
কত কারণেই তো মানুষের হাড়গোড় ভেঙে যেতে পারে। তাই বলে আলিঙ্গনের কারণে? চীনের হুনান প্রদেশে এমন অদ্ভুত ঘটনাই ঘটেছে। সেখানকার এক নারী জানিয়েছেন, তাঁর সহকর্মী তাঁকে এতটাই জোরে আলিঙ্গন করেছেন যে, তাঁর পাঁজরের তিনটি হাড় ভেঙে গেছে। পরে তিনি ক্ষতিপূরণ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এই অন্যরকম আলিঙ্গনের ঘটনা ঘটেছে গত বছর। সম্প্রতি চীনের ইউনসি আদালত সেই মামলার রায় ঘোষণা করেছেন।
ওই নারীর ভাষ্যমতে, ঘটনার দিন তাঁর একজন সহকর্মী কথা বলতে বলতে তাঁকে সজোরে আলিঙ্গন করেন। তাঁর আলিঙ্গন এতই তীব্র ছিল যে ওই নারী ব্যথায় চিৎকার করে ওঠেন। পরে তিনি তাৎক্ষণিকভাবে বাসায় ফিরে যান। আস্তে আস্তে তাঁর বুক ও পাঁজরে ব্যথা বাড়তে থাকে। তিনি কিছু ঘরোয়া চিকিৎসাও নেন। কিন্তু অবস্থার খুব একটা হেরফের হয় না তাতে, বরং তাঁর ব্যথা ও অস্বস্তি বাড়তে থাকে।
পরদিনও তাঁর ব্যথা যখন কমছিল না, তখন তিনি অনন্যোপায় হয়ে হাসপাতালে যান। চিকিৎসক তাঁকে এক্স-রে করতে বলেন। পরে এক্স-রে রিপোর্টে দেখা যায়, তাঁর পাঁজরের বাম দিকে দুটি এবং ডান দিকে একটি হাড় ভেঙে গেছে।
কী আর করা! কয়েক দিন অফিসে না গিয়ে চিকিৎসা করাতে শুরু করেন তিনি। এতে অবশ্য তাঁর কয়েক দিনের বেতন খোয়া যায়। সঙ্গে যোগ হয় চিকিৎসার জন্য অতিরিক্ত ব্যয়।
সুস্থ হয়ে অফিসে ফিরে এসে তিনি তাঁর সহকর্মীকে বিষয়টি জানান। কিন্তু সহকর্মী ভদ্রলোক তাঁর অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর আলিঙ্গনের কারণেই যে পাঁজর ভেঙেছে, এমন কোনো প্রমাণ নেই। এতে ওই নারী ক্ষুব্ধ হয়ে ইউনসি আদালতে মামলা করেন।
আদালত সম্প্রতি ওই নারীর পক্ষেই রায় দিয়েছেন এবং সহকর্মী ব্যক্তিটিকে ১০ হাজার ইউয়ান (বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

কত কারণেই তো মানুষের হাড়গোড় ভেঙে যেতে পারে। তাই বলে আলিঙ্গনের কারণে? চীনের হুনান প্রদেশে এমন অদ্ভুত ঘটনাই ঘটেছে। সেখানকার এক নারী জানিয়েছেন, তাঁর সহকর্মী তাঁকে এতটাই জোরে আলিঙ্গন করেছেন যে, তাঁর পাঁজরের তিনটি হাড় ভেঙে গেছে। পরে তিনি ক্ষতিপূরণ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এই অন্যরকম আলিঙ্গনের ঘটনা ঘটেছে গত বছর। সম্প্রতি চীনের ইউনসি আদালত সেই মামলার রায় ঘোষণা করেছেন।
ওই নারীর ভাষ্যমতে, ঘটনার দিন তাঁর একজন সহকর্মী কথা বলতে বলতে তাঁকে সজোরে আলিঙ্গন করেন। তাঁর আলিঙ্গন এতই তীব্র ছিল যে ওই নারী ব্যথায় চিৎকার করে ওঠেন। পরে তিনি তাৎক্ষণিকভাবে বাসায় ফিরে যান। আস্তে আস্তে তাঁর বুক ও পাঁজরে ব্যথা বাড়তে থাকে। তিনি কিছু ঘরোয়া চিকিৎসাও নেন। কিন্তু অবস্থার খুব একটা হেরফের হয় না তাতে, বরং তাঁর ব্যথা ও অস্বস্তি বাড়তে থাকে।
পরদিনও তাঁর ব্যথা যখন কমছিল না, তখন তিনি অনন্যোপায় হয়ে হাসপাতালে যান। চিকিৎসক তাঁকে এক্স-রে করতে বলেন। পরে এক্স-রে রিপোর্টে দেখা যায়, তাঁর পাঁজরের বাম দিকে দুটি এবং ডান দিকে একটি হাড় ভেঙে গেছে।
কী আর করা! কয়েক দিন অফিসে না গিয়ে চিকিৎসা করাতে শুরু করেন তিনি। এতে অবশ্য তাঁর কয়েক দিনের বেতন খোয়া যায়। সঙ্গে যোগ হয় চিকিৎসার জন্য অতিরিক্ত ব্যয়।
সুস্থ হয়ে অফিসে ফিরে এসে তিনি তাঁর সহকর্মীকে বিষয়টি জানান। কিন্তু সহকর্মী ভদ্রলোক তাঁর অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর আলিঙ্গনের কারণেই যে পাঁজর ভেঙেছে, এমন কোনো প্রমাণ নেই। এতে ওই নারী ক্ষুব্ধ হয়ে ইউনসি আদালতে মামলা করেন।
আদালত সম্প্রতি ওই নারীর পক্ষেই রায় দিয়েছেন এবং সহকর্মী ব্যক্তিটিকে ১০ হাজার ইউয়ান (বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

চীনা নববর্ষের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সাধারণ আহ্বান মুহূর্তেই রূপ নিয়েছিল বিশাল জনসমাগম ও গ্রামীণ উৎসবে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম চীনের চংকিংয়ের হেচুয়ান অঞ্চলের চিংফু গ্রামে। ২০ বছর বয়সী এক তরুণী দাইদাই চীনা টিকটকে সহায়তার আবেদন জানান। তিনি জানান, তাঁর বাবা বয়সের কারণে...
৪ দিন আগে
নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে চলমান ইন্ডিয়া ওপেন সুপার-৭৫০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে গতকাল বৃহস্পতিবার এক অস্বাভাবিক ও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। পুরুষদের এককের দ্বিতীয় রাউন্ডে ভারতের এইচএস প্রণয় ও সিঙ্গাপুরের লো কিন ইউয়ের ম্যাচে কোর্টে পাখির বিষ্ঠা পড়ায় দুবার খেলা বন্ধ রাখতে
৪ দিন আগে
ভারতের পূর্বাঞ্চলীয় জঙ্গলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত নতুন করে উদ্বেগজনক রূপ নিয়েছে। দেশটির ঝাড়খণ্ড রাজ্যের সারান্ডা বনাঞ্চলে একটি দাঁতাল হাতির হামলায় মাত্র এক সপ্তাহে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
১১ দিন আগে
বলকান অঞ্চলের নস্ত্রাদামুস হিসেবে পরিচিত বুলগেরীয় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা বিশ্বের নানা গুরুত্বপূর্ণ ঘটনার পূর্বাভাস দেওয়ার জন্য আলোচিত। এর আগে তিনি, ৯/১১ সন্ত্রাসী হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু এবং চীনের উত্থানের মতো ঘটনাও তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে দাবি করা হয়।
১১ দিন আগে