
বিমানবন্দরে এক যাত্রীর লাগেজে অস্বাভাবিক একটা কিছুর গন্ধ পেল এক কুকুর। তবে সেটা খোলার পর যে জিনিস পাওয়া গেল, তার জন্য প্রস্তুত ছিল না কেউ।
যুক্তরাষ্ট্রের বোস্টন লোগান বিমানবন্দরে ওই যাত্রী এসেছিলেন আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো থেকে। যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) কর্তৃপক্ষের কুকুর ওই যাত্রীর লাগেজে অস্বাভাবিক কিছু একটার গন্ধ পায়। সেই লাগেজে শেষ পর্যন্ত মেলে চারটি বানরের মমি।
কঙ্গো থেকে ফিরে আসা যাত্রী বলেছিলেন, তাঁর লাগেজে শুকনো মাছ আছে। কিন্তু বোস্টন লোগান বিমানবন্দরে পরীক্ষা-নিরীক্ষার পর চারটি বানরের মৃত ও পানিশূন্য মৃতদেহ পাওয়া গেছে। সিবিপির মুখপাত্র রায়ান বিসেট জানান, ওই ব্যক্তি বলেছেন, তিনি বানরগুলো নিজের খাওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে এসেছিলেন।
বন্যপ্রাণীর কাঁচা বা ন্যূনতম প্রক্রিয়াজাত মাংস, যাকে কখনো কখনো ‘বুশমিট’ হিসেবে উল্লেখ করা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ। মূলত রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকির কারণে এই বিধিনিষেধ।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদ সংস্থা এপির এক প্রতিবেদনে।
‘মার্কিন যুক্তরাষ্ট্রে বুশমিট আনার ফলে যে বিপদের ঝুঁকির কথা বলা হয় এগুলো বাস্তব। বুশমিট জীবাণু বহন করতে পারে, যা ইবোলা ভাইরাসসহ বিভিন্ন অসুস্থতার কারণ হতে পারে।’ বলেন সিবিপির স্থানীয় বন্দর পরিচালক জুলিও কারাভিয়া।
ঘটনাটি গত মাস, মানে জানুয়ারির হলেও ফেব্রুয়ারিতে এটি প্রকাশ্যে আসে।
এদিকে বিসেট জানিয়েছেন, এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে ওই যাত্রীর সব লাগেজ বাজেয়াপ্ত করা হয় এবং প্রায় ৯ পাউন্ড (৪ কেজি) বুশমিট ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ধ্বংসের জন্য চিহ্নিত করে।

বিমানবন্দরে এক যাত্রীর লাগেজে অস্বাভাবিক একটা কিছুর গন্ধ পেল এক কুকুর। তবে সেটা খোলার পর যে জিনিস পাওয়া গেল, তার জন্য প্রস্তুত ছিল না কেউ।
যুক্তরাষ্ট্রের বোস্টন লোগান বিমানবন্দরে ওই যাত্রী এসেছিলেন আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো থেকে। যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) কর্তৃপক্ষের কুকুর ওই যাত্রীর লাগেজে অস্বাভাবিক কিছু একটার গন্ধ পায়। সেই লাগেজে শেষ পর্যন্ত মেলে চারটি বানরের মমি।
কঙ্গো থেকে ফিরে আসা যাত্রী বলেছিলেন, তাঁর লাগেজে শুকনো মাছ আছে। কিন্তু বোস্টন লোগান বিমানবন্দরে পরীক্ষা-নিরীক্ষার পর চারটি বানরের মৃত ও পানিশূন্য মৃতদেহ পাওয়া গেছে। সিবিপির মুখপাত্র রায়ান বিসেট জানান, ওই ব্যক্তি বলেছেন, তিনি বানরগুলো নিজের খাওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে এসেছিলেন।
বন্যপ্রাণীর কাঁচা বা ন্যূনতম প্রক্রিয়াজাত মাংস, যাকে কখনো কখনো ‘বুশমিট’ হিসেবে উল্লেখ করা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ। মূলত রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকির কারণে এই বিধিনিষেধ।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদ সংস্থা এপির এক প্রতিবেদনে।
‘মার্কিন যুক্তরাষ্ট্রে বুশমিট আনার ফলে যে বিপদের ঝুঁকির কথা বলা হয় এগুলো বাস্তব। বুশমিট জীবাণু বহন করতে পারে, যা ইবোলা ভাইরাসসহ বিভিন্ন অসুস্থতার কারণ হতে পারে।’ বলেন সিবিপির স্থানীয় বন্দর পরিচালক জুলিও কারাভিয়া।
ঘটনাটি গত মাস, মানে জানুয়ারির হলেও ফেব্রুয়ারিতে এটি প্রকাশ্যে আসে।
এদিকে বিসেট জানিয়েছেন, এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে ওই যাত্রীর সব লাগেজ বাজেয়াপ্ত করা হয় এবং প্রায় ৯ পাউন্ড (৪ কেজি) বুশমিট ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ধ্বংসের জন্য চিহ্নিত করে।

নতুন বছরের দ্বিতীয় দিনেই বিশ্বজুড়ে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। ষোড়শ শতাব্দীর বিখ্যাত ফরাসি জ্যোতিষী ও চিকিৎসক মিশেল দে নস্ত্রাদামুস (১৫০৩-৬৬) ২০২৬ সালের ভবিষ্যদ্বাণীগুলো এখন নতুন করে আলোচনায়। তিনি অ্যাডলফ হিটলারের উত্থান, ৯/১১-এর সন্ত্রাসী হামলা এবং সাম্প্রতিক কোভিড-১৯ মহামারির নির্ভুল...
১৯ ঘণ্টা আগে
২০২৬ সাল শুরু হতেই নস্ত্রাদামুসের অনুসারীরা এই বছরকে ঘিরে নতুন কিছু ভয়াবহ ভবিষ্যদ্বাণী প্রকাশ করেছেন। ১৫০০ শতকে জন্ম নেওয়া ফরাসি জ্যোতিষী এবং চিকিৎসক মিশেল দ্য নস্ত্রাদোম (নস্ত্রাদামুস) অ্যাডলফ হিটলারের উত্থান, ১১ সেপ্টেম্বরের হামলা এবং কোভিড-১৯ মহামারির মতো আধুনিক যুগের অনেক...
১ দিন আগে
একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন, একটা ই-মেইল এসেছে যার ‘সাবজেক্ট’ অপশনে লেখা ‘টার্মিনেশন লেটার’। ঘুম ঘুম চোখে এই ই-মেইল দেখলে স্বাভাবিকভাবেই ঘুম তো থাক, অন্য সব ভাবনাও হারাম হয়ে যাওয়ার কথা! তখন ভাবনায় আসবে ঠিক কি কারণে চাকরি থেকে ছাঁটাই হতে হলো!
৬ দিন আগে
বিবাহবহির্ভূত সম্পর্ক থেকে শুরু করে স্বামী-স্ত্রীর ব্যক্তিগত ঝগড়া—সবকিছুতেই এখন থেকে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের লিংক্যাং গ্রামের কমিটি এমন নিয়ম জারি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘গ্রামের নিয়মাবলি: সবাই সমান’ শিরোনামের একটি নোটিশ ভাইরাল হওয়ার...
৭ দিন আগে