
২০১৯ সালে দেয়ালে টেপ দিয়ে আটকানো একটি কলা এক লাখ ২০ হাজার ডলারে বিক্রি হয়। তখন এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যায়। শিল্পকর্মটি দিয়ে আসলে কী বোঝানো হয়েছে সেটি নিয়েও শুরু হয় তর্ক-বিতর্ক।
শিল্পী মাওরিজিও কাতেলানের ‘কমেডিয়ান’ নামের এই ভাইরাল সৃষ্টিটি শেষ পর্যন্ত ভালো একটি বিনিয়োগ হিসেবেই পরিচিতি পেতে যাচ্ছে। গত শুক্রবার নিলাম প্রতিষ্ঠান সেথেবি’স ঘোষণা করেছে শিল্পকর্মটির তিনটি সংস্করণের একটি আবারও বিক্রির জন্য তোলা হচ্ছে। ধারণা করা হচ্ছে এবার এর দাম উঠবে ১০ লাখ থেকে ১৫ লাখ ডলার। এমন দামই হাঁকাবে নিলামকারী প্রতিষ্ঠানও।
নিলামে বিজয়ী তার এই বিপুল অর্থ খরচের বিনিময়ে পাবেন ডাক্ট টেপের একটি রোল এবং একটি কলা। এর সঙ্গে পাবেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে একটি প্রশংসাপত্র এবং কীভাবে কলাটি আটকতে হবে সেটির লিখিত পরামর্শ। সথেবি’স সিএনএনকে নিশ্চিত করেছে, টেপ কিংবা কলা কোনোটিই আসলটি নয়।
‘কমেডিয়ান একটি ধারণাগত শিল্পকর্ম, এবং প্রকৃত উপকরণ প্রতিস্থাপিত হয়।’ ই-মেইলে নিশ্চিত করেন সথেবি’সের মুখপাত্র।
কাতেলান এবং ফরাসি আর্ট গ্যালারি পেহোতা পাঁচ বছর আগে বিশ্বজুড়ে শিরোনামে আসে আর্ট বাসেল মায়ামি বিচ উৎসবে ‘কমেডিয়ান’ নিলামে তোলে এবং ছয় অঙ্কের দাম হেঁকে।
মূল কলাটি কিনা হয়েছিল মায়ামির একটি মুদি দোকান থেকে। তবে গ্যালারি জানিয়েছিল শিল্পীর পরামর্শে এটি পরিবর্তন করা হতো। এদিকে কাজটি নিয়ে শিল্পবোদ্ধারা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। তবে মানুষের লাইন পড়ে গেল শিল্পকর্মটিকে দেখতে।
বিষয়টি অপ্রত্যাশিত এক মোড় নিল যখন মানুষকে বিভিন্ন স্ট্যান্ট দেখিয়ে চমকে দেওয়া পারফরম্যান্স শিল্পী ডেভিড ডটুনা দেয়ালে আটকানো কলাটা টান দিয়ে খুলে শত শত বিস্মিত দর্শকের সামনে এটি খেয়ে ফেলেন।
পরে তিনি এই পদক্ষেপটিকে বিধ্বংসী কিছু নয় বরং নিজের একটি শৈল্পিক প্রদর্শনী হিসাবে দাবি করে রেহাই পান।
তবে মানুষের নিরাপত্তা বিবেচনায় মায়ামির ওই উৎসব থেকে শিল্পকর্ম সরিয়ে ফেলেন আয়োজকেরা। তবে মেলা চলাকালীন তিনটি সংস্করণই বিক্রি হয়ে যায়। দুটি ব্যক্তিগত সংগ্রাহকদের কাছে বিক্রি হয় এক লাখ ২০ হাজার ডলারে। তৃতীয়টি আরও বেশি দামে কেনেন কেউ। তবে এর মূল্য প্রকাশ করা হয়নি। পরবর্তীতে এটি নিউ ইয়র্কের গাগেনহাইম জাদুঘরে দান করে দেওয়া হয়।
এই নভেম্বরের নিলামে বিক্রি হতে চলা শিল্পকর্মের মালিকের নাম প্রকাশ করেনি সথেবি’স। কিন্তু জানিয়েছে এর বর্তমান মালিক এটি মূল ক্রেতাদের একজনের কাছ থেকে পেয়েছেন।
২০২১ সালে আর্ট নিউজ পেপারকে কাতেলান বলেন, ‘মজা বা হাস্যরস করে এটা করা হয়নি বরং আমরা কিসের মূল্য দিই এটি তার একটি প্রতিফলন।’
নিলামর বিষয়টির ঘোষণা দিয়ে সথেবি’সের কর্মকর্তা ডেভিড গালপেরিন এক সংবাদবিজ্ঞপ্তিতে ‘কমেডিয়ান’কে খাঁটি প্রতিভাধর একজন মানুষের উদ্ধত এক কাজ হিসেবে উল্লেখ করেন।
‘কমেডিয়ান’ নিলামে আসার আগেই সাম্প্রতিক সময়ে সিওলের লিয়াম মিউজিয়াম অব আর্টে প্রদর্শিত হয়। ওই সময়ও এটি খেয়ে ফেলা হয়। সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থী ফলটি সেখান থেকে খুলে ফেল খেয়ে ফেলেন। পরে অবশ্য কলার খোসাটিকে সেখানে আটকে দেন।
২০২৩ সালের ওই ঘটনার পর জাদুঘরটির মুখপাত্র সিএনএনকে বলে, ‘শিক্ষার্থীটি জাদুঘর কর্তৃপক্ষকে জানায় ক্ষুধার্ত হওয়ায় কলাটি খেয়ে ফেলে সে।’ পরে অবশ্য জাদুঘর কর্তৃপক্ষ খেয়ে ফেলা কলার জায়গায় তাজা একটি কলা পুনঃস্থাপন করে।
২০ নভেম্বর সথেবি’সের নিউ ইয়র্ক সদরদপ্তরে নিলামটি হবে। এর আগে শিল্পকর্মটি আরও কয়েকটি জায়গায় প্রদর্শনের ইচ্ছা আছে তাদের। এটি বিশ্বভ্রমণে ঘুরে আসবে লন্ডন, প্যারিস, মিলান, হংকং, দুবাই, তাইপে, টোকিও এবং লস অ্যাঞ্জেলস শহর।

২০১৯ সালে দেয়ালে টেপ দিয়ে আটকানো একটি কলা এক লাখ ২০ হাজার ডলারে বিক্রি হয়। তখন এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যায়। শিল্পকর্মটি দিয়ে আসলে কী বোঝানো হয়েছে সেটি নিয়েও শুরু হয় তর্ক-বিতর্ক।
শিল্পী মাওরিজিও কাতেলানের ‘কমেডিয়ান’ নামের এই ভাইরাল সৃষ্টিটি শেষ পর্যন্ত ভালো একটি বিনিয়োগ হিসেবেই পরিচিতি পেতে যাচ্ছে। গত শুক্রবার নিলাম প্রতিষ্ঠান সেথেবি’স ঘোষণা করেছে শিল্পকর্মটির তিনটি সংস্করণের একটি আবারও বিক্রির জন্য তোলা হচ্ছে। ধারণা করা হচ্ছে এবার এর দাম উঠবে ১০ লাখ থেকে ১৫ লাখ ডলার। এমন দামই হাঁকাবে নিলামকারী প্রতিষ্ঠানও।
নিলামে বিজয়ী তার এই বিপুল অর্থ খরচের বিনিময়ে পাবেন ডাক্ট টেপের একটি রোল এবং একটি কলা। এর সঙ্গে পাবেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে একটি প্রশংসাপত্র এবং কীভাবে কলাটি আটকতে হবে সেটির লিখিত পরামর্শ। সথেবি’স সিএনএনকে নিশ্চিত করেছে, টেপ কিংবা কলা কোনোটিই আসলটি নয়।
‘কমেডিয়ান একটি ধারণাগত শিল্পকর্ম, এবং প্রকৃত উপকরণ প্রতিস্থাপিত হয়।’ ই-মেইলে নিশ্চিত করেন সথেবি’সের মুখপাত্র।
কাতেলান এবং ফরাসি আর্ট গ্যালারি পেহোতা পাঁচ বছর আগে বিশ্বজুড়ে শিরোনামে আসে আর্ট বাসেল মায়ামি বিচ উৎসবে ‘কমেডিয়ান’ নিলামে তোলে এবং ছয় অঙ্কের দাম হেঁকে।
মূল কলাটি কিনা হয়েছিল মায়ামির একটি মুদি দোকান থেকে। তবে গ্যালারি জানিয়েছিল শিল্পীর পরামর্শে এটি পরিবর্তন করা হতো। এদিকে কাজটি নিয়ে শিল্পবোদ্ধারা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। তবে মানুষের লাইন পড়ে গেল শিল্পকর্মটিকে দেখতে।
বিষয়টি অপ্রত্যাশিত এক মোড় নিল যখন মানুষকে বিভিন্ন স্ট্যান্ট দেখিয়ে চমকে দেওয়া পারফরম্যান্স শিল্পী ডেভিড ডটুনা দেয়ালে আটকানো কলাটা টান দিয়ে খুলে শত শত বিস্মিত দর্শকের সামনে এটি খেয়ে ফেলেন।
পরে তিনি এই পদক্ষেপটিকে বিধ্বংসী কিছু নয় বরং নিজের একটি শৈল্পিক প্রদর্শনী হিসাবে দাবি করে রেহাই পান।
তবে মানুষের নিরাপত্তা বিবেচনায় মায়ামির ওই উৎসব থেকে শিল্পকর্ম সরিয়ে ফেলেন আয়োজকেরা। তবে মেলা চলাকালীন তিনটি সংস্করণই বিক্রি হয়ে যায়। দুটি ব্যক্তিগত সংগ্রাহকদের কাছে বিক্রি হয় এক লাখ ২০ হাজার ডলারে। তৃতীয়টি আরও বেশি দামে কেনেন কেউ। তবে এর মূল্য প্রকাশ করা হয়নি। পরবর্তীতে এটি নিউ ইয়র্কের গাগেনহাইম জাদুঘরে দান করে দেওয়া হয়।
এই নভেম্বরের নিলামে বিক্রি হতে চলা শিল্পকর্মের মালিকের নাম প্রকাশ করেনি সথেবি’স। কিন্তু জানিয়েছে এর বর্তমান মালিক এটি মূল ক্রেতাদের একজনের কাছ থেকে পেয়েছেন।
২০২১ সালে আর্ট নিউজ পেপারকে কাতেলান বলেন, ‘মজা বা হাস্যরস করে এটা করা হয়নি বরং আমরা কিসের মূল্য দিই এটি তার একটি প্রতিফলন।’
নিলামর বিষয়টির ঘোষণা দিয়ে সথেবি’সের কর্মকর্তা ডেভিড গালপেরিন এক সংবাদবিজ্ঞপ্তিতে ‘কমেডিয়ান’কে খাঁটি প্রতিভাধর একজন মানুষের উদ্ধত এক কাজ হিসেবে উল্লেখ করেন।
‘কমেডিয়ান’ নিলামে আসার আগেই সাম্প্রতিক সময়ে সিওলের লিয়াম মিউজিয়াম অব আর্টে প্রদর্শিত হয়। ওই সময়ও এটি খেয়ে ফেলা হয়। সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থী ফলটি সেখান থেকে খুলে ফেল খেয়ে ফেলেন। পরে অবশ্য কলার খোসাটিকে সেখানে আটকে দেন।
২০২৩ সালের ওই ঘটনার পর জাদুঘরটির মুখপাত্র সিএনএনকে বলে, ‘শিক্ষার্থীটি জাদুঘর কর্তৃপক্ষকে জানায় ক্ষুধার্ত হওয়ায় কলাটি খেয়ে ফেলে সে।’ পরে অবশ্য জাদুঘর কর্তৃপক্ষ খেয়ে ফেলা কলার জায়গায় তাজা একটি কলা পুনঃস্থাপন করে।
২০ নভেম্বর সথেবি’সের নিউ ইয়র্ক সদরদপ্তরে নিলামটি হবে। এর আগে শিল্পকর্মটি আরও কয়েকটি জায়গায় প্রদর্শনের ইচ্ছা আছে তাদের। এটি বিশ্বভ্রমণে ঘুরে আসবে লন্ডন, প্যারিস, মিলান, হংকং, দুবাই, তাইপে, টোকিও এবং লস অ্যাঞ্জেলস শহর।

চীনা নববর্ষের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সাধারণ আহ্বান মুহূর্তেই রূপ নিয়েছিল বিশাল জনসমাগম ও গ্রামীণ উৎসবে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম চীনের চংকিংয়ের হেচুয়ান অঞ্চলের চিংফু গ্রামে। ২০ বছর বয়সী এক তরুণী দাইদাই চীনা টিকটকে সহায়তার আবেদন জানান। তিনি জানান, তাঁর বাবা বয়সের কারণে...
১ দিন আগে
নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে চলমান ইন্ডিয়া ওপেন সুপার-৭৫০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে গতকাল বৃহস্পতিবার এক অস্বাভাবিক ও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। পুরুষদের এককের দ্বিতীয় রাউন্ডে ভারতের এইচএস প্রণয় ও সিঙ্গাপুরের লো কিন ইউয়ের ম্যাচে কোর্টে পাখির বিষ্ঠা পড়ায় দুবার খেলা বন্ধ রাখতে
১ দিন আগে
ভারতের পূর্বাঞ্চলীয় জঙ্গলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত নতুন করে উদ্বেগজনক রূপ নিয়েছে। দেশটির ঝাড়খণ্ড রাজ্যের সারান্ডা বনাঞ্চলে একটি দাঁতাল হাতির হামলায় মাত্র এক সপ্তাহে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
৮ দিন আগে
বলকান অঞ্চলের নস্ত্রাদামুস হিসেবে পরিচিত বুলগেরীয় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা বিশ্বের নানা গুরুত্বপূর্ণ ঘটনার পূর্বাভাস দেওয়ার জন্য আলোচিত। এর আগে তিনি, ৯/১১ সন্ত্রাসী হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু এবং চীনের উত্থানের মতো ঘটনাও তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে দাবি করা হয়।
৮ দিন আগে