
দক্ষিণ ভারতের কেরালার কোঝিকোড়ের বাসিন্দা মাম্মিক্কা, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল তিনি। কী এমন হলো যে হঠাৎ ৬০ বছর বয়সী এক দিনমজুরকে নিয়ে নেট দুনিয়ায় টানাটানি শুরু হলো?
আগেই বলা হয়েছে মাম্মিক্কা পেশায় একজন দিনমজুর। সম্প্রতি স্থানীয় একটি প্রতিষ্ঠানের প্রচারের জন্য ফটোশুট করেছেন তিনি। ফটোশুটে মাম্মিক্কা একটি স্যুট পরেছিলেন এবং সে সময় তাঁর হাতে একটি আইপ্যাড দেখা যায়। মাম্মিক্কার এই লুক তুমুল সাড়া ফেলেছে নেটিজেনদের মধ্যে।
শারিক ভায়ালিল নামের এক আলোকচিত্রী দিনমজুর মাম্মিক্কাকে আবিষ্কার করেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মাম্মিক্কার একটি ছবি পোস্ট করেছিলেন, যা খুব মিলে গিয়েছিল মালয়েলি অভিনেতা বিনয়কানের সঙ্গে। ভাইরাল হয়েছিল ছবিটি। এর পর থেকে মাম্মিক্কার জন্য ফটোশুটের প্রস্তাব আসতে থাকে একের পর এক।
সম্প্রতি মাম্মিক্কার মডেলিংয়ের একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেন আলোকচিত্রী শারিক। এরই মধ্যে হাজার হাজার মানুষ ভিডিওটি দেখেছেন।
মাম্মিক্কার এখন একটি ইনস্টাগ্রাম পেজ রয়েছে। যেখানে তাঁর সাধারণ পোশাকের পাশাপাশি মডেলিংয়ের ছবিও শেয়ার করা হয়েছে। এই ছবিগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এখন শুধু নিজের শহরে নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচিত হয়ে উঠেছেন মাম্মিক্কা।
মাম্মিক্কা বলেছেন, তিনি তাঁর সাফল্যে আনন্দিত। নিয়মিত কাজের পাশাপাশি সুযোগ এলে মডেলিং চালিয়ে যাবেন।
মাম্মিক্কা তাঁর অত্যাশ্চর্য লুকের জন্য প্রচুর মন্তব্যও পাচ্ছেন। অনেকেই মন্তব্য করেছেন, সুযোগ কখন মানুষকে কোথায় পৌঁছে দিতে পারে, তা কারও জানা নেই। তাই সুযোগ এলে তা কাজে লাগানো উচিত। আবার অনেকের দাবি, এই সবটাই মেকআপ ও সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে। এই দুইয়ের শক্তির ফলেই আজ মাম্মিক্কা দিনমজুর থেকে মডেলিং করার সুযোগ পাচ্ছেন।

দক্ষিণ ভারতের কেরালার কোঝিকোড়ের বাসিন্দা মাম্মিক্কা, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল তিনি। কী এমন হলো যে হঠাৎ ৬০ বছর বয়সী এক দিনমজুরকে নিয়ে নেট দুনিয়ায় টানাটানি শুরু হলো?
আগেই বলা হয়েছে মাম্মিক্কা পেশায় একজন দিনমজুর। সম্প্রতি স্থানীয় একটি প্রতিষ্ঠানের প্রচারের জন্য ফটোশুট করেছেন তিনি। ফটোশুটে মাম্মিক্কা একটি স্যুট পরেছিলেন এবং সে সময় তাঁর হাতে একটি আইপ্যাড দেখা যায়। মাম্মিক্কার এই লুক তুমুল সাড়া ফেলেছে নেটিজেনদের মধ্যে।
শারিক ভায়ালিল নামের এক আলোকচিত্রী দিনমজুর মাম্মিক্কাকে আবিষ্কার করেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মাম্মিক্কার একটি ছবি পোস্ট করেছিলেন, যা খুব মিলে গিয়েছিল মালয়েলি অভিনেতা বিনয়কানের সঙ্গে। ভাইরাল হয়েছিল ছবিটি। এর পর থেকে মাম্মিক্কার জন্য ফটোশুটের প্রস্তাব আসতে থাকে একের পর এক।
সম্প্রতি মাম্মিক্কার মডেলিংয়ের একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেন আলোকচিত্রী শারিক। এরই মধ্যে হাজার হাজার মানুষ ভিডিওটি দেখেছেন।
মাম্মিক্কার এখন একটি ইনস্টাগ্রাম পেজ রয়েছে। যেখানে তাঁর সাধারণ পোশাকের পাশাপাশি মডেলিংয়ের ছবিও শেয়ার করা হয়েছে। এই ছবিগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এখন শুধু নিজের শহরে নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচিত হয়ে উঠেছেন মাম্মিক্কা।
মাম্মিক্কা বলেছেন, তিনি তাঁর সাফল্যে আনন্দিত। নিয়মিত কাজের পাশাপাশি সুযোগ এলে মডেলিং চালিয়ে যাবেন।
মাম্মিক্কা তাঁর অত্যাশ্চর্য লুকের জন্য প্রচুর মন্তব্যও পাচ্ছেন। অনেকেই মন্তব্য করেছেন, সুযোগ কখন মানুষকে কোথায় পৌঁছে দিতে পারে, তা কারও জানা নেই। তাই সুযোগ এলে তা কাজে লাগানো উচিত। আবার অনেকের দাবি, এই সবটাই মেকআপ ও সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে। এই দুইয়ের শক্তির ফলেই আজ মাম্মিক্কা দিনমজুর থেকে মডেলিং করার সুযোগ পাচ্ছেন।

চীনা নববর্ষের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সাধারণ আহ্বান মুহূর্তেই রূপ নিয়েছিল বিশাল জনসমাগম ও গ্রামীণ উৎসবে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম চীনের চংকিংয়ের হেচুয়ান অঞ্চলের চিংফু গ্রামে। ২০ বছর বয়সী এক তরুণী দাইদাই চীনা টিকটকে সহায়তার আবেদন জানান। তিনি জানান, তাঁর বাবা বয়সের কারণে...
১ দিন আগে
নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে চলমান ইন্ডিয়া ওপেন সুপার-৭৫০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে গতকাল বৃহস্পতিবার এক অস্বাভাবিক ও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। পুরুষদের এককের দ্বিতীয় রাউন্ডে ভারতের এইচএস প্রণয় ও সিঙ্গাপুরের লো কিন ইউয়ের ম্যাচে কোর্টে পাখির বিষ্ঠা পড়ায় দুবার খেলা বন্ধ রাখতে
১ দিন আগে
ভারতের পূর্বাঞ্চলীয় জঙ্গলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত নতুন করে উদ্বেগজনক রূপ নিয়েছে। দেশটির ঝাড়খণ্ড রাজ্যের সারান্ডা বনাঞ্চলে একটি দাঁতাল হাতির হামলায় মাত্র এক সপ্তাহে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
৮ দিন আগে
বলকান অঞ্চলের নস্ত্রাদামুস হিসেবে পরিচিত বুলগেরীয় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা বিশ্বের নানা গুরুত্বপূর্ণ ঘটনার পূর্বাভাস দেওয়ার জন্য আলোচিত। এর আগে তিনি, ৯/১১ সন্ত্রাসী হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু এবং চীনের উত্থানের মতো ঘটনাও তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে দাবি করা হয়।
৮ দিন আগে