
রোমাঞ্চকর কোনো অভিযান বা কাজের প্রতি তরুণদের আগ্রহ নতুন কিছু নয়। আর সেই সঙ্গে যদি আকাশ থেকে বিস্তৃত এলাকা দেখার সুযোগ থাকে তাহলে তো কথাই নেই। চীনের ৩৭ লাখ বর্গকিলোমিটার এলাকায় ঘুরে বেড়ানোর মতো জায়গার অভাব নেই। তবে চীনা তরুণ পর্যটকদের এখন ঝোঁকটা আকাশ থেকে দেশ দেখায়।
আর ‘দুর্বলিচত্তদের যেতে মানা’ এমন এ ধরনের নতুন আকর্ষণটি পরিচিতি পেয়েছে তিয়ানতি নামে। চীনা শব্দ তিয়ানতির অর্থ স্কাই ল্যাডার বা আকাশের মই। ৫৫১ ফুট (১৬৮ মিটার) দৈর্ঘ্যের মইটি ঝুলছে ৫০০০ ফুট উঁচু দুটি পর্বতচূড়ার মাঝখানে। চীনা রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমের সূত্রে এ সব তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রদেশ হুনানের কাংচাচা নেচার পার্কের মাউন্ট কিসিংয়ে এই আশ্চর্য মইটির অবস্থান। জটিল ভূ-প্রকৃতি এবং বিচিত্র ভূমি রূপের জন্য আলাদা নাম আছে জায়গাটির।
এই পার্বত্য পথটি ভায়া ফেরাতা ঘরানার। এ ধরনের পথ নানান নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সুরক্ষিত করা হয়। পর্বতের পাথরের দেয়ালের মাঝখানে ইস্পাতের রেলিং, বিশ্রামের জায়গা, দড়ি এবং ক্যাবল ব্যবহার করে তৈরি করা হয়েছে মানুষের সুবিধার জন্য। আর এর একটি অংশ এই মইটি।
সম্প্রতি চীনের ‘টিকটক’ হিসেবে পরিচিত ডুয়িনে তিয়ানতিতে আরোহণের ভিডিও ভাইরাল হওয়া এক নারী বলেন, ‘ভিডিওর ওই পা আমার। আর এই বাচ্চাটি আমার ছেলে।’

ভিডিওটিতে সিঁড়িতে তার পা দেখানোর পর ধীরে ধীরে সিঁড়িতে বসে থাকা তার নয় বছর বয়সী ছেলের দিকে এগিয়ে যান।
‘আমি মোটেই অস্বস্তিতে ছিলাম না। তবে আমার ছেলের কিছুটা সমস্যা হচ্ছিল। তবে কিছুক্ষণ পরই সে স্বাভাবিক হয়ে যায়।’ সিএনএনকে বলেন তিনি।
কাছেই একটি বেড অ্যান্ড ব্রেকফাস্ট চালান হি চিয়ার নামের এই নারী। নতুন এই দ্রষ্টব্যের টিকিট কাটতেও পর্যটকদের সাহায্য করেন তিনি।
‘যারা নিজেদের সঙ্গে চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন তারা এটা করতে পারেন,’ বলেন তিনি, ‘আমি তাদের কয়েক ডজনকে টিকিট পেতে সাহায্য করেছি, সবাই শুরুতে ভয় পেয়েছিল।’
চীনের সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম সিসিটিভি জানায়, আকাশ ছোঁয়ার চেষ্টা করা এই মইটি এবং পথটিতে রোমাঞ্চকর ভ্রমণের জন্য গড়ে প্রতিদিন এক হাজার ২০০ পর্যটক হাজির হন।
এটি এতটাই জনপ্রিয় যে কখনো কখনো মানুষের জট পর্যন্ত লেগে যায়।

ফেরেতা এবং মইটি চীনা সংবাদমাধ্যমেও খুব জনপ্রিয় এক বিষয়। হি সিয়ানের মতো আরও কারও কারও ভিডিও হাজারো বার শেয়ার হচ্ছে।
‘এটা দেখেই আমার হাত ঘামে ভিজে গেছে।’ অন্য একটি ভাইরাল পোস্টে মন্তব্য করেন একজন।
‘এক মিলিয়ন দিলেও এটা করার চেষ্টা করব না আমি।’ ডুয়িনে মন্তব্য করেন অপর একজন।
মাউন্ট কিসিংয়ের এই দ্রষ্টব্য স্থানটিতে ভ্রমণ পরিচালনা করা প্রতিষ্ঠান কিসিং অ্যাডভেঞ্চারের ব্যবস্থাপনা তত্ত্বাবধায়ক ইওয়ান শাওনি সিএনএনকে জানান, ফেরেতাতে তিন ঘণ্টার এ ভ্রমণে খরচ হয় ৫৮০ ইউয়ান বা ৮০ ডলার (সাড়ে নয় হাজার টাকা)
‘পুরো প্রক্রিয়াটিতে সঙ্গী হিসেবে থাকে প্রশিক্ষকেরা,’ বলেন ইওয়ান, ‘ভ্রমণকারীদের হেলমেট, নিরাপত্তা বেল্ট এবং হাইকিংয়ের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হয়।’
তিনি জানান, পুরো এলাকা নিয়মিত পরিদর্শন করা হয় এবং যেকোনো সমস্যা পাওয়া গেলে তা সময়মতো দূর করা হয়।

রোমাঞ্চকর কোনো অভিযান বা কাজের প্রতি তরুণদের আগ্রহ নতুন কিছু নয়। আর সেই সঙ্গে যদি আকাশ থেকে বিস্তৃত এলাকা দেখার সুযোগ থাকে তাহলে তো কথাই নেই। চীনের ৩৭ লাখ বর্গকিলোমিটার এলাকায় ঘুরে বেড়ানোর মতো জায়গার অভাব নেই। তবে চীনা তরুণ পর্যটকদের এখন ঝোঁকটা আকাশ থেকে দেশ দেখায়।
আর ‘দুর্বলিচত্তদের যেতে মানা’ এমন এ ধরনের নতুন আকর্ষণটি পরিচিতি পেয়েছে তিয়ানতি নামে। চীনা শব্দ তিয়ানতির অর্থ স্কাই ল্যাডার বা আকাশের মই। ৫৫১ ফুট (১৬৮ মিটার) দৈর্ঘ্যের মইটি ঝুলছে ৫০০০ ফুট উঁচু দুটি পর্বতচূড়ার মাঝখানে। চীনা রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমের সূত্রে এ সব তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রদেশ হুনানের কাংচাচা নেচার পার্কের মাউন্ট কিসিংয়ে এই আশ্চর্য মইটির অবস্থান। জটিল ভূ-প্রকৃতি এবং বিচিত্র ভূমি রূপের জন্য আলাদা নাম আছে জায়গাটির।
এই পার্বত্য পথটি ভায়া ফেরাতা ঘরানার। এ ধরনের পথ নানান নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সুরক্ষিত করা হয়। পর্বতের পাথরের দেয়ালের মাঝখানে ইস্পাতের রেলিং, বিশ্রামের জায়গা, দড়ি এবং ক্যাবল ব্যবহার করে তৈরি করা হয়েছে মানুষের সুবিধার জন্য। আর এর একটি অংশ এই মইটি।
সম্প্রতি চীনের ‘টিকটক’ হিসেবে পরিচিত ডুয়িনে তিয়ানতিতে আরোহণের ভিডিও ভাইরাল হওয়া এক নারী বলেন, ‘ভিডিওর ওই পা আমার। আর এই বাচ্চাটি আমার ছেলে।’

ভিডিওটিতে সিঁড়িতে তার পা দেখানোর পর ধীরে ধীরে সিঁড়িতে বসে থাকা তার নয় বছর বয়সী ছেলের দিকে এগিয়ে যান।
‘আমি মোটেই অস্বস্তিতে ছিলাম না। তবে আমার ছেলের কিছুটা সমস্যা হচ্ছিল। তবে কিছুক্ষণ পরই সে স্বাভাবিক হয়ে যায়।’ সিএনএনকে বলেন তিনি।
কাছেই একটি বেড অ্যান্ড ব্রেকফাস্ট চালান হি চিয়ার নামের এই নারী। নতুন এই দ্রষ্টব্যের টিকিট কাটতেও পর্যটকদের সাহায্য করেন তিনি।
‘যারা নিজেদের সঙ্গে চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন তারা এটা করতে পারেন,’ বলেন তিনি, ‘আমি তাদের কয়েক ডজনকে টিকিট পেতে সাহায্য করেছি, সবাই শুরুতে ভয় পেয়েছিল।’
চীনের সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম সিসিটিভি জানায়, আকাশ ছোঁয়ার চেষ্টা করা এই মইটি এবং পথটিতে রোমাঞ্চকর ভ্রমণের জন্য গড়ে প্রতিদিন এক হাজার ২০০ পর্যটক হাজির হন।
এটি এতটাই জনপ্রিয় যে কখনো কখনো মানুষের জট পর্যন্ত লেগে যায়।

ফেরেতা এবং মইটি চীনা সংবাদমাধ্যমেও খুব জনপ্রিয় এক বিষয়। হি সিয়ানের মতো আরও কারও কারও ভিডিও হাজারো বার শেয়ার হচ্ছে।
‘এটা দেখেই আমার হাত ঘামে ভিজে গেছে।’ অন্য একটি ভাইরাল পোস্টে মন্তব্য করেন একজন।
‘এক মিলিয়ন দিলেও এটা করার চেষ্টা করব না আমি।’ ডুয়িনে মন্তব্য করেন অপর একজন।
মাউন্ট কিসিংয়ের এই দ্রষ্টব্য স্থানটিতে ভ্রমণ পরিচালনা করা প্রতিষ্ঠান কিসিং অ্যাডভেঞ্চারের ব্যবস্থাপনা তত্ত্বাবধায়ক ইওয়ান শাওনি সিএনএনকে জানান, ফেরেতাতে তিন ঘণ্টার এ ভ্রমণে খরচ হয় ৫৮০ ইউয়ান বা ৮০ ডলার (সাড়ে নয় হাজার টাকা)
‘পুরো প্রক্রিয়াটিতে সঙ্গী হিসেবে থাকে প্রশিক্ষকেরা,’ বলেন ইওয়ান, ‘ভ্রমণকারীদের হেলমেট, নিরাপত্তা বেল্ট এবং হাইকিংয়ের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হয়।’
তিনি জানান, পুরো এলাকা নিয়মিত পরিদর্শন করা হয় এবং যেকোনো সমস্যা পাওয়া গেলে তা সময়মতো দূর করা হয়।

ভারতের পূর্বাঞ্চলীয় জঙ্গলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত নতুন করে উদ্বেগজনক রূপ নিয়েছে। দেশটির ঝাড়খণ্ড রাজ্যের সারান্ডা বনাঞ্চলে একটি দাঁতাল হাতির হামলায় মাত্র এক সপ্তাহে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
৬ দিন আগে
বলকান অঞ্চলের নস্ত্রাদামুস হিসেবে পরিচিত বুলগেরীয় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা বিশ্বের নানা গুরুত্বপূর্ণ ঘটনার পূর্বাভাস দেওয়ার জন্য আলোচিত। এর আগে তিনি, ৯/১১ সন্ত্রাসী হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু এবং চীনের উত্থানের মতো ঘটনাও তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে দাবি করা হয়।
৭ দিন আগে
চীনে ৬২ বছর বয়সী এক নারী গর্ভধারণের ছয় মাস পার করছেন। তিনি অনাগত সন্তানকে তাঁর মৃত একমাত্র ছেলের পুনর্জন্ম হিসেবে দেখছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
৮ দিন আগে
জাপানের টোকিওতে ঐতিহ্যবাহী নববর্ষের মাছ নিলামে ইতিহাস গড়ল একটি বিশালাকার ব্লুফিন টুনা। সোমবার (৫ জানুয়ারি) ভোরে টোকিওর টয়োসু ফিশ মার্কেটে অনুষ্ঠিত নিলামে বিক্রি হওয়া ওই প্যাসিফিক ব্লুফিন টুনাটির ওজন ছিল ২৪৩ কেজি।
১০ দিন আগে