
বিয়ে মানুষের জীবনে গুরুত্বপূর্ণ বিষয়। এক শিক্ষিকা চেয়েছিলেন তাঁর বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের সঙ্গে এটি উদ্যাপন করতে। অতএব সবাইকে চমকে দিয়ে বিয়েটি করলেন স্কুলেই।
বিস্ময়কর এই কাণ্ড করেন যুক্তরাষ্ট্রের এক কিন্ডারগার্টেনের শিক্ষক ক্যাট জিয়ার। মিনেসোটার ওই বিদ্যালয়ের নাম গুড শেফার্ড ক্যাথলিক স্কুল। শিক্ষার্থীরা তাদের শিক্ষকের বিয়েতে বিশেষ অতিথি ছিল। ক্যাটি জিয়ার, প্রিয়জনদের উপস্থিতিতে হওয়া আনুষ্ঠানিক বিয়ের ঠিক এক দিন আগে ১ ফেব্রুয়ারি স্বামী কেভিনের সঙ্গে যাজকের উপস্থিতিতে প্রতিজ্ঞাবদ্ধ হন স্কুলটিতে।
এবিসি নিউজ জানিয়েছে, মিসেস জিয়ার তাঁর ‘দ্বিতীয় পরিবারে’র সঙ্গে বিশেষ দিনটি কাটাতে চেয়েছিলেন। সেখানে তিনি ৯ বছর ধরে শিক্ষকতা করছেন। জিয়ার জানান, কয়েক মাস ধরেই বিষয়টি নিয়ে পরিকল্পনা চলছিল। তবে আনুষ্ঠানিকতায় কাজে লাগবে এমন কয়েক জন ছাড়া অন্য শিক্ষার্থীর কাছে এটি গোপন রেখেছিলেন।
‘আমার বেড়ে ওঠার সময় একজন শিক্ষক ছিলেন। আমি তখন তাঁর ক্লাসে ছিলাম না, কিন্তু তাঁর বিয়েতে ওই শ্রেণির শিক্ষার্থীরা গান গেয়েছিল। তখন ভেবেছিলাম, এটি দারুণ এক ব্যাপার। আমার মনে হয়েছিল, যেদিন আমি বিয়ে করব, ক্লাসের শিক্ষার্থীরা সেখানে গান গাইবে।’ সিবিএস নিউজকে তিনি বলেন, ‘তবে আমরা এটির চেয়েও একটু বড় কিছু করেছি। বলা চলে গোটা স্কুলকে অবাক করে দিয়েছি। বিষয়টি দুর্দান্ত ছিল।’
স্কুল স্টাফ এবং গির্জার যাজকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বললে তাঁরা আন্তরিকভাবে এটি গ্রহণ করেন। জিয়ার জানান এটি তাঁর প্রত্যাশা ছাড়িয়ে যায়। তিনি শিক্ষার্থীদের আনন্দ ও উত্তেজনা দেখে বাক্রুদ্ধ হয়ে গেছেন। গুড শেফার্ড প্রি স্কুল থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের সেখানে উপস্থিত হওয়ার ব্যবস্থা করে।
জ্যাক জ্যাকব জিয়ারের ক্লাসে মিস কর্কেন নামে পরিচিত ছিল। বর্তমানে সিক্সথ গ্রেডে পড়া জ্যাক বিস্ময়ে অভিভূত হয়ে পড়ে, যখন যাজক ঘোষণা করেছিলেন যে স্বাভাবিক এই আয়োজন জিয়ারের বিয়ের আনুষ্ঠানিকতায় রূপান্তরিত হতে চলেছে।
‘এটি পিলে চমকানো একটি বিষয়, আমি জানতাম, এটি কিছুর উদ্যাপন, কিন্তু ভাবতেও পারিনি, তারা এর মাঝখানে বিয়ে করছে।’ বলে জ্যাক।
বিবাহ অনুষ্ঠান সমাপ্তির পরে, ছাত্র ও শিক্ষক-কর্মচারীরা হলওয়ের ধারে জড়ো হয়ে পশমি বল নাড়তে নাড়তে নবদম্পতিকে বিদায় জানায়। ২ ফেব্রুয়ারি দ্বিতীয়বারের মতো বিয়ের আনুষ্ঠানিকতা হয় তাঁদের।
‘আমরা ভেবেছিলাম, এটি একটি দুর্দান্ত ধারণা। বুঝেছিলাম, এটি বিশেষ কিছু হতে চলেছে। কিন্তু সবার ভালোবাসার দেখে আমাদের মনে হচ্ছে, আমরা যেন শূন্যে ভাসছিলাম।’ বলেন মিসেস জিয়ার।

বিয়ে মানুষের জীবনে গুরুত্বপূর্ণ বিষয়। এক শিক্ষিকা চেয়েছিলেন তাঁর বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের সঙ্গে এটি উদ্যাপন করতে। অতএব সবাইকে চমকে দিয়ে বিয়েটি করলেন স্কুলেই।
বিস্ময়কর এই কাণ্ড করেন যুক্তরাষ্ট্রের এক কিন্ডারগার্টেনের শিক্ষক ক্যাট জিয়ার। মিনেসোটার ওই বিদ্যালয়ের নাম গুড শেফার্ড ক্যাথলিক স্কুল। শিক্ষার্থীরা তাদের শিক্ষকের বিয়েতে বিশেষ অতিথি ছিল। ক্যাটি জিয়ার, প্রিয়জনদের উপস্থিতিতে হওয়া আনুষ্ঠানিক বিয়ের ঠিক এক দিন আগে ১ ফেব্রুয়ারি স্বামী কেভিনের সঙ্গে যাজকের উপস্থিতিতে প্রতিজ্ঞাবদ্ধ হন স্কুলটিতে।
এবিসি নিউজ জানিয়েছে, মিসেস জিয়ার তাঁর ‘দ্বিতীয় পরিবারে’র সঙ্গে বিশেষ দিনটি কাটাতে চেয়েছিলেন। সেখানে তিনি ৯ বছর ধরে শিক্ষকতা করছেন। জিয়ার জানান, কয়েক মাস ধরেই বিষয়টি নিয়ে পরিকল্পনা চলছিল। তবে আনুষ্ঠানিকতায় কাজে লাগবে এমন কয়েক জন ছাড়া অন্য শিক্ষার্থীর কাছে এটি গোপন রেখেছিলেন।
‘আমার বেড়ে ওঠার সময় একজন শিক্ষক ছিলেন। আমি তখন তাঁর ক্লাসে ছিলাম না, কিন্তু তাঁর বিয়েতে ওই শ্রেণির শিক্ষার্থীরা গান গেয়েছিল। তখন ভেবেছিলাম, এটি দারুণ এক ব্যাপার। আমার মনে হয়েছিল, যেদিন আমি বিয়ে করব, ক্লাসের শিক্ষার্থীরা সেখানে গান গাইবে।’ সিবিএস নিউজকে তিনি বলেন, ‘তবে আমরা এটির চেয়েও একটু বড় কিছু করেছি। বলা চলে গোটা স্কুলকে অবাক করে দিয়েছি। বিষয়টি দুর্দান্ত ছিল।’
স্কুল স্টাফ এবং গির্জার যাজকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বললে তাঁরা আন্তরিকভাবে এটি গ্রহণ করেন। জিয়ার জানান এটি তাঁর প্রত্যাশা ছাড়িয়ে যায়। তিনি শিক্ষার্থীদের আনন্দ ও উত্তেজনা দেখে বাক্রুদ্ধ হয়ে গেছেন। গুড শেফার্ড প্রি স্কুল থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের সেখানে উপস্থিত হওয়ার ব্যবস্থা করে।
জ্যাক জ্যাকব জিয়ারের ক্লাসে মিস কর্কেন নামে পরিচিত ছিল। বর্তমানে সিক্সথ গ্রেডে পড়া জ্যাক বিস্ময়ে অভিভূত হয়ে পড়ে, যখন যাজক ঘোষণা করেছিলেন যে স্বাভাবিক এই আয়োজন জিয়ারের বিয়ের আনুষ্ঠানিকতায় রূপান্তরিত হতে চলেছে।
‘এটি পিলে চমকানো একটি বিষয়, আমি জানতাম, এটি কিছুর উদ্যাপন, কিন্তু ভাবতেও পারিনি, তারা এর মাঝখানে বিয়ে করছে।’ বলে জ্যাক।
বিবাহ অনুষ্ঠান সমাপ্তির পরে, ছাত্র ও শিক্ষক-কর্মচারীরা হলওয়ের ধারে জড়ো হয়ে পশমি বল নাড়তে নাড়তে নবদম্পতিকে বিদায় জানায়। ২ ফেব্রুয়ারি দ্বিতীয়বারের মতো বিয়ের আনুষ্ঠানিকতা হয় তাঁদের।
‘আমরা ভেবেছিলাম, এটি একটি দুর্দান্ত ধারণা। বুঝেছিলাম, এটি বিশেষ কিছু হতে চলেছে। কিন্তু সবার ভালোবাসার দেখে আমাদের মনে হচ্ছে, আমরা যেন শূন্যে ভাসছিলাম।’ বলেন মিসেস জিয়ার।

বলকান অঞ্চলের নস্ত্রাদামুস হিসেবে পরিচিত বুলগেরীয় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা বিশ্বের নানা গুরুত্বপূর্ণ ঘটনার পূর্বাভাস দেওয়ার জন্য আলোচিত। এর আগে তিনি, ৯/১১ সন্ত্রাসী হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু এবং চীনের উত্থানের মতো ঘটনাও তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে দাবি করা হয়।
১০ ঘণ্টা আগে
চীনে ৬২ বছর বয়সী এক নারী গর্ভধারণের ছয় মাস পার করছেন। তিনি অনাগত সন্তানকে তাঁর মৃত একমাত্র ছেলের পুনর্জন্ম হিসেবে দেখছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
১ দিন আগে
জাপানের টোকিওতে ঐতিহ্যবাহী নববর্ষের মাছ নিলামে ইতিহাস গড়ল একটি বিশালাকার ব্লুফিন টুনা। সোমবার (৫ জানুয়ারি) ভোরে টোকিওর টয়োসু ফিশ মার্কেটে অনুষ্ঠিত নিলামে বিক্রি হওয়া ওই প্যাসিফিক ব্লুফিন টুনাটির ওজন ছিল ২৪৩ কেজি।
৪ দিন আগে
নতুন বছরের দ্বিতীয় দিনেই বিশ্বজুড়ে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। ষোড়শ শতাব্দীর বিখ্যাত ফরাসি জ্যোতিষী ও চিকিৎসক মিশেল দে নস্ত্রাদামুস (১৫০৩-৬৬) ২০২৬ সালের ভবিষ্যদ্বাণীগুলো এখন নতুন করে আলোচনায়। তিনি অ্যাডলফ হিটলারের উত্থান, ৯/১১-এর সন্ত্রাসী হামলা এবং সাম্প্রতিক কোভিড-১৯ মহামারির নির্ভুল...
৭ দিন আগে