
নিঃশব্দে, চুপিসারে চলাফেরা করতে সাপেদের জুড়ি মেলা ভার। এমন আশ্চর্য সব জায়গায় এদের লুকিয়ে থাকতে দেখবেন যে চোখ কপালে উঠবে। সম্প্রতি সাপের অদ্ভুত জায়গায় লুকিয়ে থাকার একটি ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে। এতে গোখরা সাপের খুদে এক বাচ্চাকে একটি জুতার ভেতরে দেখতে পাওয়া যায়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (টুইটার) শেয়ার করা ভিডিওটিতে দেখা যায়, একটি গোখরার বাচ্চা একজন নারীর এক পাটি জুতার মধ্যে আশ্রয় নিয়েছে। গোখরাটিকে ফণা তুলে ভিডিও রেকর্ড করা ব্যক্তির উদ্দেশ্যে হিসহিস করতে দেখা যায়। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস কর্মকর্তা সুশান্ত নন্দা ভিডিওটি শেয়ার করেন। ‘গোখরাটি নতুন একটা জুতা পরীক্ষা করছে। তবে রসিকতার বিষয়টি এক পাশে সরিয়ে রাখলে, বর্ষা শেষ হতে চলেছে, এখন দয়া করে বাড়তি সতর্কতা অবলম্বন করুন।’ ভিডিওটি শেয়ার করার সময় লিখেন তিনি। তবে এ ঘটনার বিস্তারিত অর্থাৎ কোথায় কিংবা কবে এটা ঘটেছে তা জানা যায়নি। এসব তথ্য পাওয়া যায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে।
শেয়ার করার পর থেকে ভিডিওটি বেশ আলোড়ন তোলে। নানা রকম মন্তব্য করেছেন এক্স ব্যবহারকারীরা। কিছু মানুষ ভিডিওটিকে ‘ভীতিকর’ বলে উল্লেখ করেছেন, অন্যরা তথ্যটি ভাগ করে নেওয়ার জন্য বন কর্মকর্তাকে ধন্যবাদ দিয়েছেন।
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এটা একটা সাংঘাতিক বিষয়! জামাকাপড় এবং ছাতা ভালোভাবে পরীক্ষা করা প্রয়োজন। প্রসঙ্গক্রমে বলে রাখছি...গত বছর আমার অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে পথ হারিয়ে একই আকারের একটি গোখরা উদ্ধার ও ছেড়ে দেওয়ার সৌভাগ্য হয়েছিল। সৌভাগ্যবশত জিকেভিকের (গান্ধী কৃষি বিজ্ঞান কেন্দ্র) ক্যাম্পাস কাছাকাছি হওয়ায় এটি একটি চমৎকার বাড়ি খুঁজে পেয়েছিল।’
অপর একজন মন্তব্য করেন, ‘ভালো পোস্ট। বর্ষা, প্রচণ্ড শীত এবং গ্রীষ্ম তাদের নিজেদের আরামের বাসস্থান থেকে বের করে দেয়। গ্রীষ্মে এদের ত্বক পুড়ে যায় এবং শীতকালে সূর্যের তাপ নিতে চায়।’
তৃতীয় একজন বলেন, ‘আমাদের সব সময় শেখানো হয়েছিল জুতা পরার আগে উল্টো করে ধরতে। সংগত কারণেই, কাঁকড়া বিছে থেকে সাপ...কী আছে আপনি কখনোই জানেন না।’
জুতায় সাপ পাওয়ার ব্যাপারটি অনেকের কাছেই একটি বিপৎসংকেত হলেও এমন ঘটনা এটিই প্রথম নয়। অল্প কিছুদিন আগেই কেরালার এক ব্যক্তি আরেকটু হলেই সাপের ছোবল খেতে বসেছিলেন, তিনি এ সময় তাঁর স্কুটারের হেলমেটের ভেতর ছোট্ট একটা গোখরাকে আবিষ্কার করেন।
ত্রিশুরের বাসিন্দা সোজান কর্মস্থলে তাঁর পার্ক করা স্কুটারের পাশের প্ল্যাটফর্মে হেলমেট রেখেছিলেন। পরে সন্ধ্যায়, যখন তিনি বাড়িতে যাওয়ার জন্য স্কুটারটি বের করেন তখন খেয়াল করেন হেলমেটটিতে কিছু ঢুকেছে।
‘একে একটা সাপের মতো মনে হয় আমার।’ সোজান বলেন। তিনি সরীসৃপটির উপস্থিতি সম্পর্কে দ্রুত বন বিভাগকে জানান। পরে লিজো নামের সাপ বিষয়ে অভিজ্ঞ একজন স্বেচ্ছাসেবক সেখানে উপস্থিত হয়ে গোখরা সাপটিকে বের করে আনেন ও জঙ্গলে ছেড়ে দেন।

নিঃশব্দে, চুপিসারে চলাফেরা করতে সাপেদের জুড়ি মেলা ভার। এমন আশ্চর্য সব জায়গায় এদের লুকিয়ে থাকতে দেখবেন যে চোখ কপালে উঠবে। সম্প্রতি সাপের অদ্ভুত জায়গায় লুকিয়ে থাকার একটি ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে। এতে গোখরা সাপের খুদে এক বাচ্চাকে একটি জুতার ভেতরে দেখতে পাওয়া যায়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (টুইটার) শেয়ার করা ভিডিওটিতে দেখা যায়, একটি গোখরার বাচ্চা একজন নারীর এক পাটি জুতার মধ্যে আশ্রয় নিয়েছে। গোখরাটিকে ফণা তুলে ভিডিও রেকর্ড করা ব্যক্তির উদ্দেশ্যে হিসহিস করতে দেখা যায়। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস কর্মকর্তা সুশান্ত নন্দা ভিডিওটি শেয়ার করেন। ‘গোখরাটি নতুন একটা জুতা পরীক্ষা করছে। তবে রসিকতার বিষয়টি এক পাশে সরিয়ে রাখলে, বর্ষা শেষ হতে চলেছে, এখন দয়া করে বাড়তি সতর্কতা অবলম্বন করুন।’ ভিডিওটি শেয়ার করার সময় লিখেন তিনি। তবে এ ঘটনার বিস্তারিত অর্থাৎ কোথায় কিংবা কবে এটা ঘটেছে তা জানা যায়নি। এসব তথ্য পাওয়া যায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে।
শেয়ার করার পর থেকে ভিডিওটি বেশ আলোড়ন তোলে। নানা রকম মন্তব্য করেছেন এক্স ব্যবহারকারীরা। কিছু মানুষ ভিডিওটিকে ‘ভীতিকর’ বলে উল্লেখ করেছেন, অন্যরা তথ্যটি ভাগ করে নেওয়ার জন্য বন কর্মকর্তাকে ধন্যবাদ দিয়েছেন।
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এটা একটা সাংঘাতিক বিষয়! জামাকাপড় এবং ছাতা ভালোভাবে পরীক্ষা করা প্রয়োজন। প্রসঙ্গক্রমে বলে রাখছি...গত বছর আমার অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে পথ হারিয়ে একই আকারের একটি গোখরা উদ্ধার ও ছেড়ে দেওয়ার সৌভাগ্য হয়েছিল। সৌভাগ্যবশত জিকেভিকের (গান্ধী কৃষি বিজ্ঞান কেন্দ্র) ক্যাম্পাস কাছাকাছি হওয়ায় এটি একটি চমৎকার বাড়ি খুঁজে পেয়েছিল।’
অপর একজন মন্তব্য করেন, ‘ভালো পোস্ট। বর্ষা, প্রচণ্ড শীত এবং গ্রীষ্ম তাদের নিজেদের আরামের বাসস্থান থেকে বের করে দেয়। গ্রীষ্মে এদের ত্বক পুড়ে যায় এবং শীতকালে সূর্যের তাপ নিতে চায়।’
তৃতীয় একজন বলেন, ‘আমাদের সব সময় শেখানো হয়েছিল জুতা পরার আগে উল্টো করে ধরতে। সংগত কারণেই, কাঁকড়া বিছে থেকে সাপ...কী আছে আপনি কখনোই জানেন না।’
জুতায় সাপ পাওয়ার ব্যাপারটি অনেকের কাছেই একটি বিপৎসংকেত হলেও এমন ঘটনা এটিই প্রথম নয়। অল্প কিছুদিন আগেই কেরালার এক ব্যক্তি আরেকটু হলেই সাপের ছোবল খেতে বসেছিলেন, তিনি এ সময় তাঁর স্কুটারের হেলমেটের ভেতর ছোট্ট একটা গোখরাকে আবিষ্কার করেন।
ত্রিশুরের বাসিন্দা সোজান কর্মস্থলে তাঁর পার্ক করা স্কুটারের পাশের প্ল্যাটফর্মে হেলমেট রেখেছিলেন। পরে সন্ধ্যায়, যখন তিনি বাড়িতে যাওয়ার জন্য স্কুটারটি বের করেন তখন খেয়াল করেন হেলমেটটিতে কিছু ঢুকেছে।
‘একে একটা সাপের মতো মনে হয় আমার।’ সোজান বলেন। তিনি সরীসৃপটির উপস্থিতি সম্পর্কে দ্রুত বন বিভাগকে জানান। পরে লিজো নামের সাপ বিষয়ে অভিজ্ঞ একজন স্বেচ্ছাসেবক সেখানে উপস্থিত হয়ে গোখরা সাপটিকে বের করে আনেন ও জঙ্গলে ছেড়ে দেন।

চীনা নববর্ষের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সাধারণ আহ্বান মুহূর্তেই রূপ নিয়েছিল বিশাল জনসমাগম ও গ্রামীণ উৎসবে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম চীনের চংকিংয়ের হেচুয়ান অঞ্চলের চিংফু গ্রামে। ২০ বছর বয়সী এক তরুণী দাইদাই চীনা টিকটকে সহায়তার আবেদন জানান। তিনি জানান, তাঁর বাবা বয়সের কারণে...
৩ ঘণ্টা আগে
নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে চলমান ইন্ডিয়া ওপেন সুপার-৭৫০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে গতকাল বৃহস্পতিবার এক অস্বাভাবিক ও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। পুরুষদের এককের দ্বিতীয় রাউন্ডে ভারতের এইচএস প্রণয় ও সিঙ্গাপুরের লো কিন ইউয়ের ম্যাচে কোর্টে পাখির বিষ্ঠা পড়ায় দুবার খেলা বন্ধ রাখতে
৫ ঘণ্টা আগে
ভারতের পূর্বাঞ্চলীয় জঙ্গলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত নতুন করে উদ্বেগজনক রূপ নিয়েছে। দেশটির ঝাড়খণ্ড রাজ্যের সারান্ডা বনাঞ্চলে একটি দাঁতাল হাতির হামলায় মাত্র এক সপ্তাহে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
৭ দিন আগে
বলকান অঞ্চলের নস্ত্রাদামুস হিসেবে পরিচিত বুলগেরীয় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা বিশ্বের নানা গুরুত্বপূর্ণ ঘটনার পূর্বাভাস দেওয়ার জন্য আলোচিত। এর আগে তিনি, ৯/১১ সন্ত্রাসী হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু এবং চীনের উত্থানের মতো ঘটনাও তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে দাবি করা হয়।
৭ দিন আগে