
চীনের অতি সাধারণ একটি কিন্ডারগার্টেনের শিক্ষক তিনি। শিক্ষার্থীদের নিয়ে নার্সারি লেভেলের একটি সমবেত গান মজা করে টিকটকে লাইভ স্ট্রিম করেছিলেন। ভিডিওটি এতই ভাইরাল হয় যে, এক ভিডিওতেই ১০ বছরের বেতনের সমান আয় করেন তিনি। এরপর চাকরিটাই ছেড়ে দিয়েছেন!
চীনের হুবেই প্রদেশের হুয়াং নামে ওই শিক্ষিকা টিকটকে এখন রীতিমতো সেলিব্রেটিতে পরিণত হয়েছেন।
একটি বাগানে ফুলের গাছ লাগানোর বিষয়ে ওই নার্সারি রাইমটির ক্লিপ ১০ কোটি বারের বেশি দেখা হয়েছে। গত ৫ মে চীনা গণমাধ্যম ওরিয়েন্টাল ডেইলিতে প্রথম এই খবর প্রকাশ করা হয়।
মূলত ওই শিক্ষিকার শিক্ষণ পদ্ধতি এবং আকর্ষণীয় চেহারা টিকটকে দর্শকদের নজর কেড়েছে। তার টিকটক অ্যাকাউন্টের বর্তমান ফলোয়ার ৪৩ লাখের বেশি।
চলতি মাসের প্রথম দিকে হুয়াং মূলত ভক্তদের অনুরোধেই নার্সারি রাইমটি লাইভ স্ট্রিম করেছিলেন। এর পরপরই টিকটকে ভক্তদের কাছ থেকে নগদ উপহারের বন্যায় ভেসে যায় অ্যাকাউন্ট। সেই সেশনে তিনি ৪ লাখ ইউয়ান বা ৫৭ হাজার ৫৬৪ মার্কিন ডলার থেকে ৫ লাখ ইউয়ান বা ৭১ হাজার ৯৫৫ ডলার উপার্জন করেছেন।
হুয়াং এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি খুব খুশি। আমি একদিনের জন্য লাইভ-স্ট্রিম করেছি এবং আমার বেতনের ১০ বছরের বেতনেরও বেশি উপার্জন করেছি। সবাইকে ধন্যবাদ।’
ওরিয়েন্টাল ডেইলির মতে, হুয়াং এখন টিকটকে পূর্ণকালীন লাইভ-স্ট্রিম শুরু করেছেন। যেখানে শিক্ষক হিসেবে মাসে প্রায় ৩ হাজার ইউয়ান বা ৪৩১ ডলার আয় করতেন।
হুয়াং এরই মধ্যে একটি প্রভাবশালী ব্যবস্থাপনা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। তাঁর প্রথম তিনটি লাইভে ২০ লাখ ইউয়ান (২ লাখ ৮৭ হাজার ৮২৩ ডলার) আয় হয়েছে।
লাইভ স্ট্রিমিংয়ের জন্য চাকরি ছাড়ার রেকর্ড অবশ্য হুয়াংয়ের আগে আরও আছে। ভালো বেতনের চাকরি ছেড়ে তাঁরা লাইভ স্ট্রিমিংকেই পূর্ণকালীন পেশা হিসেবে বেছে নিয়েছেন।
এর মধ্যে একজন Blizzb 3 ar। ভিডিও গেম স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচে স্ট্রিমিং করেন তিনি। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক ঠিকাদার প্রতিষ্ঠান ব্রিটিশ অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং সিস্টেমের চাকরি ছেড়ে দেন তিনি।

চীনের অতি সাধারণ একটি কিন্ডারগার্টেনের শিক্ষক তিনি। শিক্ষার্থীদের নিয়ে নার্সারি লেভেলের একটি সমবেত গান মজা করে টিকটকে লাইভ স্ট্রিম করেছিলেন। ভিডিওটি এতই ভাইরাল হয় যে, এক ভিডিওতেই ১০ বছরের বেতনের সমান আয় করেন তিনি। এরপর চাকরিটাই ছেড়ে দিয়েছেন!
চীনের হুবেই প্রদেশের হুয়াং নামে ওই শিক্ষিকা টিকটকে এখন রীতিমতো সেলিব্রেটিতে পরিণত হয়েছেন।
একটি বাগানে ফুলের গাছ লাগানোর বিষয়ে ওই নার্সারি রাইমটির ক্লিপ ১০ কোটি বারের বেশি দেখা হয়েছে। গত ৫ মে চীনা গণমাধ্যম ওরিয়েন্টাল ডেইলিতে প্রথম এই খবর প্রকাশ করা হয়।
মূলত ওই শিক্ষিকার শিক্ষণ পদ্ধতি এবং আকর্ষণীয় চেহারা টিকটকে দর্শকদের নজর কেড়েছে। তার টিকটক অ্যাকাউন্টের বর্তমান ফলোয়ার ৪৩ লাখের বেশি।
চলতি মাসের প্রথম দিকে হুয়াং মূলত ভক্তদের অনুরোধেই নার্সারি রাইমটি লাইভ স্ট্রিম করেছিলেন। এর পরপরই টিকটকে ভক্তদের কাছ থেকে নগদ উপহারের বন্যায় ভেসে যায় অ্যাকাউন্ট। সেই সেশনে তিনি ৪ লাখ ইউয়ান বা ৫৭ হাজার ৫৬৪ মার্কিন ডলার থেকে ৫ লাখ ইউয়ান বা ৭১ হাজার ৯৫৫ ডলার উপার্জন করেছেন।
হুয়াং এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি খুব খুশি। আমি একদিনের জন্য লাইভ-স্ট্রিম করেছি এবং আমার বেতনের ১০ বছরের বেতনেরও বেশি উপার্জন করেছি। সবাইকে ধন্যবাদ।’
ওরিয়েন্টাল ডেইলির মতে, হুয়াং এখন টিকটকে পূর্ণকালীন লাইভ-স্ট্রিম শুরু করেছেন। যেখানে শিক্ষক হিসেবে মাসে প্রায় ৩ হাজার ইউয়ান বা ৪৩১ ডলার আয় করতেন।
হুয়াং এরই মধ্যে একটি প্রভাবশালী ব্যবস্থাপনা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। তাঁর প্রথম তিনটি লাইভে ২০ লাখ ইউয়ান (২ লাখ ৮৭ হাজার ৮২৩ ডলার) আয় হয়েছে।
লাইভ স্ট্রিমিংয়ের জন্য চাকরি ছাড়ার রেকর্ড অবশ্য হুয়াংয়ের আগে আরও আছে। ভালো বেতনের চাকরি ছেড়ে তাঁরা লাইভ স্ট্রিমিংকেই পূর্ণকালীন পেশা হিসেবে বেছে নিয়েছেন।
এর মধ্যে একজন Blizzb 3 ar। ভিডিও গেম স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচে স্ট্রিমিং করেন তিনি। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক ঠিকাদার প্রতিষ্ঠান ব্রিটিশ অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং সিস্টেমের চাকরি ছেড়ে দেন তিনি।

ভারতের পূর্বাঞ্চলীয় জঙ্গলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত নতুন করে উদ্বেগজনক রূপ নিয়েছে। দেশটির ঝাড়খণ্ড রাজ্যের সারান্ডা বনাঞ্চলে একটি দাঁতাল হাতির হামলায় মাত্র এক সপ্তাহে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
২ দিন আগে
বলকান অঞ্চলের নস্ত্রাদামুস হিসেবে পরিচিত বুলগেরীয় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা বিশ্বের নানা গুরুত্বপূর্ণ ঘটনার পূর্বাভাস দেওয়ার জন্য আলোচিত। এর আগে তিনি, ৯/১১ সন্ত্রাসী হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু এবং চীনের উত্থানের মতো ঘটনাও তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে দাবি করা হয়।
৩ দিন আগে
চীনে ৬২ বছর বয়সী এক নারী গর্ভধারণের ছয় মাস পার করছেন। তিনি অনাগত সন্তানকে তাঁর মৃত একমাত্র ছেলের পুনর্জন্ম হিসেবে দেখছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
৪ দিন আগে
জাপানের টোকিওতে ঐতিহ্যবাহী নববর্ষের মাছ নিলামে ইতিহাস গড়ল একটি বিশালাকার ব্লুফিন টুনা। সোমবার (৫ জানুয়ারি) ভোরে টোকিওর টয়োসু ফিশ মার্কেটে অনুষ্ঠিত নিলামে বিক্রি হওয়া ওই প্যাসিফিক ব্লুফিন টুনাটির ওজন ছিল ২৪৩ কেজি।
৬ দিন আগে