
অনেক ব্যস্ত মানুষের জন্য বিছানায় শুয়ে ১০ দিন নেটফ্লিক্স দেখার ধারণাটি খুবই আকর্ষণীয় হতে পারে। তবে, এভাবে বিছানায় শুয়েই ৪ হাজার ১০০ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৬ লাখ ৪৪ হাজার ৬৬৪ টাকা) উপার্জন করা সম্ভব। এটি গবেষণার জন্য স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করতে হবে।
ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) একটি অভিনব গবেষণার জন্য স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছে, যেখানে তাদের ১০ দিন ধরে বাথটাবের মতো একটি ওয়াটারবেডে (পানিভর্তি একটি প্লাস্টিকের বিছানা) শুয়ে থাকতে হবে। এই গবেষণার নাম ভিভাল্ডি III, যা ফ্রান্সের তুলুজ বিশ্ববিদ্যালয়ের হাসপাতাল মেডেস স্পেস ক্লিনিকে অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি মহাকাশে ভ্রমণের ফলে মানবদেহে যেসব প্রভাব পড়ে, তা বুঝতে সহায়তা করবে।
ইএসএ বলছে, এই গবেষণায় ১০ জন স্বেচ্ছাসেবক বিশেষ কনটেইনারে শুয়ে থাকবেন, যা দেখতে বাথটাবের মতো এবং এর ওপরে একটি পানি প্রতিরোধী কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে। অংশগ্রহণকারীরা পানির মধ্যে পুরো শরীর ডুবিয়ে শুয়ে থাকবেন, তবে তাদের মাথা ও হাত বাইরে থাকবে। এটি মহাকাশে থাকা অবস্থায় নভোচারীদের অভিজ্ঞতার অনুরূপ অনুভূতি তৈরি করবে। এতে অংশগ্রহণকারীরা মহাকাশে ভেসে থাকার অভিজ্ঞতা পাবেন, যেটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) ভ্রমণের সময় তারা অনুভব করেন।
এই পরীক্ষার একমাত্র সমস্যা হলো বাথরুমে যাওয়ার বিষয়টি। ইএসএ জানাচ্ছে, বাথরুম ব্যবহারের জন্য অংশগ্রহণকারীদের একটি ট্রলিতে স্থানান্তর করা হবে, যাতে তাদের শোয়া অবস্থান বজায় থাকে।
এই পরীক্ষা ভিভাল্ডি III প্রকল্পের তৃতীয় এবং চূড়ান্ত অংশ। এতে ২০ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করবেন, তবে এটি শুধু পুরুষদের জন্য উন্মুক্ত। পরীক্ষাটি ২১ দিনব্যাপী হবে। প্রথম পাঁচ দিন চলবে মৌলিক শারীরিক পরীক্ষা এবং পরবর্তী ১০ দিন স্বেচ্ছাসেবকেরা শুয়ে থাকবেন ওয়াটারবেডে।

ভিভাল্ডি III পরীক্ষার জন্য স্বেচ্ছাসেবক নিয়োগের প্রক্রিয়া গত বছর শুরু হয়েছিল এবং এতে ২০ থেকে ৪০ বছর বয়সীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে, উচ্চতা ১ দশমিক ৬৫ মিটার থেকে ১ দশমিক ৮০ মিটার এবং বডি মাস ইনডেক্স (বিএমআই) ২০ থেকে ২৬-এর মধ্যে। এ ছাড়া, তাদের কোনো অ্যালার্জি বা খাদ্যাভ্যাসের সীমাবদ্ধতা না থাকার শর্তও ছিল।
এ সময় তাদের শরীরের বিভিন্ন পরীক্ষা ও বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে মহাকাশ ভ্রমণের সময় শরীরের ওপর কী কী প্রভাব পড়ে, তা বিশ্লেষণ করা হবে। প্রতিদিনের খাবার গ্রহণের জন্য অংশগ্রহণকারীদের একটি ভাসমান বোর্ড এবং একটি নেক পিলো ব্যবহার করতে হবে।
তবে ১০ দিন বিছানায় শুয়ে থাকার পর নিঃসঙ্গ হয়ে যাবেন বিষয়টি এমন নয়। পরীক্ষায় অংশগ্রহণকারীরা ফোন ব্যবহার করতে পারবেন এবং পরিবারের সঙ্গে ফোন বা ভিডিও কল করতে পারবেন। তবে কোনো আত্মীয়স্বজনকে হাসপাতালে আসতে দেওয়া হবে না।
ইএসএর মানব অনুসন্ধানবিষয়ক বিজ্ঞানী অ্যান-কাথরিন ভ্লাসিল বলেন, ‘ড্রাই ইমার্শনের (শুকনো অবস্থায় ভাসমান থাকা) মেয়াদ বাড়িয়ে এবং এটি বিছানায় শুয়ে থাকার সঙ্গে তুলনা করে আমরা মহাকাশে জীবনযাপন কীভাবে অনুকরণ করে এবং এর বিভিন্ন শারীরবৃত্তীয় প্রভাবগুলো কেমন, তা আরও ভালোভাবে বোঝার চেষ্টা করছি এবং এ দুটি কীভাবে পরস্পরকে পরিপূরক করে, তা পর্যবেক্ষণ করছি।’
এই পরীক্ষার উদ্দেশ্য হলো মহাকাশে ভ্রমণের সময় শরীরের ওপর কী কী প্রভাব পড়ে, তা বোঝা। মহাকাশে ওজনহীন অবস্থায় পেশি ও হাড়ের ঘনত্ব কমে যায়, অক্ষিগোলক আরও গোলাকার হয়ে যেতে পারে এবং শরীরের তরল মস্তিষ্কের দিকে চলে যায়। এই গবেষণা মহাকাশের পাশাপাশি পৃথিবীতে চিকিৎসার ক্ষেত্রেও সহায়ক হতে পারে। উদাহরণস্বরূপ, দীর্ঘদিন বিছানায় শুয়ে থাকা রোগী, বৃদ্ধ এবং অস্থিসংক্রান্ত রোগীদের চিকিৎসায় এই গবেষণার ফলাফল সাহায্য করতে পারে।
তথ্যসূত্র: ডেইলি মেইল

অনেক ব্যস্ত মানুষের জন্য বিছানায় শুয়ে ১০ দিন নেটফ্লিক্স দেখার ধারণাটি খুবই আকর্ষণীয় হতে পারে। তবে, এভাবে বিছানায় শুয়েই ৪ হাজার ১০০ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৬ লাখ ৪৪ হাজার ৬৬৪ টাকা) উপার্জন করা সম্ভব। এটি গবেষণার জন্য স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করতে হবে।
ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) একটি অভিনব গবেষণার জন্য স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছে, যেখানে তাদের ১০ দিন ধরে বাথটাবের মতো একটি ওয়াটারবেডে (পানিভর্তি একটি প্লাস্টিকের বিছানা) শুয়ে থাকতে হবে। এই গবেষণার নাম ভিভাল্ডি III, যা ফ্রান্সের তুলুজ বিশ্ববিদ্যালয়ের হাসপাতাল মেডেস স্পেস ক্লিনিকে অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি মহাকাশে ভ্রমণের ফলে মানবদেহে যেসব প্রভাব পড়ে, তা বুঝতে সহায়তা করবে।
ইএসএ বলছে, এই গবেষণায় ১০ জন স্বেচ্ছাসেবক বিশেষ কনটেইনারে শুয়ে থাকবেন, যা দেখতে বাথটাবের মতো এবং এর ওপরে একটি পানি প্রতিরোধী কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে। অংশগ্রহণকারীরা পানির মধ্যে পুরো শরীর ডুবিয়ে শুয়ে থাকবেন, তবে তাদের মাথা ও হাত বাইরে থাকবে। এটি মহাকাশে থাকা অবস্থায় নভোচারীদের অভিজ্ঞতার অনুরূপ অনুভূতি তৈরি করবে। এতে অংশগ্রহণকারীরা মহাকাশে ভেসে থাকার অভিজ্ঞতা পাবেন, যেটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) ভ্রমণের সময় তারা অনুভব করেন।
এই পরীক্ষার একমাত্র সমস্যা হলো বাথরুমে যাওয়ার বিষয়টি। ইএসএ জানাচ্ছে, বাথরুম ব্যবহারের জন্য অংশগ্রহণকারীদের একটি ট্রলিতে স্থানান্তর করা হবে, যাতে তাদের শোয়া অবস্থান বজায় থাকে।
এই পরীক্ষা ভিভাল্ডি III প্রকল্পের তৃতীয় এবং চূড়ান্ত অংশ। এতে ২০ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করবেন, তবে এটি শুধু পুরুষদের জন্য উন্মুক্ত। পরীক্ষাটি ২১ দিনব্যাপী হবে। প্রথম পাঁচ দিন চলবে মৌলিক শারীরিক পরীক্ষা এবং পরবর্তী ১০ দিন স্বেচ্ছাসেবকেরা শুয়ে থাকবেন ওয়াটারবেডে।

ভিভাল্ডি III পরীক্ষার জন্য স্বেচ্ছাসেবক নিয়োগের প্রক্রিয়া গত বছর শুরু হয়েছিল এবং এতে ২০ থেকে ৪০ বছর বয়সীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে, উচ্চতা ১ দশমিক ৬৫ মিটার থেকে ১ দশমিক ৮০ মিটার এবং বডি মাস ইনডেক্স (বিএমআই) ২০ থেকে ২৬-এর মধ্যে। এ ছাড়া, তাদের কোনো অ্যালার্জি বা খাদ্যাভ্যাসের সীমাবদ্ধতা না থাকার শর্তও ছিল।
এ সময় তাদের শরীরের বিভিন্ন পরীক্ষা ও বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে মহাকাশ ভ্রমণের সময় শরীরের ওপর কী কী প্রভাব পড়ে, তা বিশ্লেষণ করা হবে। প্রতিদিনের খাবার গ্রহণের জন্য অংশগ্রহণকারীদের একটি ভাসমান বোর্ড এবং একটি নেক পিলো ব্যবহার করতে হবে।
তবে ১০ দিন বিছানায় শুয়ে থাকার পর নিঃসঙ্গ হয়ে যাবেন বিষয়টি এমন নয়। পরীক্ষায় অংশগ্রহণকারীরা ফোন ব্যবহার করতে পারবেন এবং পরিবারের সঙ্গে ফোন বা ভিডিও কল করতে পারবেন। তবে কোনো আত্মীয়স্বজনকে হাসপাতালে আসতে দেওয়া হবে না।
ইএসএর মানব অনুসন্ধানবিষয়ক বিজ্ঞানী অ্যান-কাথরিন ভ্লাসিল বলেন, ‘ড্রাই ইমার্শনের (শুকনো অবস্থায় ভাসমান থাকা) মেয়াদ বাড়িয়ে এবং এটি বিছানায় শুয়ে থাকার সঙ্গে তুলনা করে আমরা মহাকাশে জীবনযাপন কীভাবে অনুকরণ করে এবং এর বিভিন্ন শারীরবৃত্তীয় প্রভাবগুলো কেমন, তা আরও ভালোভাবে বোঝার চেষ্টা করছি এবং এ দুটি কীভাবে পরস্পরকে পরিপূরক করে, তা পর্যবেক্ষণ করছি।’
এই পরীক্ষার উদ্দেশ্য হলো মহাকাশে ভ্রমণের সময় শরীরের ওপর কী কী প্রভাব পড়ে, তা বোঝা। মহাকাশে ওজনহীন অবস্থায় পেশি ও হাড়ের ঘনত্ব কমে যায়, অক্ষিগোলক আরও গোলাকার হয়ে যেতে পারে এবং শরীরের তরল মস্তিষ্কের দিকে চলে যায়। এই গবেষণা মহাকাশের পাশাপাশি পৃথিবীতে চিকিৎসার ক্ষেত্রেও সহায়ক হতে পারে। উদাহরণস্বরূপ, দীর্ঘদিন বিছানায় শুয়ে থাকা রোগী, বৃদ্ধ এবং অস্থিসংক্রান্ত রোগীদের চিকিৎসায় এই গবেষণার ফলাফল সাহায্য করতে পারে।
তথ্যসূত্র: ডেইলি মেইল

চীনা নববর্ষের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সাধারণ আহ্বান মুহূর্তেই রূপ নিয়েছিল বিশাল জনসমাগম ও গ্রামীণ উৎসবে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম চীনের চংকিংয়ের হেচুয়ান অঞ্চলের চিংফু গ্রামে। ২০ বছর বয়সী এক তরুণী দাইদাই চীনা টিকটকে সহায়তার আবেদন জানান। তিনি জানান, তাঁর বাবা বয়সের কারণে...
২ দিন আগে
নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে চলমান ইন্ডিয়া ওপেন সুপার-৭৫০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে গতকাল বৃহস্পতিবার এক অস্বাভাবিক ও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। পুরুষদের এককের দ্বিতীয় রাউন্ডে ভারতের এইচএস প্রণয় ও সিঙ্গাপুরের লো কিন ইউয়ের ম্যাচে কোর্টে পাখির বিষ্ঠা পড়ায় দুবার খেলা বন্ধ রাখতে
২ দিন আগে
ভারতের পূর্বাঞ্চলীয় জঙ্গলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত নতুন করে উদ্বেগজনক রূপ নিয়েছে। দেশটির ঝাড়খণ্ড রাজ্যের সারান্ডা বনাঞ্চলে একটি দাঁতাল হাতির হামলায় মাত্র এক সপ্তাহে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
৮ দিন আগে
বলকান অঞ্চলের নস্ত্রাদামুস হিসেবে পরিচিত বুলগেরীয় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা বিশ্বের নানা গুরুত্বপূর্ণ ঘটনার পূর্বাভাস দেওয়ার জন্য আলোচিত। এর আগে তিনি, ৯/১১ সন্ত্রাসী হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু এবং চীনের উত্থানের মতো ঘটনাও তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে দাবি করা হয়।
৯ দিন আগে