Ajker Patrika

ঘরের কনটেন্টে মন জয় করেছেন পূর্ণতা

কীভাবে ও কোন উপকরণে সাজালে ঘর সুন্দর হবে, সেই গল্প বলেন জিনিয়া আলম পূর্ণতা। মাধ্যম ভিডিও। পড়াশোনা করেন মুজিবুর রহমান মহিলা কলেজে। কনটেন্ট ক্রিয়েশনের পাশাপাশি ফেসবুক মনিটাইজেশন কোর্স করান তিনি। সব মিলিয়ে ঘরে বসে প্রতি মাসে আয় প্রায় দেড় লাখ টাকা। তাঁর গল্প লিখেছেন মুহাম্মদ শফিকুর রহমান

মুহাম্মদ শফিকুর রহমান 
ঘর সাজানোর গল্প বলেন জিনিয়া আলম পূর্ণতা। ছবি: সংগৃহীত
ঘর সাজানোর গল্প বলেন জিনিয়া আলম পূর্ণতা। ছবি: সংগৃহীত

যেভাবে শুরু

পূর্ণতার মা ঘর সাজাতে ভালোবাসতেন। তাঁর কাছে শিখেছেন এই বিশেষ বিদ্যা। স্বামী বিভিন্ন জিনিস কিনে দেন। সঙ্গে মাও ঘর সাজানোর জিনিসপত্র উপহার দিতেন। এসব দিয়ে ঘর সাজিয়ে সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিলে ব্যাপক সাড়া পড়ে যায়। পরে বিভিন্ন পেজ থেকে তাঁর কাছে ভিডিও বানানোর অনুরোধ আসতে থাকে। মাত্র তিন বছরের মাথায় হয়েছেন দেশসেরা হোম ডেকোর কনটেন্ট ক্রিয়েটর।

সবকিছু চলে সমানতালে

পূর্ণতা একজন গৃহিণী। ঘর-সংসার, পড়াশোনা সামলে অন্য কাজ করেন। গ্রামের বাড়ি বগুড়ায়। স্বামী ও পুত্রসন্তান নিয়ে তাঁর সুখের সংসার।

পড়াশোনা ও সংসার সামলানোর পাশাপাশি চলে তাঁর কনটেন্ট তৈরির কাজ। শখের বশে শুরু হলেও এখন এটি পূর্ণতার পেশা। পূর্ণতা বলেন, জীবনে পড়াশোনা বাধ্যতামূলক। পাশাপাশি নিজের পছন্দ ও শখকে প্রাধান্য দিতে চান তিনি। ঘর সাজানো তাঁকে মানসিক শান্তি দেয় বলে মনে করেন পূর্ণতা।

লাইক ও ফলোয়ার

ছোটখাটো জিনিস দিয়ে ঘরের প্রতিটি কোণ সাজালে একঘেয়েমি আসে না, তিনি এ কথা বলেন ভিডিওতে। পূর্ণতার একটি ফেসবুক পেজ আছে। নাম পূর্ণতা’স ডায়েরি। এখন এর ফলোয়ার ১ লাখ ৫০ হাজারের বেশি। তাঁর জনপ্রিয় তিনটি কনটেন্ট হলো—চা-কফি কর্নার, ঘর সাজানো ও রান্নাঘর ডেকোরেশন। এগুলোর ভিউ ১ থেকে ৬ লাখ। একই নামে তাঁর একটি ইউটিউব চ্যানেল রয়েছে। এই চ্যানেলে পণ্যের রিভিউ করে তিনি অর্থ উপার্জন করেন।

IMG_4447[1]

হোম ডেকোর কনটেন্ট ক্রিয়েটর হতে চাইলে

যাঁরা ঘর সাজানোর ভিডিও করতে আগ্রহী, তাঁদের জন্য পূর্ণতার পরামর্শ—

  • ঘর ভালোভাবে পরিষ্কার করতে হবে।
  • পুরো ঘরের বিভিন্ন জায়গায় প্রচুর লাইটের ব্যবস্থা করতে হবে।
  • ভালো মানের একটি ফোন অথবা ক্যামেরা থাকতে হবে।
  • ভিডিও সম্পাদনার সময় কালার কম্বিনেশনে গুরুত্ব দিতে হবে।
  • ধৈর্যের সঙ্গে ধীরে ধীরে কাজ করতে হবে।
  • সুন্দর ছবি তোলা এবং আকর্ষণীয় ভিডিও করা শিখতে হবে।

IMG_8001

ফেসবুক মনিটাইজেশন

পূর্ণতা স্বামীর কাছে শিখেছিলেন ফেসবুক মনিটাইজেশনের খুঁটিনাটি। তিনি লক্ষ করেন, অনেকে ভালো কাজ করলেও ফেসবুক পেজ চালাতে পারেন না ভালোভাবে। ফলে পেজের রিচ কম থাকে। এ জায়গায় কাজ করার ইচ্ছা থেকে তিনি ফেসবুক মনিটাইজেশন শেখানো শুরু করেন। পাশাপাশি কনটেন্ট তৈরি ও ভিডিও সম্পাদনা শেখান। পূর্ণতা এ পর্যন্ত ৫৩টি ব্যাচে প্রায় সাড়ে ৩ হাজার প্রশিক্ষণার্থীকে কোর্স করিয়েছেন।

পূর্ণতা শুধু হোম ডেকোর কনটেন্ট ক্রিয়েটর নন, তিনি ঘরের জন্য ছোটখাটো জিনিস তৈরি করতে পারেন। ভালো ছবিও আঁকেন। ভালো কনটেন্ট তৈরিতে এসব তাঁকে সহায়তা করে।

নিজস্ব ব্র্যান্ড তৈরি করতে চান পূর্ণতা। নারীরা যেন আরও বেশি অর্থ উপার্জনের পথে আসতে পারেন, সে বিষয়ে কাজ করতে চান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত