
বিমানবন্দরে এক যাত্রীর লাগেজে অস্বাভাবিক একটা কিছুর গন্ধ পেল এক কুকুর। তবে সেটা খোলার পর যে জিনিস পাওয়া গেল, তার জন্য প্রস্তুত ছিল না কেউ।
যুক্তরাষ্ট্রের বোস্টন লোগান বিমানবন্দরে ওই যাত্রী এসেছিলেন আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো থেকে। যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) কর্তৃপক্ষের কুকুর ওই যাত্রীর লাগেজে অস্বাভাবিক কিছু একটার গন্ধ পায়। সেই লাগেজে শেষ পর্যন্ত মেলে চারটি বানরের মমি।
কঙ্গো থেকে ফিরে আসা যাত্রী বলেছিলেন, তাঁর লাগেজে শুকনো মাছ আছে। কিন্তু বোস্টন লোগান বিমানবন্দরে পরীক্ষা-নিরীক্ষার পর চারটি বানরের মৃত ও পানিশূন্য মৃতদেহ পাওয়া গেছে। সিবিপির মুখপাত্র রায়ান বিসেট জানান, ওই ব্যক্তি বলেছেন, তিনি বানরগুলো নিজের খাওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে এসেছিলেন।
বন্যপ্রাণীর কাঁচা বা ন্যূনতম প্রক্রিয়াজাত মাংস, যাকে কখনো কখনো ‘বুশমিট’ হিসেবে উল্লেখ করা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ। মূলত রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকির কারণে এই বিধিনিষেধ।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদ সংস্থা এপির এক প্রতিবেদনে।
‘মার্কিন যুক্তরাষ্ট্রে বুশমিট আনার ফলে যে বিপদের ঝুঁকির কথা বলা হয় এগুলো বাস্তব। বুশমিট জীবাণু বহন করতে পারে, যা ইবোলা ভাইরাসসহ বিভিন্ন অসুস্থতার কারণ হতে পারে।’ বলেন সিবিপির স্থানীয় বন্দর পরিচালক জুলিও কারাভিয়া।
ঘটনাটি গত মাস, মানে জানুয়ারির হলেও ফেব্রুয়ারিতে এটি প্রকাশ্যে আসে।
এদিকে বিসেট জানিয়েছেন, এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে ওই যাত্রীর সব লাগেজ বাজেয়াপ্ত করা হয় এবং প্রায় ৯ পাউন্ড (৪ কেজি) বুশমিট ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ধ্বংসের জন্য চিহ্নিত করে।

বিমানবন্দরে এক যাত্রীর লাগেজে অস্বাভাবিক একটা কিছুর গন্ধ পেল এক কুকুর। তবে সেটা খোলার পর যে জিনিস পাওয়া গেল, তার জন্য প্রস্তুত ছিল না কেউ।
যুক্তরাষ্ট্রের বোস্টন লোগান বিমানবন্দরে ওই যাত্রী এসেছিলেন আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো থেকে। যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) কর্তৃপক্ষের কুকুর ওই যাত্রীর লাগেজে অস্বাভাবিক কিছু একটার গন্ধ পায়। সেই লাগেজে শেষ পর্যন্ত মেলে চারটি বানরের মমি।
কঙ্গো থেকে ফিরে আসা যাত্রী বলেছিলেন, তাঁর লাগেজে শুকনো মাছ আছে। কিন্তু বোস্টন লোগান বিমানবন্দরে পরীক্ষা-নিরীক্ষার পর চারটি বানরের মৃত ও পানিশূন্য মৃতদেহ পাওয়া গেছে। সিবিপির মুখপাত্র রায়ান বিসেট জানান, ওই ব্যক্তি বলেছেন, তিনি বানরগুলো নিজের খাওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে এসেছিলেন।
বন্যপ্রাণীর কাঁচা বা ন্যূনতম প্রক্রিয়াজাত মাংস, যাকে কখনো কখনো ‘বুশমিট’ হিসেবে উল্লেখ করা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ। মূলত রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকির কারণে এই বিধিনিষেধ।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদ সংস্থা এপির এক প্রতিবেদনে।
‘মার্কিন যুক্তরাষ্ট্রে বুশমিট আনার ফলে যে বিপদের ঝুঁকির কথা বলা হয় এগুলো বাস্তব। বুশমিট জীবাণু বহন করতে পারে, যা ইবোলা ভাইরাসসহ বিভিন্ন অসুস্থতার কারণ হতে পারে।’ বলেন সিবিপির স্থানীয় বন্দর পরিচালক জুলিও কারাভিয়া।
ঘটনাটি গত মাস, মানে জানুয়ারির হলেও ফেব্রুয়ারিতে এটি প্রকাশ্যে আসে।
এদিকে বিসেট জানিয়েছেন, এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে ওই যাত্রীর সব লাগেজ বাজেয়াপ্ত করা হয় এবং প্রায় ৯ পাউন্ড (৪ কেজি) বুশমিট ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ধ্বংসের জন্য চিহ্নিত করে।

চীনা নববর্ষের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সাধারণ আহ্বান মুহূর্তেই রূপ নিয়েছিল বিশাল জনসমাগম ও গ্রামীণ উৎসবে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম চীনের চংকিংয়ের হেচুয়ান অঞ্চলের চিংফু গ্রামে। ২০ বছর বয়সী এক তরুণী দাইদাই চীনা টিকটকে সহায়তার আবেদন জানান। তিনি জানান, তাঁর বাবা বয়সের কারণে...
১ দিন আগে
নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে চলমান ইন্ডিয়া ওপেন সুপার-৭৫০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে গতকাল বৃহস্পতিবার এক অস্বাভাবিক ও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। পুরুষদের এককের দ্বিতীয় রাউন্ডে ভারতের এইচএস প্রণয় ও সিঙ্গাপুরের লো কিন ইউয়ের ম্যাচে কোর্টে পাখির বিষ্ঠা পড়ায় দুবার খেলা বন্ধ রাখতে
১ দিন আগে
ভারতের পূর্বাঞ্চলীয় জঙ্গলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত নতুন করে উদ্বেগজনক রূপ নিয়েছে। দেশটির ঝাড়খণ্ড রাজ্যের সারান্ডা বনাঞ্চলে একটি দাঁতাল হাতির হামলায় মাত্র এক সপ্তাহে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
৮ দিন আগে
বলকান অঞ্চলের নস্ত্রাদামুস হিসেবে পরিচিত বুলগেরীয় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা বিশ্বের নানা গুরুত্বপূর্ণ ঘটনার পূর্বাভাস দেওয়ার জন্য আলোচিত। এর আগে তিনি, ৯/১১ সন্ত্রাসী হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু এবং চীনের উত্থানের মতো ঘটনাও তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে দাবি করা হয়।
৮ দিন আগে