
ফরাসিরা গোসল কম করে এই কথা প্রচলিত রয়েছে। গোসল কম করা সেই ফরাসি দেশেই যদি লোকে সুইমিং পুল বানিয়ে গোপন রাখে তবে বিষয়টি কেমন যেন খাপ ছড়া হয়ে যায়। যারা গোসলই কম করে তারা কেন সুইমিং পুল বানাবে আর কেনই বা লুকিয়ে রাখবে?
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি ফ্রান্সের কর বিভাগ কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে ২০ হাজারেরও বেশি সুইমিং পুলের খোঁজ পেয়েছে। যেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তৈরি করা হয়নি। এই খোঁজ দেশটির কর বিভাগের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। এসব পুল মালিকের কাছ থেকে তাঁর কমছে কম ১০ মিলিয়ন ইউরো কর আদায় করতে পারবে।
যা হোক, কর ফাঁকি দেওয়ার জন্য এমন কায়দা নতুন নয়। যুগে যুগে তো কত কায়দা আমরা দেখে এসেছি। তবে ‘ফরাসিরা সভ্য জাতি’, এই ঘটনার পর সেই আপ্তবাক্যে আর খুব একটা বিশ্বাস থাকছে না। কিন্তু আর করা? চোরের দশদিন রা গেরস্তের একদিন। ফরাসি পুলওয়ালারাও ধরা খেয়ে গেছেন।
তবে, গেরস্তের একদিনই বোধ হয় স্থায়ী হতে চলেছে। চোরের দিন নাও আসতে পারে আর। সম্প্রতি গুগল এবং ফরাসি প্রতিষ্ঠান ক্যাপজেমিনি মিলে একটি সফটওয়্যার উদ্ভাবন করেছে। যা দিয়ে বাসভবনের ওপর থেকে ওই সব পুলের অস্তিত্ব শনাক্ত করা সম্ভব। ২০২১ সালের অক্টোবর থেকে শুরু করা ওই অভিযানে দেশটির নয়টি অঞ্চলে পুলগুলো শনাক্ত করা হয়েছে। আগে মাত্র ৯টি অঞ্চলে অভিযান চালানো হলেও এরপর থেকে সারা দেশেই অভিযান চালানোর ঘোষণা দিয়েছে কর বিভাগ।
কোভিড–১৯ মহামারির পর থেকেই দেশটিতে সুইমিংপুল বানানোর ধুম পড়ে গেছে। ডেটা ওয়েবসাইট স্ট্যাটিস্টার তথ্যমতে, ২০২০ সালে ফ্রান্সে ব্যক্তিগত সুইমিং পুলের সংখ্যা ছিল ৩২ লাখ। প্রতিষ্ঠানটির অনুমান দেশটিতে পুল নির্মাণের সংখ্যা আরও বাড়তে পারে।
ফ্রান্সের কর কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁরা ওই সফটওয়্যারটি যেকোনো বাড়ির বর্ধিতাংশ, বাড়ির বাইরের অংশ এবং অন্যান্য বর্ধিতাংশের ওপর নজর রাখার জন্য ব্যবহার করছি। দেশটির পাবলিক ফাইন্যান্স বিভাগের মহাপরিচালক আতোঁয়া মেনৌঁ ফরাসি সংবাদমাধ্যম লে পারিসিয়ানকে বলেছেন, ‘আমরা ঘরের বর্ধিতাংশ বিশেষ করে বারান্দার দিকে নজর রাখছি। তবে, আমাদের এটিও নিশ্চিত করতে হবে যে, সফটওয়্যারটি এর পাশাপাশি কুকুর থাকার স্থান এবং শিশুদের খেলার জন্য তৈরি ঘরগুলোও খুঁজে বের করতে পারবে কিনা।’
সব মিলিয়ে মনে হচ্ছে চোরের দিন মনে হয় শেষ হতে যাচ্ছে। এই সংবাদ চাউর হওয়ার পর নিশ্চয় ফরাসিরা এখন থেকে সুইমিংপুলে নামতে একবার হলেও ভাববে। কারণ, কে জানে—কখন তাঁর সুইমিংপুলটাই নজরদারির আওতায় পড়ে যায় আর তাঁর উদোম গা ধরা পড়ে যায়।

ফরাসিরা গোসল কম করে এই কথা প্রচলিত রয়েছে। গোসল কম করা সেই ফরাসি দেশেই যদি লোকে সুইমিং পুল বানিয়ে গোপন রাখে তবে বিষয়টি কেমন যেন খাপ ছড়া হয়ে যায়। যারা গোসলই কম করে তারা কেন সুইমিং পুল বানাবে আর কেনই বা লুকিয়ে রাখবে?
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি ফ্রান্সের কর বিভাগ কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে ২০ হাজারেরও বেশি সুইমিং পুলের খোঁজ পেয়েছে। যেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তৈরি করা হয়নি। এই খোঁজ দেশটির কর বিভাগের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। এসব পুল মালিকের কাছ থেকে তাঁর কমছে কম ১০ মিলিয়ন ইউরো কর আদায় করতে পারবে।
যা হোক, কর ফাঁকি দেওয়ার জন্য এমন কায়দা নতুন নয়। যুগে যুগে তো কত কায়দা আমরা দেখে এসেছি। তবে ‘ফরাসিরা সভ্য জাতি’, এই ঘটনার পর সেই আপ্তবাক্যে আর খুব একটা বিশ্বাস থাকছে না। কিন্তু আর করা? চোরের দশদিন রা গেরস্তের একদিন। ফরাসি পুলওয়ালারাও ধরা খেয়ে গেছেন।
তবে, গেরস্তের একদিনই বোধ হয় স্থায়ী হতে চলেছে। চোরের দিন নাও আসতে পারে আর। সম্প্রতি গুগল এবং ফরাসি প্রতিষ্ঠান ক্যাপজেমিনি মিলে একটি সফটওয়্যার উদ্ভাবন করেছে। যা দিয়ে বাসভবনের ওপর থেকে ওই সব পুলের অস্তিত্ব শনাক্ত করা সম্ভব। ২০২১ সালের অক্টোবর থেকে শুরু করা ওই অভিযানে দেশটির নয়টি অঞ্চলে পুলগুলো শনাক্ত করা হয়েছে। আগে মাত্র ৯টি অঞ্চলে অভিযান চালানো হলেও এরপর থেকে সারা দেশেই অভিযান চালানোর ঘোষণা দিয়েছে কর বিভাগ।
কোভিড–১৯ মহামারির পর থেকেই দেশটিতে সুইমিংপুল বানানোর ধুম পড়ে গেছে। ডেটা ওয়েবসাইট স্ট্যাটিস্টার তথ্যমতে, ২০২০ সালে ফ্রান্সে ব্যক্তিগত সুইমিং পুলের সংখ্যা ছিল ৩২ লাখ। প্রতিষ্ঠানটির অনুমান দেশটিতে পুল নির্মাণের সংখ্যা আরও বাড়তে পারে।
ফ্রান্সের কর কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁরা ওই সফটওয়্যারটি যেকোনো বাড়ির বর্ধিতাংশ, বাড়ির বাইরের অংশ এবং অন্যান্য বর্ধিতাংশের ওপর নজর রাখার জন্য ব্যবহার করছি। দেশটির পাবলিক ফাইন্যান্স বিভাগের মহাপরিচালক আতোঁয়া মেনৌঁ ফরাসি সংবাদমাধ্যম লে পারিসিয়ানকে বলেছেন, ‘আমরা ঘরের বর্ধিতাংশ বিশেষ করে বারান্দার দিকে নজর রাখছি। তবে, আমাদের এটিও নিশ্চিত করতে হবে যে, সফটওয়্যারটি এর পাশাপাশি কুকুর থাকার স্থান এবং শিশুদের খেলার জন্য তৈরি ঘরগুলোও খুঁজে বের করতে পারবে কিনা।’
সব মিলিয়ে মনে হচ্ছে চোরের দিন মনে হয় শেষ হতে যাচ্ছে। এই সংবাদ চাউর হওয়ার পর নিশ্চয় ফরাসিরা এখন থেকে সুইমিংপুলে নামতে একবার হলেও ভাববে। কারণ, কে জানে—কখন তাঁর সুইমিংপুলটাই নজরদারির আওতায় পড়ে যায় আর তাঁর উদোম গা ধরা পড়ে যায়।

চীনা নববর্ষের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সাধারণ আহ্বান মুহূর্তেই রূপ নিয়েছিল বিশাল জনসমাগম ও গ্রামীণ উৎসবে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম চীনের চংকিংয়ের হেচুয়ান অঞ্চলের চিংফু গ্রামে। ২০ বছর বয়সী এক তরুণী দাইদাই চীনা টিকটকে সহায়তার আবেদন জানান। তিনি জানান, তাঁর বাবা বয়সের কারণে...
১ দিন আগে
নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে চলমান ইন্ডিয়া ওপেন সুপার-৭৫০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে গতকাল বৃহস্পতিবার এক অস্বাভাবিক ও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। পুরুষদের এককের দ্বিতীয় রাউন্ডে ভারতের এইচএস প্রণয় ও সিঙ্গাপুরের লো কিন ইউয়ের ম্যাচে কোর্টে পাখির বিষ্ঠা পড়ায় দুবার খেলা বন্ধ রাখতে
১ দিন আগে
ভারতের পূর্বাঞ্চলীয় জঙ্গলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত নতুন করে উদ্বেগজনক রূপ নিয়েছে। দেশটির ঝাড়খণ্ড রাজ্যের সারান্ডা বনাঞ্চলে একটি দাঁতাল হাতির হামলায় মাত্র এক সপ্তাহে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
৮ দিন আগে
বলকান অঞ্চলের নস্ত্রাদামুস হিসেবে পরিচিত বুলগেরীয় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা বিশ্বের নানা গুরুত্বপূর্ণ ঘটনার পূর্বাভাস দেওয়ার জন্য আলোচিত। এর আগে তিনি, ৯/১১ সন্ত্রাসী হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু এবং চীনের উত্থানের মতো ঘটনাও তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে দাবি করা হয়।
৯ দিন আগে