
যে রেস্তোরাঁয় যেতেন, বিল দেওয়ার সময় হলেই হার্ট অ্যাটাকের অভিনয় করতেন এক ব্যক্তি। এতে তাঁকে আর বিল দিতে হতো না। এমন পরিস্থিতিতে কে বিল চাইবে বলুন? তবে এভাবে ২০টির বেশি রেস্তোরাঁয় ফাঁকি দেওয়ার পর শেষ পর্যন্ত ধরা খেয়ে যান তিনি। সন্দেহ হওয়ায় অ্যাম্বুলেন্সের বদলে পুলিশ ডেকে আনে রেস্তোরাঁ কর্তৃপক্ষ। গত মাসে স্পেনে ঘটে এ ঘটনা। এসব তথ্য জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে।
অবশ্য এর আগে থেকেই সন্দেহ করতে শুরু করেছিল কোনো কোনো রেস্তোরাঁ কর্তৃপক্ষ। বিষয়টি নজরে আনা হয় পুলিশেরও। কাজেই খবর পেয়ে স্পেনের ব্লাংকা অঞ্চলের পুলিশ বিভিন্ন রেস্তোরাঁয় গিয়ে দামি সব পদ দিয়ে ডিনার খেয়ে হার্ট অ্যাটাকের অভিনয় করা ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। অবশ্য ব্যক্তিটির পরিচয় প্রকাশ করা হয়নি।
পুলিশ জানিয়েছে, এভাবে ২০টির বেশি রেস্তোরাঁর কর্তৃপক্ষকে বোকা বানান লোকটি। গত মাসে একটি হোটেলের সঙ্গে থাকা রেস্তোরাঁর কর্মচারী খাওয়া-দাওয়া শেষে ৩৭ ডলারের বিল দেন তাঁকে। কর্মচারীটি অন্যদিকে গেলে তিনি রেস্তোরাঁ ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করেন। তখন তাঁকে আটকে জানানো হয় বিল পরিশোধ করেননি। এবার বলেন, নিজের হোটেলরুমে যাচ্ছেন টাকা আনতে। কিন্তু রেস্তোরাঁর কর্মচারী সেখান থেকে যেতে বাধা দেন। তখনই হার্ট অ্যাটাকের অভিনয় করেন লোকটি।
‘এটি খুব নাটকীয় একটি ব্যাপার ছিল। তিনি অজ্ঞান হওয়ার ভান করেছিলেন এবং মেঝেতে পড়ে যান।’ রেস্তোরাঁর ম্যানেজার স্পেনের একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা তাঁর ছবি আশপাশের সমস্ত রেস্তোরাঁয় পাঠিয়েছি। যেন আবার একই ধরনের প্রতারণা করতে না পারেন।’
স্পেনের বার্তা সংস্থা ইএফই জানিয়েছে, লোকটির পরনে ছিল লম্বা ধূসর প্যান্ট, পোলো শার্ট, ট্রেকিংয়ের জুতা এবং একটি ভেস্ট। এর সবগুলোই ছিল নামি-দামি ব্র্যান্ডের। রেস্তোরাঁর কর্মচারীদের অ্যাম্বুলেন্স ডাকতে বলেন তিনি। তবে তাঁরা তা করতে অস্বীকার করেন এবং পুলিশকে বিষয়টি জানান।
যখন পুলিশ সদস্যরা আসেন, তাঁরা বুঝতে পারেন এই সেই লোক, যিনি অ্যালিকান্তে শহরের বিভিন্ন রেস্তোরাঁয় এইক ধরনের অভিনয় করে আসছেন। দেরি না করে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২০২২ সালের নভেম্বর থেকে স্পেনের শহরটিতে বাস করছিলেন ব্যক্তিটি। তবে বারবার নিখরচায় লোভনীয় সব খাবার উপভোগ করলেও শেষ পর্যন্ত ধরা পড়তে হলো তাঁকে।

যে রেস্তোরাঁয় যেতেন, বিল দেওয়ার সময় হলেই হার্ট অ্যাটাকের অভিনয় করতেন এক ব্যক্তি। এতে তাঁকে আর বিল দিতে হতো না। এমন পরিস্থিতিতে কে বিল চাইবে বলুন? তবে এভাবে ২০টির বেশি রেস্তোরাঁয় ফাঁকি দেওয়ার পর শেষ পর্যন্ত ধরা খেয়ে যান তিনি। সন্দেহ হওয়ায় অ্যাম্বুলেন্সের বদলে পুলিশ ডেকে আনে রেস্তোরাঁ কর্তৃপক্ষ। গত মাসে স্পেনে ঘটে এ ঘটনা। এসব তথ্য জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে।
অবশ্য এর আগে থেকেই সন্দেহ করতে শুরু করেছিল কোনো কোনো রেস্তোরাঁ কর্তৃপক্ষ। বিষয়টি নজরে আনা হয় পুলিশেরও। কাজেই খবর পেয়ে স্পেনের ব্লাংকা অঞ্চলের পুলিশ বিভিন্ন রেস্তোরাঁয় গিয়ে দামি সব পদ দিয়ে ডিনার খেয়ে হার্ট অ্যাটাকের অভিনয় করা ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। অবশ্য ব্যক্তিটির পরিচয় প্রকাশ করা হয়নি।
পুলিশ জানিয়েছে, এভাবে ২০টির বেশি রেস্তোরাঁর কর্তৃপক্ষকে বোকা বানান লোকটি। গত মাসে একটি হোটেলের সঙ্গে থাকা রেস্তোরাঁর কর্মচারী খাওয়া-দাওয়া শেষে ৩৭ ডলারের বিল দেন তাঁকে। কর্মচারীটি অন্যদিকে গেলে তিনি রেস্তোরাঁ ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করেন। তখন তাঁকে আটকে জানানো হয় বিল পরিশোধ করেননি। এবার বলেন, নিজের হোটেলরুমে যাচ্ছেন টাকা আনতে। কিন্তু রেস্তোরাঁর কর্মচারী সেখান থেকে যেতে বাধা দেন। তখনই হার্ট অ্যাটাকের অভিনয় করেন লোকটি।
‘এটি খুব নাটকীয় একটি ব্যাপার ছিল। তিনি অজ্ঞান হওয়ার ভান করেছিলেন এবং মেঝেতে পড়ে যান।’ রেস্তোরাঁর ম্যানেজার স্পেনের একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা তাঁর ছবি আশপাশের সমস্ত রেস্তোরাঁয় পাঠিয়েছি। যেন আবার একই ধরনের প্রতারণা করতে না পারেন।’
স্পেনের বার্তা সংস্থা ইএফই জানিয়েছে, লোকটির পরনে ছিল লম্বা ধূসর প্যান্ট, পোলো শার্ট, ট্রেকিংয়ের জুতা এবং একটি ভেস্ট। এর সবগুলোই ছিল নামি-দামি ব্র্যান্ডের। রেস্তোরাঁর কর্মচারীদের অ্যাম্বুলেন্স ডাকতে বলেন তিনি। তবে তাঁরা তা করতে অস্বীকার করেন এবং পুলিশকে বিষয়টি জানান।
যখন পুলিশ সদস্যরা আসেন, তাঁরা বুঝতে পারেন এই সেই লোক, যিনি অ্যালিকান্তে শহরের বিভিন্ন রেস্তোরাঁয় এইক ধরনের অভিনয় করে আসছেন। দেরি না করে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২০২২ সালের নভেম্বর থেকে স্পেনের শহরটিতে বাস করছিলেন ব্যক্তিটি। তবে বারবার নিখরচায় লোভনীয় সব খাবার উপভোগ করলেও শেষ পর্যন্ত ধরা পড়তে হলো তাঁকে।

নতুন বছরের দ্বিতীয় দিনেই বিশ্বজুড়ে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। ষোড়শ শতাব্দীর বিখ্যাত ফরাসি জ্যোতিষী ও চিকিৎসক মিশেল দে নস্ত্রাদামুস (১৫০৩-৬৬) ২০২৬ সালের ভবিষ্যদ্বাণীগুলো এখন নতুন করে আলোচনায়। তিনি অ্যাডলফ হিটলারের উত্থান, ৯/১১-এর সন্ত্রাসী হামলা এবং সাম্প্রতিক কোভিড-১৯ মহামারির নির্ভুল...
১০ ঘণ্টা আগে
২০২৬ সাল শুরু হতেই নস্ত্রাদামুসের অনুসারীরা এই বছরকে ঘিরে নতুন কিছু ভয়াবহ ভবিষ্যদ্বাণী প্রকাশ করেছেন। ১৫০০ শতকে জন্ম নেওয়া ফরাসি জ্যোতিষী এবং চিকিৎসক মিশেল দ্য নস্ত্রাদোম (নস্ত্রাদামুস) অ্যাডলফ হিটলারের উত্থান, ১১ সেপ্টেম্বরের হামলা এবং কোভিড-১৯ মহামারির মতো আধুনিক যুগের অনেক...
১৪ ঘণ্টা আগে
একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন, একটা ই-মেইল এসেছে যার ‘সাবজেক্ট’ অপশনে লেখা ‘টার্মিনেশন লেটার’। ঘুম ঘুম চোখে এই ই-মেইল দেখলে স্বাভাবিকভাবেই ঘুম তো থাক, অন্য সব ভাবনাও হারাম হয়ে যাওয়ার কথা! তখন ভাবনায় আসবে ঠিক কি কারণে চাকরি থেকে ছাঁটাই হতে হলো!
৫ দিন আগে
বিবাহবহির্ভূত সম্পর্ক থেকে শুরু করে স্বামী-স্ত্রীর ব্যক্তিগত ঝগড়া—সবকিছুতেই এখন থেকে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের লিংক্যাং গ্রামের কমিটি এমন নিয়ম জারি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘গ্রামের নিয়মাবলি: সবাই সমান’ শিরোনামের একটি নোটিশ ভাইরাল হওয়ার...
৬ দিন আগে