেওয়ার অপশনও রয়েছে।
তবে কবে নাগাদ এই ফিচার চালু করা হবে, সে সম্বন্ধে কিছুই জানায়নি হোয়াটসঅ্যাপ।
আরও পড়ুন:
- রিঅ্যাকশন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ
- সিগন্যালের পথেই হাঁটছে হোয়াটসঅ্যাপ
- এখন থেকে স্টিকার তৈরি করা যাবে হোয়াটসঅ্যাপ ওয়েবে
- হাই কোয়ালিটি ছবি–ভিডিও শেয়ারের ফিচার আনছে হোয়াটসঅ্যাপ
- হোয়াটসঅ্যাপে বার্তা মুছে ফেলবেন যেভাবে
- হোয়াটসঅ্যাপে ভিডিও কলের সময় কী কী করা যাবে
- চ্যাট হিস্টোরি অক্ষত রেখে হোয়াটসঅ্যাপে ফোননম্বর পরিবর্তন
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে