
চকলেট দিয়ে অভিনব সব শিল্পকর্মের জন্য সুপরিচিত পেস্ট্রি শেফ অ্যামাউরি গুইচন। সুইস-ফ্রেঞ্চ এই শেফের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুঁ মারলে দেখা যায় তাঁর সৃষ্টির দারুণ সব ছবি ও ভিডিও। গুইচনের সাম্প্রতিক সৃষ্টিতে যুক্ত হয়েছে ইউনিকর্ন সদৃশ আস্ত এক ঘোড়া।
চকলেট দিয়ে টাট্টু ঘোড়া বানানোর ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন গুইচন। সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘চকলেট রকিং হর্স। চড়তে পারবে, খেতেও পারবে। প্রতিটি শিশুর স্বপ্ন।’
গুইচনের ঘোড়ার ভিডিওটি রীতিমতো ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরই মধ্যে ৮ লাখের বেশি মানুষ দেখেছে এটি। এ ছাড়া মজার সব মন্তব্য করেছেন অনেকে। একজন লিখেছেন, ‘আপনি সব সময় আমাদের বিস্মিত করে চলেছেন।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘একটা মানুষের এত ট্যালেন্ট, ভাবা যায় না।’ অন্য একজন লিখেছেন, ‘এটা দারুণ!’
এর আগে চকলেট দিয়ে নান্দনিক একটি ফিনিক্স তৈরি করে সাড়া ফেলেছিলেন অ্যামাউরি গুইচন। ফিনিক্স তৈরির ভিডিওতে গুইচনকে দেখা যায় চকলেটের মাস্টারপিসটি তৈরি করতে। যেখানে একেবারে শুরুর ছোট-বড় বিভিন্ন টুকরো থেকে ফিনিক্সের ক্ষুদ্র পালক তৈরি করা পর্যন্ত দেখানো হয়েছে। পরে সেগুলোকে সেট করতে দেখা যায় তাঁকে। সবশেষে অবিশ্বাস্য এ শিল্পকর্মটিতে আকর্ষণীয় রং যোগ করে শেষ ছোঁয়া দেন গুইচন। দারুণ শিল্পকর্মটি করতে তাঁর ৫ দিন সময় লেগেছিল। আর এতে যোগ করা হয় ২ হাজার পিস চকলেটের পালক।

চকলেট দিয়ে অভিনব সব শিল্পকর্মের জন্য সুপরিচিত পেস্ট্রি শেফ অ্যামাউরি গুইচন। সুইস-ফ্রেঞ্চ এই শেফের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুঁ মারলে দেখা যায় তাঁর সৃষ্টির দারুণ সব ছবি ও ভিডিও। গুইচনের সাম্প্রতিক সৃষ্টিতে যুক্ত হয়েছে ইউনিকর্ন সদৃশ আস্ত এক ঘোড়া।
চকলেট দিয়ে টাট্টু ঘোড়া বানানোর ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন গুইচন। সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘চকলেট রকিং হর্স। চড়তে পারবে, খেতেও পারবে। প্রতিটি শিশুর স্বপ্ন।’
গুইচনের ঘোড়ার ভিডিওটি রীতিমতো ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরই মধ্যে ৮ লাখের বেশি মানুষ দেখেছে এটি। এ ছাড়া মজার সব মন্তব্য করেছেন অনেকে। একজন লিখেছেন, ‘আপনি সব সময় আমাদের বিস্মিত করে চলেছেন।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘একটা মানুষের এত ট্যালেন্ট, ভাবা যায় না।’ অন্য একজন লিখেছেন, ‘এটা দারুণ!’
এর আগে চকলেট দিয়ে নান্দনিক একটি ফিনিক্স তৈরি করে সাড়া ফেলেছিলেন অ্যামাউরি গুইচন। ফিনিক্স তৈরির ভিডিওতে গুইচনকে দেখা যায় চকলেটের মাস্টারপিসটি তৈরি করতে। যেখানে একেবারে শুরুর ছোট-বড় বিভিন্ন টুকরো থেকে ফিনিক্সের ক্ষুদ্র পালক তৈরি করা পর্যন্ত দেখানো হয়েছে। পরে সেগুলোকে সেট করতে দেখা যায় তাঁকে। সবশেষে অবিশ্বাস্য এ শিল্পকর্মটিতে আকর্ষণীয় রং যোগ করে শেষ ছোঁয়া দেন গুইচন। দারুণ শিল্পকর্মটি করতে তাঁর ৫ দিন সময় লেগেছিল। আর এতে যোগ করা হয় ২ হাজার পিস চকলেটের পালক।

ভারতের পূর্বাঞ্চলীয় জঙ্গলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত নতুন করে উদ্বেগজনক রূপ নিয়েছে। দেশটির ঝাড়খণ্ড রাজ্যের সারান্ডা বনাঞ্চলে একটি দাঁতাল হাতির হামলায় মাত্র এক সপ্তাহে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
৩ দিন আগে
বলকান অঞ্চলের নস্ত্রাদামুস হিসেবে পরিচিত বুলগেরীয় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা বিশ্বের নানা গুরুত্বপূর্ণ ঘটনার পূর্বাভাস দেওয়ার জন্য আলোচিত। এর আগে তিনি, ৯/১১ সন্ত্রাসী হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু এবং চীনের উত্থানের মতো ঘটনাও তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে দাবি করা হয়।
৪ দিন আগে
চীনে ৬২ বছর বয়সী এক নারী গর্ভধারণের ছয় মাস পার করছেন। তিনি অনাগত সন্তানকে তাঁর মৃত একমাত্র ছেলের পুনর্জন্ম হিসেবে দেখছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
৫ দিন আগে
জাপানের টোকিওতে ঐতিহ্যবাহী নববর্ষের মাছ নিলামে ইতিহাস গড়ল একটি বিশালাকার ব্লুফিন টুনা। সোমবার (৫ জানুয়ারি) ভোরে টোকিওর টয়োসু ফিশ মার্কেটে অনুষ্ঠিত নিলামে বিক্রি হওয়া ওই প্যাসিফিক ব্লুফিন টুনাটির ওজন ছিল ২৪৩ কেজি।
৭ দিন আগে