ফিচার ডেস্ক

এমন অনেক বাঙালি নারী কবি ও শিল্পী আছেন, যাঁদের কাজ নিয়ে তেমন কোনো আলোচনা কোথাও নেই। অথচ নিজেদের সময়ে তাঁরা সাহিত্য ও শিল্পজগৎ সমৃদ্ধ করেছেন আপন মেধা ও মননে। তেমনই একজন বাঙালি নারী হাসিরাশি দেবী। তাঁর বোন প্রভাবতী দেবীও ছিলেন একজন জনপ্রিয় বাঙালি সাহিত্যিক।
হাসিরাশি দেবীর আঁকা ছবির মধ্যে পৌরাণিক কাহিনির আধুনিক উপস্থাপন, প্রকৃতির নিসর্গ এবং বুদ্ধের ধ্যানমগ্ন মূর্তি প্রভৃতি বিষয় ফুটে ওঠে। তিনি জলরঙে ছবি আঁকতে পছন্দ করতেন এবং তাঁর ছবিতে রঙের ব্যবহার ছিল সংযত ও সুষম। তাঁর কবিতায় মানবিক আবেগ, শোক আর প্রেমের গভীরতা প্রকাশ পায়। তাঁর লেখা কবিতাগুলোর মধ্যে ‘যে গেছে সে চলে যাক’ এবং ‘ধূসর ধুলায় ঢাকা রবে’ উল্লেখযোগ্য। তাঁর কবিতায় জীবনের দুঃখ, আশা ও সংগ্রামের চিত্র ফুটে ওঠে। তাঁর বোন প্রভাবতী দেবী গোয়েন্দা কাহিনির জন্য খ্যাতি অর্জন করেন। তিনি নারী গোয়েন্দা চরিত্র কৃষ্ণার নির্মাতা। প্রভাবতী দেবী তাঁর বোন হাসিরাশি দেবীকে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে নিয়ে যান। তাঁর সান্নিধ্যে এসে হাসিরাশি দেবী শিল্প ও সাহিত্যে আরও উন্নতি লাভ করেন। তিনি ছিলেন একাধারে চিত্রশিল্পী, ভাস্কর, কবি, লেখক ও শিশুসাহিত্যিক। সব মাধ্যমেই তাঁর খ্যাতি ছিল।
রবীন্দ্রনাথ হাসিরাশি দেবীর নতুন নাম রেখেছিলেন চিত্রলেখা। আইনজীবী পিতা গোপাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কর্মক্ষেত্র পশ্চিম দিনাজপুরে ১৯১১ সালে জন্ম হাসিরাশি দেবীর। ১৯৯৩ সালের ১২ জুন তিনি মারা যান।

এমন অনেক বাঙালি নারী কবি ও শিল্পী আছেন, যাঁদের কাজ নিয়ে তেমন কোনো আলোচনা কোথাও নেই। অথচ নিজেদের সময়ে তাঁরা সাহিত্য ও শিল্পজগৎ সমৃদ্ধ করেছেন আপন মেধা ও মননে। তেমনই একজন বাঙালি নারী হাসিরাশি দেবী। তাঁর বোন প্রভাবতী দেবীও ছিলেন একজন জনপ্রিয় বাঙালি সাহিত্যিক।
হাসিরাশি দেবীর আঁকা ছবির মধ্যে পৌরাণিক কাহিনির আধুনিক উপস্থাপন, প্রকৃতির নিসর্গ এবং বুদ্ধের ধ্যানমগ্ন মূর্তি প্রভৃতি বিষয় ফুটে ওঠে। তিনি জলরঙে ছবি আঁকতে পছন্দ করতেন এবং তাঁর ছবিতে রঙের ব্যবহার ছিল সংযত ও সুষম। তাঁর কবিতায় মানবিক আবেগ, শোক আর প্রেমের গভীরতা প্রকাশ পায়। তাঁর লেখা কবিতাগুলোর মধ্যে ‘যে গেছে সে চলে যাক’ এবং ‘ধূসর ধুলায় ঢাকা রবে’ উল্লেখযোগ্য। তাঁর কবিতায় জীবনের দুঃখ, আশা ও সংগ্রামের চিত্র ফুটে ওঠে। তাঁর বোন প্রভাবতী দেবী গোয়েন্দা কাহিনির জন্য খ্যাতি অর্জন করেন। তিনি নারী গোয়েন্দা চরিত্র কৃষ্ণার নির্মাতা। প্রভাবতী দেবী তাঁর বোন হাসিরাশি দেবীকে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে নিয়ে যান। তাঁর সান্নিধ্যে এসে হাসিরাশি দেবী শিল্প ও সাহিত্যে আরও উন্নতি লাভ করেন। তিনি ছিলেন একাধারে চিত্রশিল্পী, ভাস্কর, কবি, লেখক ও শিশুসাহিত্যিক। সব মাধ্যমেই তাঁর খ্যাতি ছিল।
রবীন্দ্রনাথ হাসিরাশি দেবীর নতুন নাম রেখেছিলেন চিত্রলেখা। আইনজীবী পিতা গোপাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কর্মক্ষেত্র পশ্চিম দিনাজপুরে ১৯১১ সালে জন্ম হাসিরাশি দেবীর। ১৯৯৩ সালের ১২ জুন তিনি মারা যান।

বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ইচ্ছা থাকলেও আর্থসামাজিক বাধা ও প্রেক্ষাপটের কারণে নির্বাচনে বেশিসংখ্যক নারী প্রার্থীকে মনোনয়ন দেওয়া যাচ্ছে না। রাজনীতির মাঠে, বিশেষ করে নির্বাচনে পেশিশক্তি ও অর্থনৈতিক সক্ষমতা—বড় নিয়ামক হয়ে দাঁড়ায়। নারীরা এ ক্ষেত্রে পিছিয়ে থাকেন।
২ দিন আগে
লৈঙ্গিক সমতা শুধু একটি সামাজিক আদর্শ নয়, এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির অন্যতম প্রধান চাবিকাঠি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ২০২৫ সালের সর্বশেষ প্রতিবেদন জানিয়েছে, বিশ্বজুড়ে লৈঙ্গিক বৈষম্য বর্তমানে ৬৮ দশমিক ৮ শতাংশ দূর হয়েছে। তবে বর্তমান অগ্রগতির গতি বজায় থাকলে পূর্ণ সমতা অর্জনে বিশ্বকে আরও ১২৩
৩ দিন আগে
বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাসে এক অনন্য নাম ড. রাজিয়া বানু। ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনার জন্য যে ৩৪ সদস্যের খসড়া কমিটি গঠন করা হয়েছিল, তিনি ছিলেন সেই কমিটির একমাত্র নারী সদস্য। বাংলাদেশের সর্বোচ্চ আইন প্রণয়নে অবিস্মরণীয় অবদান রেখে গেছেন তিনি।
৩ দিন আগে
বাংলাদেশ হাইকোর্ট সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন, যেটি মুসলিম পারিবারিক আইনসংক্রান্ত বহুবিবাহের প্রক্রিয়া। এই রায়ে হাইকোর্ট মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১ অনুযায়ী একজন ব্যক্তির বিয়ে বহাল থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করতে হলে ‘সালিশি কাউন্সিলের লিখিত অনুমতি’ নিতে হবে, এমন বিধান
৩ দিন আগে