ইমরান খান

সমাবর্তন সভায় দ্বৈবচয়নের ভিত্তিতে দুকথা বলার সুযোগ পেয়েছেন সদ্য স্নাতক টেলু। বক্তব্যের শুরুতেই অবনত মস্তকে বললেন, আজ কোন গৌরব-গরিমা নয়; কৃতজ্ঞতা প্রকাশের দিন। আমি গভীর শ্রদ্ধায় কৃতজ্ঞতা জানাচ্ছি আমার মতো বহু টেলুর গ্র্যাজুয়েট হয়ে ওঠার পেছনের নায়ক ইন্টারনেট, গুগল, উইকিপিডিয়া, মাইক্রোসফট অফিস ও কাট-কপি-পেস্টের প্রতি।
এই বক্তব্যে কয়েকজন মুখ টিপে হাসলেও অনেকের স্মৃতিই টাইম মেশিনে চলে যায় অ্যাসাইনমেন্ট জমার আগের রাতগুলোতে। আহা! কি বিন্দাসই না ছিল সেই সব দিনগুলি। বিকেলে-সন্ধ্যায় জমিয়ে আড্ডা, চুটিয়ে প্রেম সেরে এসে মাঝরাতে আসল কাজে হাত। সকালের আলো ফোটার পরে প্রিন্ট করে শেষ সময়ের এক মিনিট আগে জমা। আহ! শান্তি।
টেলুর এই কৃতজ্ঞতামূলক বক্তব্য উপস্থিত অনেকের মনেই জাগিয়ে দেয় অকৃতজ্ঞ মানসিকতার প্রতিচ্ছবি। শিক্ষার্থী জীবন পার করে শিক্ষক জীবনেও গবেষণা, আর্টিকেলে কপি সংস্কৃতিকে শিল্পে পরিণত করেও কখনো এভাবে কৃতজ্ঞতা জানানো যায়নি বলে লজ্জাও লাগছিল। তবে সব লজ্জা গিয়ে ঠেকল দুচারজনের ওপরে। এর মধ্যে গবেষণায় কপি করার ১৪ বছর পর এসে ‘প্লেইজারিজমের’ স্বীকৃতি নিতে অনিচ্ছুক এক মাঝবয়সী অধ্যাপকও রয়েছেন। তাঁর দিকে একযোগে তাকিয়ে অবশেষে সবার লজ্জামুক্তি হলো। লজ্জা রেখেই বা কী হবে? এই কাজ যে করেনি, সে তো হয় মিথ্যেবাদী, নয় দেবতা! সকলের মনে এই তুষ্টি নিয়ে সেদিনের মতো সভা সমাপ্তি হলো।
সভা শেষে দেখা গেল টেলুর বক্তব্য থেকে ৩৩ সেকেন্ডের ফুটেজ ফেসবুকে ভাইরাল। এই ভাইরাল ভিডিও দেখে মনে মনে কৃতজ্ঞতা জানানোর মোটিভেশন নিলেন অসংখ্য ফেসবুক বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক ও সাংবাদিক। অন্যের লেখা মেরে দেওয়া, নিজের নামে চালিয়ে দেওয়ার লোভ সামলানোর প্রতিজ্ঞা করতে না পারলেও সবাই মিলে খুঁজে বের করলেন পরমাত্মীয় ‘কাট-কপি-পেস্ট’ এর জনককে। জানা গেল, এই মহামতির নাম ল্যারি টেসলার।
এত ভাবনার মধ্যে সবার মনে গভীর শ্রদ্ধা উথলে উঠল ল্যারি টেসলার প্রতি। তবে একজনের ফেসবুক পোস্ট থেকে জানা গেল ২০২০-এর ১৭ ফেব্রুয়ারি করোনার থাবায় মারা গেছেন এই কম্পিউটার বিজ্ঞানী। এমন পরিস্থিতিতে সর্বসম্মতিতে সবার ফেসবুক পোস্ট—‘তোমাকে ভুললেও তোমার সৃষ্টিকে ভুলব না প্রিয় ভাই ল্যারি টেসলার’।

সমাবর্তন সভায় দ্বৈবচয়নের ভিত্তিতে দুকথা বলার সুযোগ পেয়েছেন সদ্য স্নাতক টেলু। বক্তব্যের শুরুতেই অবনত মস্তকে বললেন, আজ কোন গৌরব-গরিমা নয়; কৃতজ্ঞতা প্রকাশের দিন। আমি গভীর শ্রদ্ধায় কৃতজ্ঞতা জানাচ্ছি আমার মতো বহু টেলুর গ্র্যাজুয়েট হয়ে ওঠার পেছনের নায়ক ইন্টারনেট, গুগল, উইকিপিডিয়া, মাইক্রোসফট অফিস ও কাট-কপি-পেস্টের প্রতি।
এই বক্তব্যে কয়েকজন মুখ টিপে হাসলেও অনেকের স্মৃতিই টাইম মেশিনে চলে যায় অ্যাসাইনমেন্ট জমার আগের রাতগুলোতে। আহা! কি বিন্দাসই না ছিল সেই সব দিনগুলি। বিকেলে-সন্ধ্যায় জমিয়ে আড্ডা, চুটিয়ে প্রেম সেরে এসে মাঝরাতে আসল কাজে হাত। সকালের আলো ফোটার পরে প্রিন্ট করে শেষ সময়ের এক মিনিট আগে জমা। আহ! শান্তি।
টেলুর এই কৃতজ্ঞতামূলক বক্তব্য উপস্থিত অনেকের মনেই জাগিয়ে দেয় অকৃতজ্ঞ মানসিকতার প্রতিচ্ছবি। শিক্ষার্থী জীবন পার করে শিক্ষক জীবনেও গবেষণা, আর্টিকেলে কপি সংস্কৃতিকে শিল্পে পরিণত করেও কখনো এভাবে কৃতজ্ঞতা জানানো যায়নি বলে লজ্জাও লাগছিল। তবে সব লজ্জা গিয়ে ঠেকল দুচারজনের ওপরে। এর মধ্যে গবেষণায় কপি করার ১৪ বছর পর এসে ‘প্লেইজারিজমের’ স্বীকৃতি নিতে অনিচ্ছুক এক মাঝবয়সী অধ্যাপকও রয়েছেন। তাঁর দিকে একযোগে তাকিয়ে অবশেষে সবার লজ্জামুক্তি হলো। লজ্জা রেখেই বা কী হবে? এই কাজ যে করেনি, সে তো হয় মিথ্যেবাদী, নয় দেবতা! সকলের মনে এই তুষ্টি নিয়ে সেদিনের মতো সভা সমাপ্তি হলো।
সভা শেষে দেখা গেল টেলুর বক্তব্য থেকে ৩৩ সেকেন্ডের ফুটেজ ফেসবুকে ভাইরাল। এই ভাইরাল ভিডিও দেখে মনে মনে কৃতজ্ঞতা জানানোর মোটিভেশন নিলেন অসংখ্য ফেসবুক বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক ও সাংবাদিক। অন্যের লেখা মেরে দেওয়া, নিজের নামে চালিয়ে দেওয়ার লোভ সামলানোর প্রতিজ্ঞা করতে না পারলেও সবাই মিলে খুঁজে বের করলেন পরমাত্মীয় ‘কাট-কপি-পেস্ট’ এর জনককে। জানা গেল, এই মহামতির নাম ল্যারি টেসলার।
এত ভাবনার মধ্যে সবার মনে গভীর শ্রদ্ধা উথলে উঠল ল্যারি টেসলার প্রতি। তবে একজনের ফেসবুক পোস্ট থেকে জানা গেল ২০২০-এর ১৭ ফেব্রুয়ারি করোনার থাবায় মারা গেছেন এই কম্পিউটার বিজ্ঞানী। এমন পরিস্থিতিতে সর্বসম্মতিতে সবার ফেসবুক পোস্ট—‘তোমাকে ভুললেও তোমার সৃষ্টিকে ভুলব না প্রিয় ভাই ল্যারি টেসলার’।

চীনা নববর্ষের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সাধারণ আহ্বান মুহূর্তেই রূপ নিয়েছিল বিশাল জনসমাগম ও গ্রামীণ উৎসবে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম চীনের চংকিংয়ের হেচুয়ান অঞ্চলের চিংফু গ্রামে। ২০ বছর বয়সী এক তরুণী দাইদাই চীনা টিকটকে সহায়তার আবেদন জানান। তিনি জানান, তাঁর বাবা বয়সের কারণে...
৩ দিন আগে
নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে চলমান ইন্ডিয়া ওপেন সুপার-৭৫০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে গতকাল বৃহস্পতিবার এক অস্বাভাবিক ও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। পুরুষদের এককের দ্বিতীয় রাউন্ডে ভারতের এইচএস প্রণয় ও সিঙ্গাপুরের লো কিন ইউয়ের ম্যাচে কোর্টে পাখির বিষ্ঠা পড়ায় দুবার খেলা বন্ধ রাখতে
৩ দিন আগে
ভারতের পূর্বাঞ্চলীয় জঙ্গলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত নতুন করে উদ্বেগজনক রূপ নিয়েছে। দেশটির ঝাড়খণ্ড রাজ্যের সারান্ডা বনাঞ্চলে একটি দাঁতাল হাতির হামলায় মাত্র এক সপ্তাহে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
১০ দিন আগে
বলকান অঞ্চলের নস্ত্রাদামুস হিসেবে পরিচিত বুলগেরীয় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা বিশ্বের নানা গুরুত্বপূর্ণ ঘটনার পূর্বাভাস দেওয়ার জন্য আলোচিত। এর আগে তিনি, ৯/১১ সন্ত্রাসী হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু এবং চীনের উত্থানের মতো ঘটনাও তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে দাবি করা হয়।
১০ দিন আগে