অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উপকণ্ঠের একটি হাইস্কুলে এবারের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে বিরল দৃশ্যের অবতারণা হতে যাচ্ছে। কারণ, স্কুলটির প্রায় ৫০০ গ্র্যাজুয়েট শিক্ষার্থীর মধ্যে আছে ১৫ জোড়া যমজ। তবে মজার ব্যাপার হলো—যমজ হলেও তাদের কারও চেহারাই অবিকল নয়। বিষয়টি উঠে এসেছে মার্কিন সংবাদ সংস্থা এপির প্রতিবেদনে।
নিউইয়র্কের লং আইল্যান্ডের প্লেইনভিউ-ওল্ড বেথপেজ জন এফ. কেনেডি হাইস্কুলের এই শিক্ষার্থীদের অনেকেই ছোটবেলা থেকে একে অপরকে চেনেন। অনেকের বাবা-মা স্থানীয় ‘যমজদের ক্লাবের’ মাধ্যমে পরিচিত হয়েছেন। এখনো এই যমজদের অনেকের পরিবারই একসঙ্গে ভ্রমণে যান।
গ্র্যাজুয়েশন উপলক্ষে যমজ শিক্ষার্থীদের মধ্যে একটি গ্রুপ চ্যাটও চালু হয়েছে। সেখানে নিজেদের অভিজ্ঞতা আর আগত অনুষ্ঠানের উত্তেজনা ভাগাভাগি করছেন তাঁরা। এই স্কুলের যমজদের সবাই ‘ফ্রেটারনাল’ বা ভ্রাতৃপ্রতিম যমজ, অর্থাৎ আলাদা ডিম্বাণু ও শুক্রাণু থেকে জন্ম। ফলে তাদের কেউই দেখতে অবিকল নয়। অনেক যমজের ক্ষেত্রে ছেলে-মেয়ে জোড়াও আছে।
সম্পর্কের দিক দিয়ে এই যমজদের বন্ধন বেশ শক্ত। বারি কোহেন নামের এক ছাত্রী বলেন, ‘অনেকে মনে করে ছেলে-মেয়ে যমজ মানে সাধারণ ভাই-বোন। কিন্তু আসলে সেটা তার থেকেও গভীর। কারণ, আমরা সবকিছু একসঙ্গে কাটাই, একই সময়ে বড় হই।’
এই ঘটনা নিয়ে বেশির ভাগ যমজ শিক্ষার্থীই মজার ছলে মন্তব্য করেছেন। কেউ বলছেন, ‘জানি না, হয়তো এর পেছনে অতিপ্রাকৃত কিছু আছে।’ আবার কেউ বলছেন, নিছকই কাকতাল।
তবে কারও কারও মতে—এর পেছনে রয়েছে আধুনিক চিকিৎসা বিজ্ঞান। যেমন—আরিয়ানা কাম্মারারি জানান, তাঁর বাবা-মা বহু বছর চেষ্টা করে শেষ পর্যন্ত ইন ভিট্রো ফার্টিলাইজেশনের (আইভিএফ) মাধ্যমে সন্তান নেন। তখন আইভিএফ থেকে যমজ সন্তান জন্ম নেওয়ার প্রবণতা ছিল বেশি। আবার কারও ক্ষেত্রে পারিবারিক ইতিহাসের ভূমিকাও রয়েছে।
প্লেইনভিউ-ওল্ড বেথপেজ হাইস্কুলে বড় সংখ্যায় যমজ থাকার ঘটনা নতুন নয়। ২০১৪ ও ২০১৫ সালে টানা দুই বছর ১০টি করে যমজ জোড়া ছিল এই স্কুলে। এবারের নবম শ্রেণিতে ভর্তি হচ্ছে আরও ৯টি যমজ জোড়া।
এদিকে, শুধু এই স্কুলেই নয়, যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি স্কুলে একই ধরনের ঘটনা ঘটেছে। ক্যালিফোর্নিয়ার ফ্রেসনোর ক্লোভিস নর্থ হাইস্কুলে এবার রয়েছে ১৪ জোড়া যমজ। মেরিল্যান্ডের এলিনর রুজভেল্ট হাইস্কুলে রয়েছে ১০ জোড়া।
সবচেয়ে বড় রেকর্ডটি রয়েছে ইলিনয়ের নিউ ট্রিয়র হাইস্কুলের দখলে। ২০১৭ সালে ওই স্কুলের গ্র্যাজুয়েটদের মধ্যে ছিল ৪৪ জোড়া যমজ ও একটি ত্রিমেয়ের দল, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত হয়েছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উপকণ্ঠের একটি হাইস্কুলে এবারের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে বিরল দৃশ্যের অবতারণা হতে যাচ্ছে। কারণ, স্কুলটির প্রায় ৫০০ গ্র্যাজুয়েট শিক্ষার্থীর মধ্যে আছে ১৫ জোড়া যমজ। তবে মজার ব্যাপার হলো—যমজ হলেও তাদের কারও চেহারাই অবিকল নয়। বিষয়টি উঠে এসেছে মার্কিন সংবাদ সংস্থা এপির প্রতিবেদনে।
নিউইয়র্কের লং আইল্যান্ডের প্লেইনভিউ-ওল্ড বেথপেজ জন এফ. কেনেডি হাইস্কুলের এই শিক্ষার্থীদের অনেকেই ছোটবেলা থেকে একে অপরকে চেনেন। অনেকের বাবা-মা স্থানীয় ‘যমজদের ক্লাবের’ মাধ্যমে পরিচিত হয়েছেন। এখনো এই যমজদের অনেকের পরিবারই একসঙ্গে ভ্রমণে যান।
গ্র্যাজুয়েশন উপলক্ষে যমজ শিক্ষার্থীদের মধ্যে একটি গ্রুপ চ্যাটও চালু হয়েছে। সেখানে নিজেদের অভিজ্ঞতা আর আগত অনুষ্ঠানের উত্তেজনা ভাগাভাগি করছেন তাঁরা। এই স্কুলের যমজদের সবাই ‘ফ্রেটারনাল’ বা ভ্রাতৃপ্রতিম যমজ, অর্থাৎ আলাদা ডিম্বাণু ও শুক্রাণু থেকে জন্ম। ফলে তাদের কেউই দেখতে অবিকল নয়। অনেক যমজের ক্ষেত্রে ছেলে-মেয়ে জোড়াও আছে।
সম্পর্কের দিক দিয়ে এই যমজদের বন্ধন বেশ শক্ত। বারি কোহেন নামের এক ছাত্রী বলেন, ‘অনেকে মনে করে ছেলে-মেয়ে যমজ মানে সাধারণ ভাই-বোন। কিন্তু আসলে সেটা তার থেকেও গভীর। কারণ, আমরা সবকিছু একসঙ্গে কাটাই, একই সময়ে বড় হই।’
এই ঘটনা নিয়ে বেশির ভাগ যমজ শিক্ষার্থীই মজার ছলে মন্তব্য করেছেন। কেউ বলছেন, ‘জানি না, হয়তো এর পেছনে অতিপ্রাকৃত কিছু আছে।’ আবার কেউ বলছেন, নিছকই কাকতাল।
তবে কারও কারও মতে—এর পেছনে রয়েছে আধুনিক চিকিৎসা বিজ্ঞান। যেমন—আরিয়ানা কাম্মারারি জানান, তাঁর বাবা-মা বহু বছর চেষ্টা করে শেষ পর্যন্ত ইন ভিট্রো ফার্টিলাইজেশনের (আইভিএফ) মাধ্যমে সন্তান নেন। তখন আইভিএফ থেকে যমজ সন্তান জন্ম নেওয়ার প্রবণতা ছিল বেশি। আবার কারও ক্ষেত্রে পারিবারিক ইতিহাসের ভূমিকাও রয়েছে।
প্লেইনভিউ-ওল্ড বেথপেজ হাইস্কুলে বড় সংখ্যায় যমজ থাকার ঘটনা নতুন নয়। ২০১৪ ও ২০১৫ সালে টানা দুই বছর ১০টি করে যমজ জোড়া ছিল এই স্কুলে। এবারের নবম শ্রেণিতে ভর্তি হচ্ছে আরও ৯টি যমজ জোড়া।
এদিকে, শুধু এই স্কুলেই নয়, যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি স্কুলে একই ধরনের ঘটনা ঘটেছে। ক্যালিফোর্নিয়ার ফ্রেসনোর ক্লোভিস নর্থ হাইস্কুলে এবার রয়েছে ১৪ জোড়া যমজ। মেরিল্যান্ডের এলিনর রুজভেল্ট হাইস্কুলে রয়েছে ১০ জোড়া।
সবচেয়ে বড় রেকর্ডটি রয়েছে ইলিনয়ের নিউ ট্রিয়র হাইস্কুলের দখলে। ২০১৭ সালে ওই স্কুলের গ্র্যাজুয়েটদের মধ্যে ছিল ৪৪ জোড়া যমজ ও একটি ত্রিমেয়ের দল, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত হয়েছে।
আসামের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার অর্চিতা ফুকন। অনলাইনে ‘বেবিডল আর্চি’ নামে পরিচিত। ভারতে সোশ্যাল মিডিয়া থেকে গুগল সার্চ সর্বত্রই এখন তাকে নিয়ে চলছে চর্চা। কারণটাও খুব অদ্ভুত! এক পর্নস্টার-এর সঙ্গে তাঁর একাধিক ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
৮ ঘণ্টা আগেকিছুদিন আগে জাপানের পবিত্র পাহাড় বলে পরিচিত মাউন্ট ফুজি থেকে এক চীনা শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। প্রথমবার উদ্ধারের চার দিন পর ঠিক একই জায়গা থেকে তাঁকে আবারও উদ্ধার করা হয়। কিন্তু এর কারণ কী? কারণ হলো, ওই চীনা শিক্ষার্থী ঘটনাস্থলে তাঁর হারানো ফোন ও অন্যান্য সামগ্রী উদ্ধারের জন্য গিয়েছিলেন।
১২ ঘণ্টা আগেব্যাপক বৃষ্টিপাতের কারণে ভারতের হিমাচল প্রদেশে একের পর এক ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে এরই মধ্যে প্রদেশটিতে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। তবে প্রদেশটির মান্ডি জেলায় একটি চমকপ্রদ ঘটনা ঘটেছে। জেলার একটি গ্রামে কুকুর সময়মতো ডাকতে—বলা ভালো কান্না—শুরু করায় প্রাণে রক্ষা..
২ দিন আগেকাদামাক্কুডি মূলত ১৪টি দ্বীপের একটি শান্তিপূর্ণ গুচ্ছ, যা কোচি শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। জাতীয় মহাসড়ক ৬৬-এর পাশে অবস্থিত নিকটতম শহর ভারাপুঝা। এই দ্বীপপুঞ্জের মধ্যে রয়েছে ভালিয়া কাদামাক্কুডি, মুরিক্কা, পালিয়াম থুরুথসহ আরও কিছু ছোট-বড় দ্বীপ। কাদামাক্কুডি বিখ্যাত এর নির্জন পরিবেশ...
২ দিন আগে