ডেস্ক রিপোর্ট

ষোলো শতকের কথা। স্পেনের ইতিহাসে সে সময় খুঁজে পাওয়া যাবে এক অভিমানী রাজকন্যার বিদ্রোহী হয়ে ওঠার গল্প। আধুনিককালে তিনি একই সঙ্গে নন্দিত ও নিন্দিত। স্পেনের পাইনালা শহরের রাজকন্যা ছিলেন লা মালিঞ্চে। তাঁর জন্মকাল ধরা হয় ১৫০০ থেকে ১৫০৫ সালের মধ্যে। তাঁর আরও দুটি নাম ছিল—মালিনালি এবং ডোনা মারিনা। এই রাজকন্যা ছিলেন ভীষণ দুরন্ত। কিন্তু এক দারুণ গুণ ছিল তাঁর। রাজকন্যা মালিঞ্চের আয়ত্তে ছিল নাহুয়াটল ও মায়া ভাষা। এই দুই ভাষায় সমানতালে কথা বলতে পারতেন। তবে এর পেছনে ছিল এক করুণ ইতিহাস।
রাজা মারা যাওয়ার পর রানি বিয়ে করেন অন্য এক অঞ্চলের রাজাকে। সেখানে জন্ম নেওয়া ছেলেকে উত্তরাধিকারের আসনে বসাতে মালিঞ্চেকে রানি বিক্রি করে দেন ক্রীতদাসী হিসেবে। সেখানে তাঁর ধর্ম পরিবর্তন করে নাম রাখা হয় ডোনা মারিনা। সেই থেকে স্বজাতির ওপর অভিমান জন্মে তাঁর। হয়ে ওঠেন বিদ্রোহী। মেক্সিকো বিজয়ের সময় স্প্যানিশ বিজয়ী হার্নান কর্টেসের দোভাষী ও উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন মালিঞ্চে। অ্যাজটেক সাম্রাজ্যের স্পেন বিজয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শুধু ভাষা জানার জন্য। সমালোচিত হলেও তাঁর কাজ, সাংস্কৃতিক সংমিশ্রণ ও পরিচয়ের প্রতীক হয়ে তিনি রয়ে গেছেন ইতিহাসে। ১৫২৯ সালে রাজকন্যা মালিঞ্চে মারা যান।
মালিঞ্চের মতো রাজকন্যা হওয়ার সৌভাগ্য হয়নি মার্কিন নারী সাকাগাওয়েয়ার। কিন্তু তিনি ছিলেন এগেডিকা আদিবাসী গোষ্ঠীর মানুষ। সাকাগাওয়েয়ার জন্ম হয়েছিল ১৭৮৮ সালে যুক্তরাষ্ট্রের আইডাহতে। দক্ষিণ ডাকোটার কেনেন শহরে তিনি মারা যান ১৮১২ সালে, মাত্র ২৪ বছর বয়সে।
ফ্রান্সের কাছ থেকে ১৮০৩ সালে লুইজিয়ানা কিনে নেয়। নতুন সেই অঞ্চলের মানচিত্র তৈরি, ব্রিটিশ ও ইউরোপীয় অন্যান্য জাতির আগে সে দুর্গম অঞ্চলে মার্কিনদের উপস্থিতি নিশ্চিত এবং নিজেদের কর্তৃত্ব স্থাপন করা জরুরি হয়ে পড়ে। সে জন্য সে সময়কার মার্কিন প্রেসিডেন্ট থমাস জেফারসনের নির্দেশে মার্কিন সেনাবাহিনীর একটি দল লুইজিয়ানা অঞ্চলে অভিযান পরিচালনা করে। ক্যাপ্টেন মেরিওয়েদার লুইস ও তাঁর বন্ধু সেকেন্ড লেফটেন্যান্ট উইলিয়াম ক্লার্ক সেই অভিযানের নেতৃত্বে ছিলেন। ১৮০৪ সালের মে মাসে এই অভিযান শুরু হয়ে ১৮০৬ সালের সেপ্টেম্বরে শেষ হয়। কিন্তু সেই অভিযান সফল হয়েছিল মূলত এক নারী দোভাষী ও গাইডের জন্য। তাঁর নাম সাকাগাওয়েয়া।
সাকাগাওয়েয়া যুক্তরাষ্ট্রের সে সময়কার বিভিন্ন উপজাতি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ তৈরি করেছিলেন মূলত তাদের ভাষা জানার জন্য। সে যোগাযোগের সূত্র ধরে বুনো পশ্চিমের অপরিচিত ভূখণ্ডের মধ্য দিয়ে লুইজিয়ানা যাওয়ার নতুন পথ তৈরি করতে পেরেছিল আমেরিকান সেনারা। কিন্তু সাকাগাওয়েয়ার জন্য কাজটি খুব সহজ ছিল না। যেসব উপজাতি গোষ্ঠীর সঙ্গে তিনি যোগাযোগ করেছিলেন, তাদের প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলো তাঁকে বন্দী করে নির্যাতন চালিয়েছিল। তারপরও দমে যাননি সাকাগাওয়েয়া। তিনি সহায়তা করেছিলেন নিজের দেশের সেনাবাহিনীকে।

ষোলো শতকের কথা। স্পেনের ইতিহাসে সে সময় খুঁজে পাওয়া যাবে এক অভিমানী রাজকন্যার বিদ্রোহী হয়ে ওঠার গল্প। আধুনিককালে তিনি একই সঙ্গে নন্দিত ও নিন্দিত। স্পেনের পাইনালা শহরের রাজকন্যা ছিলেন লা মালিঞ্চে। তাঁর জন্মকাল ধরা হয় ১৫০০ থেকে ১৫০৫ সালের মধ্যে। তাঁর আরও দুটি নাম ছিল—মালিনালি এবং ডোনা মারিনা। এই রাজকন্যা ছিলেন ভীষণ দুরন্ত। কিন্তু এক দারুণ গুণ ছিল তাঁর। রাজকন্যা মালিঞ্চের আয়ত্তে ছিল নাহুয়াটল ও মায়া ভাষা। এই দুই ভাষায় সমানতালে কথা বলতে পারতেন। তবে এর পেছনে ছিল এক করুণ ইতিহাস।
রাজা মারা যাওয়ার পর রানি বিয়ে করেন অন্য এক অঞ্চলের রাজাকে। সেখানে জন্ম নেওয়া ছেলেকে উত্তরাধিকারের আসনে বসাতে মালিঞ্চেকে রানি বিক্রি করে দেন ক্রীতদাসী হিসেবে। সেখানে তাঁর ধর্ম পরিবর্তন করে নাম রাখা হয় ডোনা মারিনা। সেই থেকে স্বজাতির ওপর অভিমান জন্মে তাঁর। হয়ে ওঠেন বিদ্রোহী। মেক্সিকো বিজয়ের সময় স্প্যানিশ বিজয়ী হার্নান কর্টেসের দোভাষী ও উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন মালিঞ্চে। অ্যাজটেক সাম্রাজ্যের স্পেন বিজয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শুধু ভাষা জানার জন্য। সমালোচিত হলেও তাঁর কাজ, সাংস্কৃতিক সংমিশ্রণ ও পরিচয়ের প্রতীক হয়ে তিনি রয়ে গেছেন ইতিহাসে। ১৫২৯ সালে রাজকন্যা মালিঞ্চে মারা যান।
মালিঞ্চের মতো রাজকন্যা হওয়ার সৌভাগ্য হয়নি মার্কিন নারী সাকাগাওয়েয়ার। কিন্তু তিনি ছিলেন এগেডিকা আদিবাসী গোষ্ঠীর মানুষ। সাকাগাওয়েয়ার জন্ম হয়েছিল ১৭৮৮ সালে যুক্তরাষ্ট্রের আইডাহতে। দক্ষিণ ডাকোটার কেনেন শহরে তিনি মারা যান ১৮১২ সালে, মাত্র ২৪ বছর বয়সে।
ফ্রান্সের কাছ থেকে ১৮০৩ সালে লুইজিয়ানা কিনে নেয়। নতুন সেই অঞ্চলের মানচিত্র তৈরি, ব্রিটিশ ও ইউরোপীয় অন্যান্য জাতির আগে সে দুর্গম অঞ্চলে মার্কিনদের উপস্থিতি নিশ্চিত এবং নিজেদের কর্তৃত্ব স্থাপন করা জরুরি হয়ে পড়ে। সে জন্য সে সময়কার মার্কিন প্রেসিডেন্ট থমাস জেফারসনের নির্দেশে মার্কিন সেনাবাহিনীর একটি দল লুইজিয়ানা অঞ্চলে অভিযান পরিচালনা করে। ক্যাপ্টেন মেরিওয়েদার লুইস ও তাঁর বন্ধু সেকেন্ড লেফটেন্যান্ট উইলিয়াম ক্লার্ক সেই অভিযানের নেতৃত্বে ছিলেন। ১৮০৪ সালের মে মাসে এই অভিযান শুরু হয়ে ১৮০৬ সালের সেপ্টেম্বরে শেষ হয়। কিন্তু সেই অভিযান সফল হয়েছিল মূলত এক নারী দোভাষী ও গাইডের জন্য। তাঁর নাম সাকাগাওয়েয়া।
সাকাগাওয়েয়া যুক্তরাষ্ট্রের সে সময়কার বিভিন্ন উপজাতি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ তৈরি করেছিলেন মূলত তাদের ভাষা জানার জন্য। সে যোগাযোগের সূত্র ধরে বুনো পশ্চিমের অপরিচিত ভূখণ্ডের মধ্য দিয়ে লুইজিয়ানা যাওয়ার নতুন পথ তৈরি করতে পেরেছিল আমেরিকান সেনারা। কিন্তু সাকাগাওয়েয়ার জন্য কাজটি খুব সহজ ছিল না। যেসব উপজাতি গোষ্ঠীর সঙ্গে তিনি যোগাযোগ করেছিলেন, তাদের প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলো তাঁকে বন্দী করে নির্যাতন চালিয়েছিল। তারপরও দমে যাননি সাকাগাওয়েয়া। তিনি সহায়তা করেছিলেন নিজের দেশের সেনাবাহিনীকে।

আগামীকাল নতুন একটি বছর শুরু করতে যাচ্ছে পৃথিবী। ২০২৫ সালকে বিদায় জানিয়ে নতুন বছরে সবারই প্রত্যাশা থাকছে ইতিবাচক কিছুর। তবে পেছনে ফিরে তাকালে গত বছরটি নারী অধিকার এবং নিরাপত্তার প্রশ্নে রেখে গেছে এক মিশ্র অভিজ্ঞতা। ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে দেখা গেছে পরিকল্পনা...
৭ দিন আগে
বই মানুষের জীবন বদলে দিতে পারে— এই সত্য স্পষ্টভাবে ধরা পড়ে নূজহাত নাছিম দিয়ার জীবনে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের একটি শান্ত, বইপ্রেমী পরিবেশে বেড়ে উঠেছেন দিয়া। পরিবারে মা-বাবা ও দুই ভাই সব সময় তাঁকে পড়াশোনা এবং সাহিত্যচর্চায় উৎসাহ দিয়ে এসেছেন।
৭ দিন আগে
ভোরের আলো ফোটার অপেক্ষায় থাকা নতুন বছরের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা। যুগে যুগে বছরের সঙ্গে তাল মিলিয়ে পাল্টেছে ট্রেন্ড। কিন্তু আজও যখন আমরা আধুনিক প্রসাধনশিল্পের দিকে তাকাই, তখন একটি নাম ধ্রুবতারার মতো উজ্জ্বল হয়ে ওঠে—এলিজাবেথ আরডেন। ১৮৭৮ সালের ৩১ ডিসেম্বর কানাডার ওন্টারিওতে এক খামারে ফ্লোরেন্স...
৭ দিন আগে
খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিনের কথা মনে হলে কিছু জনপ্রিয় গানের কথা সামনে আসে। জানেন কি, হিমেল হাওয়ার পরশ আর আলোকসজ্জার রোশনাইয়ের মধ্যে যে সুরগুলো আমাদের কানে বাজে, সেগুলো সৃষ্টির নেপথ্যে রয়েছে একদল নারী। তাঁদের লেখা, কণ্ঠ আর সুরের জাদুকরী মিশেলে বড়দিন পেয়েছে এক অনন্য রূপ।...
১২ দিন আগে