
বলা হয়ে থাকে ইতালির নেপলসবাসীর আতিথেয়তা অনন্য। তারই আরও একটি নজির পাওয়া গেল। সুইজারল্যান্ড থেকে দুই পর্যটক নেপলস গিয়েছিলেন ঘুরতে। আর ঘুরতে গিয়েই শিকার হন ছিনতাইয়ের। এক ব্যক্তি বন্দুক তাঁক করে তাদের একজনের কাছ থেকে একটি ঘড়ি নিয়ে পালিয়ে যান। পরে সেটি ফেরতও দিয়ে যান আরেক ব্যক্তি। কিন্তু কেন?
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার দিন মধ্যরাতে নেপলস শহরের কেন্দ্রস্থলের প্রধান সড়কের পাশের রেস্তোরাঁ পিয়াজ্জা ত্রিয়েস্তে ই ত্রেন্তোয় বসে পান করছিলেন ওই দুই সুইস পর্যটক। কিছুক্ষণের মধ্যেই এক তরুণ তাদের কাছে এসে পকেট থেকে বন্দুক বের করে একজনের মাথায় তাক করে তাঁর হাতের ঘড়িটি ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনার এখানেই শেষ নয়। ঘটনার আকস্মিকতায় বিহ্বলতা কাটিয়ে ওঠার আগেই আবারও চমক। তখনো সেখানেই বসে ছিলেন দুই পর্যটক। সাত মিনিট পর রেস্তোরাঁর বাইরে থেকে এক ব্যক্তি তাদের দিকে হেঁটে আসে। ক্ষমা চাওয়ার ভঙ্গিতে দুই হাত তুলে ব্যক্তিটি ‘দুঃখিত’ বলে ঘড়িটি মালিকের কাছে ফেরত দিয়ে দ্রুত চলে যান।
ঘটনাটি ধরা পড়ে পিয়াজ্জা ত্রিয়েস্তে ই ত্রেন্তোর পাশের মইন্দি ক্যাফের সিসিটিভি ফুটেজ থেকে। ভিডিও থেকে দেখা যায়, দুই সুইস পর্যটক ওই বারের বাইরের এলাকায় বসে আছেন। পাশের রাস্তা দিয়ে লোকজন হেঁটে যাচ্ছে। লোকজনের মধ্যে টি–শার্ট প্যান্ট পরা সেই লোকটিও ছিল। কিছুক্ষণ পর সেই পর্যটক দুজনের কাছে একজন ওয়েটার এসে অর্ডার নিয়ে ফিরে যান। ওয়েটার চলে যাওয়ার পর সেই লোকটি সোজা ওই দুই পর্যটকের দিকে এগিয়ে আসে। এসেই ওই লোকটি তাঁর পকেটে থাকা বন্দুক বের করে একজনের মাথায় তাক করে তাঁর হাতের ঘড়িটি ছিনিয়ে নেন। কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে যাওয়া এই ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েন উপস্থিত সবাই।
ওই ভিডিওতেই কয়েক মিনিট পর দেখা যায়, ওই দুই পর্যটকের দিকে এক তরুণ এগিয়ে যাচ্ছেন। সাদা টি–শার্ট পরা ওই লোকটি পর্যটক দুজনের উদ্দেশে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে হাত তোলেন এবং ঘড়িটি তাদের কাছে ফেরত দেন।
এত কষ্ট করে ছিনিয়ে নেওয়া ঘড়িটি ফেরত দেওয়া হলো কেন? ছিনতাইকারীরা ধারণা করেছিল, ওই ঘড়িটি বিখ্যাত রিচার্ড মিল ব্র্যান্ডের। কিন্তু ছিনিয়ে নেওয়ার পর পরীক্ষা নিরীক্ষা করে যখন তাঁরা দেখতে পান ঘড়িটি নকল বা রেপ্লিকা, তখনই তাঁরা তা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

বলা হয়ে থাকে ইতালির নেপলসবাসীর আতিথেয়তা অনন্য। তারই আরও একটি নজির পাওয়া গেল। সুইজারল্যান্ড থেকে দুই পর্যটক নেপলস গিয়েছিলেন ঘুরতে। আর ঘুরতে গিয়েই শিকার হন ছিনতাইয়ের। এক ব্যক্তি বন্দুক তাঁক করে তাদের একজনের কাছ থেকে একটি ঘড়ি নিয়ে পালিয়ে যান। পরে সেটি ফেরতও দিয়ে যান আরেক ব্যক্তি। কিন্তু কেন?
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার দিন মধ্যরাতে নেপলস শহরের কেন্দ্রস্থলের প্রধান সড়কের পাশের রেস্তোরাঁ পিয়াজ্জা ত্রিয়েস্তে ই ত্রেন্তোয় বসে পান করছিলেন ওই দুই সুইস পর্যটক। কিছুক্ষণের মধ্যেই এক তরুণ তাদের কাছে এসে পকেট থেকে বন্দুক বের করে একজনের মাথায় তাক করে তাঁর হাতের ঘড়িটি ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনার এখানেই শেষ নয়। ঘটনার আকস্মিকতায় বিহ্বলতা কাটিয়ে ওঠার আগেই আবারও চমক। তখনো সেখানেই বসে ছিলেন দুই পর্যটক। সাত মিনিট পর রেস্তোরাঁর বাইরে থেকে এক ব্যক্তি তাদের দিকে হেঁটে আসে। ক্ষমা চাওয়ার ভঙ্গিতে দুই হাত তুলে ব্যক্তিটি ‘দুঃখিত’ বলে ঘড়িটি মালিকের কাছে ফেরত দিয়ে দ্রুত চলে যান।
ঘটনাটি ধরা পড়ে পিয়াজ্জা ত্রিয়েস্তে ই ত্রেন্তোর পাশের মইন্দি ক্যাফের সিসিটিভি ফুটেজ থেকে। ভিডিও থেকে দেখা যায়, দুই সুইস পর্যটক ওই বারের বাইরের এলাকায় বসে আছেন। পাশের রাস্তা দিয়ে লোকজন হেঁটে যাচ্ছে। লোকজনের মধ্যে টি–শার্ট প্যান্ট পরা সেই লোকটিও ছিল। কিছুক্ষণ পর সেই পর্যটক দুজনের কাছে একজন ওয়েটার এসে অর্ডার নিয়ে ফিরে যান। ওয়েটার চলে যাওয়ার পর সেই লোকটি সোজা ওই দুই পর্যটকের দিকে এগিয়ে আসে। এসেই ওই লোকটি তাঁর পকেটে থাকা বন্দুক বের করে একজনের মাথায় তাক করে তাঁর হাতের ঘড়িটি ছিনিয়ে নেন। কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে যাওয়া এই ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েন উপস্থিত সবাই।
ওই ভিডিওতেই কয়েক মিনিট পর দেখা যায়, ওই দুই পর্যটকের দিকে এক তরুণ এগিয়ে যাচ্ছেন। সাদা টি–শার্ট পরা ওই লোকটি পর্যটক দুজনের উদ্দেশে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে হাত তোলেন এবং ঘড়িটি তাদের কাছে ফেরত দেন।
এত কষ্ট করে ছিনিয়ে নেওয়া ঘড়িটি ফেরত দেওয়া হলো কেন? ছিনতাইকারীরা ধারণা করেছিল, ওই ঘড়িটি বিখ্যাত রিচার্ড মিল ব্র্যান্ডের। কিন্তু ছিনিয়ে নেওয়ার পর পরীক্ষা নিরীক্ষা করে যখন তাঁরা দেখতে পান ঘড়িটি নকল বা রেপ্লিকা, তখনই তাঁরা তা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

চীনা নববর্ষের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সাধারণ আহ্বান মুহূর্তেই রূপ নিয়েছিল বিশাল জনসমাগম ও গ্রামীণ উৎসবে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম চীনের চংকিংয়ের হেচুয়ান অঞ্চলের চিংফু গ্রামে। ২০ বছর বয়সী এক তরুণী দাইদাই চীনা টিকটকে সহায়তার আবেদন জানান। তিনি জানান, তাঁর বাবা বয়সের কারণে...
২ দিন আগে
নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে চলমান ইন্ডিয়া ওপেন সুপার-৭৫০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে গতকাল বৃহস্পতিবার এক অস্বাভাবিক ও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। পুরুষদের এককের দ্বিতীয় রাউন্ডে ভারতের এইচএস প্রণয় ও সিঙ্গাপুরের লো কিন ইউয়ের ম্যাচে কোর্টে পাখির বিষ্ঠা পড়ায় দুবার খেলা বন্ধ রাখতে
২ দিন আগে
ভারতের পূর্বাঞ্চলীয় জঙ্গলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত নতুন করে উদ্বেগজনক রূপ নিয়েছে। দেশটির ঝাড়খণ্ড রাজ্যের সারান্ডা বনাঞ্চলে একটি দাঁতাল হাতির হামলায় মাত্র এক সপ্তাহে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
৮ দিন আগে
বলকান অঞ্চলের নস্ত্রাদামুস হিসেবে পরিচিত বুলগেরীয় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা বিশ্বের নানা গুরুত্বপূর্ণ ঘটনার পূর্বাভাস দেওয়ার জন্য আলোচিত। এর আগে তিনি, ৯/১১ সন্ত্রাসী হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু এবং চীনের উত্থানের মতো ঘটনাও তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে দাবি করা হয়।
৯ দিন আগে