
হঠাৎ যদি দেখেন বিশাল একটা জলহস্তী বাড়ির সামনের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কেমন লাগবে বলুন তো! সত্যি এমন ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের শহরতলিতে। সেখানকার বাসিন্দাদের চমকে দেয় সংরক্ষিত এলাকা থেকে পালিয়ে আসা একটি জলহস্তী।
মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের (ইউপিআই) এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
গত শনিবার মধ্যরাতের ঠিক পরে রোনডেভলি ন্যাশনাল রিজার্ভের বেড়া ভেঙে জলহস্তীটি বেরিয়ে এসে গ্রাসি পার্ক এলাকার রাস্তায় ঘুরে বেড়াতে শুরু করে। তখন শহরতলির বাসিন্দারা প্রাণীটির ছবি তোলেন এবং ভিডিও করেন।
এই এলাকার বাসিন্দা আশরাফ শর্টজ জানান, পুলিশ জলহস্তীটির পিছু নিয়ে তাঁদের বাড়ির উঠান পর্যন্ত আসে।
‘আমার ৭৪ বছর বয়স্ক মা ভেতর থেকে ঘটনাটা দেখছিলেন। তিনি বেশ ভয় পেয়ে গিয়েছিলেন। কারণ জলহস্তীটি সোজা বাড়ির দরজার দিকে আসছিল। পুলিশ উঠানের ঠিক বাইরেই দাঁড়িয়ে ছিল।’ ইনডিপেনডেন্ট অনলাইনকে বলেন আশরাফ।
তিনি আরও বলেন, ‘তারপরে এটি ঘুরে দাঁড়ায় এবং রাস্তায় দৌড়ে যায়। কিন্তু তার আগেই এটি আমার দেয়ালের ওপর লাফিয়ে পড়ে সেটা ভেঙে ফেলে। জলহস্তী বিপজ্জনক একটি প্রাণী এবং এটি কাউকে হত্যাও করতে পারে। আমাদের নিরাপত্তার জন্য নেচার রিজার্ভে আরও শক্তিশালী বেড়া দেওয়া উচিত।’
স্থানীয় গবেষকেরা জলহস্তী পালানোর কারণ অবশ্য বের করেছেন। তাঁরা জানিয়েছেন, স্পষ্টতই রিজার্ভের অভ্যন্তরে একটি শক্তিশালী মদ্দা জলহস্তীর সঙ্গে রেষারেষির কারণে প্রাণীটি পালিয়ে যেতে উৎসাহী হয়ে ওঠে।
দ্য কেপ অব গুড হোপ এসপিসিএ ওয়াইল্ডলাইফ ডিপার্টমেন্টে জানিয়েছে, পুলিশ ও পার্কের রেঞ্জাররা নিরাপদেই জলহস্তীটিকে সংরক্ষিত এলাকায় ফেরত পাঠাতে সক্ষম হয়। এ ঘটনায় শহরের বাসিন্দা কিংবা জলহস্তী কোনো তরফেই আঘাত পাওয়ার ঘটনা ঘটেনি।

হঠাৎ যদি দেখেন বিশাল একটা জলহস্তী বাড়ির সামনের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কেমন লাগবে বলুন তো! সত্যি এমন ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের শহরতলিতে। সেখানকার বাসিন্দাদের চমকে দেয় সংরক্ষিত এলাকা থেকে পালিয়ে আসা একটি জলহস্তী।
মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের (ইউপিআই) এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
গত শনিবার মধ্যরাতের ঠিক পরে রোনডেভলি ন্যাশনাল রিজার্ভের বেড়া ভেঙে জলহস্তীটি বেরিয়ে এসে গ্রাসি পার্ক এলাকার রাস্তায় ঘুরে বেড়াতে শুরু করে। তখন শহরতলির বাসিন্দারা প্রাণীটির ছবি তোলেন এবং ভিডিও করেন।
এই এলাকার বাসিন্দা আশরাফ শর্টজ জানান, পুলিশ জলহস্তীটির পিছু নিয়ে তাঁদের বাড়ির উঠান পর্যন্ত আসে।
‘আমার ৭৪ বছর বয়স্ক মা ভেতর থেকে ঘটনাটা দেখছিলেন। তিনি বেশ ভয় পেয়ে গিয়েছিলেন। কারণ জলহস্তীটি সোজা বাড়ির দরজার দিকে আসছিল। পুলিশ উঠানের ঠিক বাইরেই দাঁড়িয়ে ছিল।’ ইনডিপেনডেন্ট অনলাইনকে বলেন আশরাফ।
তিনি আরও বলেন, ‘তারপরে এটি ঘুরে দাঁড়ায় এবং রাস্তায় দৌড়ে যায়। কিন্তু তার আগেই এটি আমার দেয়ালের ওপর লাফিয়ে পড়ে সেটা ভেঙে ফেলে। জলহস্তী বিপজ্জনক একটি প্রাণী এবং এটি কাউকে হত্যাও করতে পারে। আমাদের নিরাপত্তার জন্য নেচার রিজার্ভে আরও শক্তিশালী বেড়া দেওয়া উচিত।’
স্থানীয় গবেষকেরা জলহস্তী পালানোর কারণ অবশ্য বের করেছেন। তাঁরা জানিয়েছেন, স্পষ্টতই রিজার্ভের অভ্যন্তরে একটি শক্তিশালী মদ্দা জলহস্তীর সঙ্গে রেষারেষির কারণে প্রাণীটি পালিয়ে যেতে উৎসাহী হয়ে ওঠে।
দ্য কেপ অব গুড হোপ এসপিসিএ ওয়াইল্ডলাইফ ডিপার্টমেন্টে জানিয়েছে, পুলিশ ও পার্কের রেঞ্জাররা নিরাপদেই জলহস্তীটিকে সংরক্ষিত এলাকায় ফেরত পাঠাতে সক্ষম হয়। এ ঘটনায় শহরের বাসিন্দা কিংবা জলহস্তী কোনো তরফেই আঘাত পাওয়ার ঘটনা ঘটেনি।

চীনা নববর্ষের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সাধারণ আহ্বান মুহূর্তেই রূপ নিয়েছিল বিশাল জনসমাগম ও গ্রামীণ উৎসবে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম চীনের চংকিংয়ের হেচুয়ান অঞ্চলের চিংফু গ্রামে। ২০ বছর বয়সী এক তরুণী দাইদাই চীনা টিকটকে সহায়তার আবেদন জানান। তিনি জানান, তাঁর বাবা বয়সের কারণে...
২ দিন আগে
নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে চলমান ইন্ডিয়া ওপেন সুপার-৭৫০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে গতকাল বৃহস্পতিবার এক অস্বাভাবিক ও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। পুরুষদের এককের দ্বিতীয় রাউন্ডে ভারতের এইচএস প্রণয় ও সিঙ্গাপুরের লো কিন ইউয়ের ম্যাচে কোর্টে পাখির বিষ্ঠা পড়ায় দুবার খেলা বন্ধ রাখতে
২ দিন আগে
ভারতের পূর্বাঞ্চলীয় জঙ্গলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত নতুন করে উদ্বেগজনক রূপ নিয়েছে। দেশটির ঝাড়খণ্ড রাজ্যের সারান্ডা বনাঞ্চলে একটি দাঁতাল হাতির হামলায় মাত্র এক সপ্তাহে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
৮ দিন আগে
বলকান অঞ্চলের নস্ত্রাদামুস হিসেবে পরিচিত বুলগেরীয় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা বিশ্বের নানা গুরুত্বপূর্ণ ঘটনার পূর্বাভাস দেওয়ার জন্য আলোচিত। এর আগে তিনি, ৯/১১ সন্ত্রাসী হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু এবং চীনের উত্থানের মতো ঘটনাও তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে দাবি করা হয়।
৯ দিন আগে