
এ মাসের দ্বিতীয় সপ্তাহে জন্ম হয়েছিল তাঁদের। সবাই নিজ নিজ ক্ষেত্রে বরেণ্য। পৃথিবীর প্রতি অসীম মমতা ছিল তাঁদের। এ সপ্তাহের স্মরণে রইলেন মারগেরিটা হ্যাক, অ্যানি অ্যালবার্স, রুথ কওয়ান ন্যাস ও বারবারা ম্যাকলিন্টক।মারগেরিটা হ্যাক
জ্যোতিঃপদার্থবিজ্ঞান জগতের অনন্য এক নাম মারগেরিটা হ্যাক। বলা যায়, এই নারীর পা ছিল মাটিতে আর চোখ ছিল অনন্ত মহাবিশ্বে। মারগেরিটা হ্যাক একজন ইতালীয় জ্যোতিঃপদার্থবিজ্ঞানী এবং জনপ্রিয় বিজ্ঞান লেখিকা। মহাকাশের অসংখ্য গ্রহাণুর মধ্যে একটির নাম গ্রহাণু ৮৫৫৮ হ্যাক। ১৯৯৫ সালে মারগেরিটা হ্যাক এই গ্রহাণু আবিষ্কার করেন বলে তাঁর সম্মানে নাম রাখা হয়েছিল গ্রহাণুটির। ইতালির ফ্লোরেন্স শহরে জন্ম নেওয়া মারগেরিটা ছোটবেলায় ছিলেন দৌড়বিদ। লেখাপড়া শুরু করেছিলেন সাহিত্য নিয়ে। কিন্তু মাঝপথেই নিজের পথ বদলে পদার্থবিজ্ঞানের জগতে ঢুকে পড়েন তিনি। হয়ে ওঠেন সে জগতের উজ্জ্বল নক্ষত্র। মারগেরিটা হ্যাকের জন্ম ১৯২২ সালের ১২ জুন।
বারবারা ম্যাকলিন্টক
শারীরতত্ত্বে নোবেল পুরস্কার পাওয়া সাতজন নারী বিজ্ঞানীর অন্যতম বারবারা ম্যাকলিন্টক। ট্রান্সপোজেবল জেনেটিক এলিমেন্ট বা অবস্থান পরিবর্তনে সক্ষম বংশগতির উপাদান আবিষ্কার করেন তিনি। এ জন্য প্রথমে ভুট্টার দানার ওপরের বিভিন্ন রঙের দাগ ও ফোঁটার বংশগতির কারণ উন্মোচন বিষয়ে গবেষণা শুরু করেছিলেন তিনি। গবেষণার একপর্যায়ে বারবারা একধরনের বংশগতির উপাদান (ক্রোমোজোমের অংশ) দেখতে পান, যা একই ও বিভিন্ন ক্রোমোসোমের মধ্যে স্থানান্তরিত হতে পারে। তিনি এর নাম দেন ট্রান্সপোজেবল জেনেটিক এলিমেন্ট।
১৯৪৮ সালে নিজের আবিষ্কারের স্বীকৃতির জন্য বারবারা কেমব্রিজ ইনস্টিটিউট অব ওয়াশিংটনে আবেদন করেন। তবে সেই আবেদন যে হালে পানি পায়নি, তা বলাই বাহুল্য। ষাট ও সত্তরের দশকে ব্যাকটেরিয়া ও ড্রসোফিলাতে ট্রান্সপোজেবল জেনেটিক এলিমেন্ট আবিষ্কৃত হওয়ার পর বিজ্ঞানীরা বারবারার আবিষ্কারের গুরুত্ব বুঝতে পারেন। এ আবিষ্কারের ৩৫ বছর পর ১৯৮৩ সালে তিনি নোবেল পুরস্কার পান। ১৯০২ সালের ১৬ জুন যুক্তরাষ্ট্রের কানেটিকাটের হার্টফোর্ডে জন্ম বারবারা ম্যাকলিন্টকের।
অ্যানি অ্যালবার্স
কৃষি ও খাদ্যসংস্কৃতির মতো বয়নশিল্পকেও নারীরা হাজার হাজার বছর বয়ে নিয়ে চলেছেন নিরবচ্ছিন্নভাবে। বস্ত্রবয়ন ও নকশাবিষয়ক জ্ঞান নিয়ে বিশ্বদরবারে সমাদৃত হয়েছেন অনেক মানুষ। তাঁদের মধ্যে অন্যতম অ্যানি অ্যালবার্স।
২০ শতকের প্রথম সারির টেক্সটাইল ডিজাইনার হিসেবে বিবেচনা করা হয় তাঁকে। শুধু তা-ই নয়, তিনি ছিলেন একজন গ্রাফিক শিল্পী। জার্মানিতে জন্ম নেওয়া এই আমেরিকান টেক্সটাইল শিল্পী ১৯২২ সাল থেকে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে প্রায় ৫০ বছর কাজ করেন। ১৯৬৩ সালের দিকে তিনি তাঁর স্বামী জোসেফ অ্যালবার্সের সঙ্গে একটি লিথোগ্রাফি ওয়ার্কশপে কাজ শুরু করেন। এ সময় তাঁরা গ্রাফিক আর্ট নিয়ে আগ্রহী হয়ে ওঠেন। ১৯৭০ সালে প্রিন্ট মেকিং নিয়ে কাজ করার জন্য তিনি সম্পূর্ণরূপে টেক্সটাইল ডিজাইনিংয়ের কাজ ছেড়ে দেন। অ্যানি অ্যালবার্সের শিল্পকর্ম ১৯৪৯ সালে নিউইয়র্কের মিউজিয়াম অব মডার্ন আর্টে প্রদর্শিত হয়েছিল। ১৮৯৯ সালের ১২ জুন জার্মানির বার্লিনে জন্মেছিলেন অ্যানিলিসে এলসা ফ্রিদা ফ্লিসম্যান বা অ্যানি অ্যালবার্স।
রুথ কওয়ান ন্যাস
তাঁকে বলা হয় প্রথম নারী যুদ্ধ সাংবাদিক। ১৯২৪ সালে ‘দ্য সান অ্যান্টনিও’ পত্রিকায় চলচ্চিত্র পর্যালোচনাকারী হিসেবে খণ্ডকালীন কাজ শুরু করেন ন্যাস। দুই বছর পর তিনি সেখানে স্থায়ী হয়ে যান।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নারী শাখার একটি সহায়ক ইউনিট উইমেনস আর্মি কর্পস। সে ইউনিটের সঙ্গে ন্যাস উত্তর আফ্রিকায় যান সেখানকার হাসপাতাল এবং সামরিক অপারেশন সম্পর্কে সংবাদ সংগ্রহের কাজে। তাঁর সঙ্গে ছিলেন ইন্টারন্যাশনাল নিউজ সার্ভিসের ইনেজ রব নামের একজন নারী রিপোর্টার। তাঁরাই প্রথম নারী সংবাদকর্মী, যাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর যুদ্ধ সংবাদদাতা হিসেবে স্বীকৃত। ১৯৪৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত বুলগের যুদ্ধে এবং ১৯৪৪ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কয়েক মাসের জন্য প্যারিসে সংবাদদাতার কাজ করেছেন তিনি। শুধু যুদ্ধ পরিস্থিতি নয়, যুদ্ধে নারী ও যুদ্ধের বিভিন্ন ঘটনা, আহত সৈন্য, নতুন চিকিৎসা এবং বেসামরিক লোকদের ওপর যুদ্ধের প্রভাব সম্পর্কেও বিস্তারিত লিখেছেন রুথ কওয়ান ন্যাস। ১৯০১ সালের ১৫ জুন উটাহর সল্ট লেক সিটিতে জন্মেছিলেন তিনি।

এ মাসের দ্বিতীয় সপ্তাহে জন্ম হয়েছিল তাঁদের। সবাই নিজ নিজ ক্ষেত্রে বরেণ্য। পৃথিবীর প্রতি অসীম মমতা ছিল তাঁদের। এ সপ্তাহের স্মরণে রইলেন মারগেরিটা হ্যাক, অ্যানি অ্যালবার্স, রুথ কওয়ান ন্যাস ও বারবারা ম্যাকলিন্টক।মারগেরিটা হ্যাক
জ্যোতিঃপদার্থবিজ্ঞান জগতের অনন্য এক নাম মারগেরিটা হ্যাক। বলা যায়, এই নারীর পা ছিল মাটিতে আর চোখ ছিল অনন্ত মহাবিশ্বে। মারগেরিটা হ্যাক একজন ইতালীয় জ্যোতিঃপদার্থবিজ্ঞানী এবং জনপ্রিয় বিজ্ঞান লেখিকা। মহাকাশের অসংখ্য গ্রহাণুর মধ্যে একটির নাম গ্রহাণু ৮৫৫৮ হ্যাক। ১৯৯৫ সালে মারগেরিটা হ্যাক এই গ্রহাণু আবিষ্কার করেন বলে তাঁর সম্মানে নাম রাখা হয়েছিল গ্রহাণুটির। ইতালির ফ্লোরেন্স শহরে জন্ম নেওয়া মারগেরিটা ছোটবেলায় ছিলেন দৌড়বিদ। লেখাপড়া শুরু করেছিলেন সাহিত্য নিয়ে। কিন্তু মাঝপথেই নিজের পথ বদলে পদার্থবিজ্ঞানের জগতে ঢুকে পড়েন তিনি। হয়ে ওঠেন সে জগতের উজ্জ্বল নক্ষত্র। মারগেরিটা হ্যাকের জন্ম ১৯২২ সালের ১২ জুন।
বারবারা ম্যাকলিন্টক
শারীরতত্ত্বে নোবেল পুরস্কার পাওয়া সাতজন নারী বিজ্ঞানীর অন্যতম বারবারা ম্যাকলিন্টক। ট্রান্সপোজেবল জেনেটিক এলিমেন্ট বা অবস্থান পরিবর্তনে সক্ষম বংশগতির উপাদান আবিষ্কার করেন তিনি। এ জন্য প্রথমে ভুট্টার দানার ওপরের বিভিন্ন রঙের দাগ ও ফোঁটার বংশগতির কারণ উন্মোচন বিষয়ে গবেষণা শুরু করেছিলেন তিনি। গবেষণার একপর্যায়ে বারবারা একধরনের বংশগতির উপাদান (ক্রোমোজোমের অংশ) দেখতে পান, যা একই ও বিভিন্ন ক্রোমোসোমের মধ্যে স্থানান্তরিত হতে পারে। তিনি এর নাম দেন ট্রান্সপোজেবল জেনেটিক এলিমেন্ট।
১৯৪৮ সালে নিজের আবিষ্কারের স্বীকৃতির জন্য বারবারা কেমব্রিজ ইনস্টিটিউট অব ওয়াশিংটনে আবেদন করেন। তবে সেই আবেদন যে হালে পানি পায়নি, তা বলাই বাহুল্য। ষাট ও সত্তরের দশকে ব্যাকটেরিয়া ও ড্রসোফিলাতে ট্রান্সপোজেবল জেনেটিক এলিমেন্ট আবিষ্কৃত হওয়ার পর বিজ্ঞানীরা বারবারার আবিষ্কারের গুরুত্ব বুঝতে পারেন। এ আবিষ্কারের ৩৫ বছর পর ১৯৮৩ সালে তিনি নোবেল পুরস্কার পান। ১৯০২ সালের ১৬ জুন যুক্তরাষ্ট্রের কানেটিকাটের হার্টফোর্ডে জন্ম বারবারা ম্যাকলিন্টকের।
অ্যানি অ্যালবার্স
কৃষি ও খাদ্যসংস্কৃতির মতো বয়নশিল্পকেও নারীরা হাজার হাজার বছর বয়ে নিয়ে চলেছেন নিরবচ্ছিন্নভাবে। বস্ত্রবয়ন ও নকশাবিষয়ক জ্ঞান নিয়ে বিশ্বদরবারে সমাদৃত হয়েছেন অনেক মানুষ। তাঁদের মধ্যে অন্যতম অ্যানি অ্যালবার্স।
২০ শতকের প্রথম সারির টেক্সটাইল ডিজাইনার হিসেবে বিবেচনা করা হয় তাঁকে। শুধু তা-ই নয়, তিনি ছিলেন একজন গ্রাফিক শিল্পী। জার্মানিতে জন্ম নেওয়া এই আমেরিকান টেক্সটাইল শিল্পী ১৯২২ সাল থেকে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে প্রায় ৫০ বছর কাজ করেন। ১৯৬৩ সালের দিকে তিনি তাঁর স্বামী জোসেফ অ্যালবার্সের সঙ্গে একটি লিথোগ্রাফি ওয়ার্কশপে কাজ শুরু করেন। এ সময় তাঁরা গ্রাফিক আর্ট নিয়ে আগ্রহী হয়ে ওঠেন। ১৯৭০ সালে প্রিন্ট মেকিং নিয়ে কাজ করার জন্য তিনি সম্পূর্ণরূপে টেক্সটাইল ডিজাইনিংয়ের কাজ ছেড়ে দেন। অ্যানি অ্যালবার্সের শিল্পকর্ম ১৯৪৯ সালে নিউইয়র্কের মিউজিয়াম অব মডার্ন আর্টে প্রদর্শিত হয়েছিল। ১৮৯৯ সালের ১২ জুন জার্মানির বার্লিনে জন্মেছিলেন অ্যানিলিসে এলসা ফ্রিদা ফ্লিসম্যান বা অ্যানি অ্যালবার্স।
রুথ কওয়ান ন্যাস
তাঁকে বলা হয় প্রথম নারী যুদ্ধ সাংবাদিক। ১৯২৪ সালে ‘দ্য সান অ্যান্টনিও’ পত্রিকায় চলচ্চিত্র পর্যালোচনাকারী হিসেবে খণ্ডকালীন কাজ শুরু করেন ন্যাস। দুই বছর পর তিনি সেখানে স্থায়ী হয়ে যান।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নারী শাখার একটি সহায়ক ইউনিট উইমেনস আর্মি কর্পস। সে ইউনিটের সঙ্গে ন্যাস উত্তর আফ্রিকায় যান সেখানকার হাসপাতাল এবং সামরিক অপারেশন সম্পর্কে সংবাদ সংগ্রহের কাজে। তাঁর সঙ্গে ছিলেন ইন্টারন্যাশনাল নিউজ সার্ভিসের ইনেজ রব নামের একজন নারী রিপোর্টার। তাঁরাই প্রথম নারী সংবাদকর্মী, যাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর যুদ্ধ সংবাদদাতা হিসেবে স্বীকৃত। ১৯৪৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত বুলগের যুদ্ধে এবং ১৯৪৪ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কয়েক মাসের জন্য প্যারিসে সংবাদদাতার কাজ করেছেন তিনি। শুধু যুদ্ধ পরিস্থিতি নয়, যুদ্ধে নারী ও যুদ্ধের বিভিন্ন ঘটনা, আহত সৈন্য, নতুন চিকিৎসা এবং বেসামরিক লোকদের ওপর যুদ্ধের প্রভাব সম্পর্কেও বিস্তারিত লিখেছেন রুথ কওয়ান ন্যাস। ১৯০১ সালের ১৫ জুন উটাহর সল্ট লেক সিটিতে জন্মেছিলেন তিনি।

লৈঙ্গিক সমতা শুধু একটি সামাজিক আদর্শ নয়, এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির অন্যতম প্রধান চাবিকাঠি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ২০২৫ সালের সর্বশেষ প্রতিবেদন জানিয়েছে, বিশ্বজুড়ে লৈঙ্গিক বৈষম্য বর্তমানে ৬৮ দশমিক ৮ শতাংশ দূর হয়েছে। তবে বর্তমান অগ্রগতির গতি বজায় থাকলে পূর্ণ সমতা অর্জনে বিশ্বকে আরও ১২৩
১ ঘণ্টা আগে
বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাসে এক অনন্য নাম ড. রাজিয়া বানু। ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনার জন্য যে ৩৪ সদস্যের খসড়া কমিটি গঠন করা হয়েছিল, তিনি ছিলেন সেই কমিটির একমাত্র নারী সদস্য। বাংলাদেশের সর্বোচ্চ আইন প্রণয়নে অবিস্মরণীয় অবদান রেখে গেছেন তিনি।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ হাইকোর্ট সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন, যেটি মুসলিম পারিবারিক আইনসংক্রান্ত বহুবিবাহের প্রক্রিয়া। এই রায়ে হাইকোর্ট মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১ অনুযায়ী একজন ব্যক্তির বিয়ে বহাল থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করতে হলে ‘সালিশি কাউন্সিলের লিখিত অনুমতি’ নিতে হবে, এমন বিধান
৩ ঘণ্টা আগে
সত্তর দশকের তেহরান ছিল আজকের চেয়ে একেবারেই ভিন্ন। সেই ভিন্ন তেহরানের এক প্রাণচঞ্চল কিশোরী ছিলেন মেরিনা। যে কিশোরী সমুদ্রসৈকতে নিজের মতো করে ঘুরে বেড়াতে, বন্ধুদের সঙ্গে গানের তালে নেচে বেড়াতে পছন্দ করতেন। কিন্তু ১৯৭৯ সালের ইসলামি বিপ্লব মেরিনার রঙিন শৈশব নিমেষে ধূসর করে দেয়। ইরানি বংশোদ্ভূত কানাডীয়
৪ ঘণ্টা আগে