প্রযুক্তি ডেস্ক

অনেক বছর ধরে নিষ্ক্রিয় থাকা অ্যাকাউন্টগুলো আর্কাইভ করবে মাইক্রো ব্লগিং সাইট টুইটার। গত সোমবার প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী ইলন মাস্ক টুইটারে এক পোস্টে এ ঘোষণা দেন।
বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার (৮ মে) এক টুইটে ইলন মাস্ক লেখেন, ‘ বেশ কয়েক বছর ধরে নিষ্ক্রিয় থাকা অ্যাকাউন্টগুলোকে আমরা মুছে ফেলছি। ফলে আপনার ফলোয়ার সংখ্যা কমে যেতে দেখতে পারেন।’
পরবর্তীতে ভিডিও গেম ডেভেলপার জন কারম্যাকের একটি টুইটের জবাবে মাস্ক বলেন, অ্যাকাউন্টগুলো ‘আর্কাইভ’ করা হবে। তবে অ্যাকাউন্ট আর্কাইভের ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি মাস্ক। এ ছাড়া, ঠিক কত বছর ধরে নিষ্ক্রিয় থাকা অ্যাকাউন্ট আর্কাইভ করা হবে সে ব্যাপারেও কিছু জানা যায়নি।
এদিকে, কয়েক মাসের ব্যবধানে শুরুর দিকের ব্লু টিক সাবস্ক্রাইবারদের অর্ধেকেরও বেশি হারিয়েছে টুইটার। গত ৩০ এপ্রিল ব্লু টিক সাবস্ক্রাইবারের সংখ্যা ১ লাখ ৫০ হাজার থেকে নেমে দাঁড়িয়েছে ৬৮ হাজার ১৫৭ সাবস্ক্রাইবারে। অর্থাৎ ৮১ হাজার ৮৪৩ জন বা ৫৪ দশমিক ৫ শতাংশ ব্লু টিকধারী তাঁদের সাবস্ক্রিপশন বাতিল করেছেন।
এর আগে, প্ল্যাটফর্মে সংবাদমাধ্যমকে আয়ের সুযোগ দেওয়ার কথা জানান টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্ক। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার (২৯ এপ্রিল) এক টুইটে মাস্ক লেখেন, ‘আগামী মাস থেকে প্ল্যাটফর্মে প্রতিবেদন পড়ার জন্য প্রতি ক্লিকে ব্যবহারকারীর কাছ থেকে অর্থ আদায়ের সুযোগ পাবে সংবাদমাধ্যমগুলো।’
এই সুবিধায় প্রতি প্রতিবেদন পড়ার জন্য আলাদা করে অর্থ দেবে পাঠকেরা। এ ক্ষেত্রে ব্যবহারকারীদের মাসিক হারে চাঁদার চেয়ে বেশি পরিমাণ অর্থ খরচ করতে হবে। তবে এই সুবিধা চালু হলে সংবাদমাধ্যম ও পাঠক উভয় পক্ষই সুবিধা পাবে বলে মনে করেন মাস্ক।

অনেক বছর ধরে নিষ্ক্রিয় থাকা অ্যাকাউন্টগুলো আর্কাইভ করবে মাইক্রো ব্লগিং সাইট টুইটার। গত সোমবার প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী ইলন মাস্ক টুইটারে এক পোস্টে এ ঘোষণা দেন।
বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার (৮ মে) এক টুইটে ইলন মাস্ক লেখেন, ‘ বেশ কয়েক বছর ধরে নিষ্ক্রিয় থাকা অ্যাকাউন্টগুলোকে আমরা মুছে ফেলছি। ফলে আপনার ফলোয়ার সংখ্যা কমে যেতে দেখতে পারেন।’
পরবর্তীতে ভিডিও গেম ডেভেলপার জন কারম্যাকের একটি টুইটের জবাবে মাস্ক বলেন, অ্যাকাউন্টগুলো ‘আর্কাইভ’ করা হবে। তবে অ্যাকাউন্ট আর্কাইভের ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি মাস্ক। এ ছাড়া, ঠিক কত বছর ধরে নিষ্ক্রিয় থাকা অ্যাকাউন্ট আর্কাইভ করা হবে সে ব্যাপারেও কিছু জানা যায়নি।
এদিকে, কয়েক মাসের ব্যবধানে শুরুর দিকের ব্লু টিক সাবস্ক্রাইবারদের অর্ধেকেরও বেশি হারিয়েছে টুইটার। গত ৩০ এপ্রিল ব্লু টিক সাবস্ক্রাইবারের সংখ্যা ১ লাখ ৫০ হাজার থেকে নেমে দাঁড়িয়েছে ৬৮ হাজার ১৫৭ সাবস্ক্রাইবারে। অর্থাৎ ৮১ হাজার ৮৪৩ জন বা ৫৪ দশমিক ৫ শতাংশ ব্লু টিকধারী তাঁদের সাবস্ক্রিপশন বাতিল করেছেন।
এর আগে, প্ল্যাটফর্মে সংবাদমাধ্যমকে আয়ের সুযোগ দেওয়ার কথা জানান টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্ক। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার (২৯ এপ্রিল) এক টুইটে মাস্ক লেখেন, ‘আগামী মাস থেকে প্ল্যাটফর্মে প্রতিবেদন পড়ার জন্য প্রতি ক্লিকে ব্যবহারকারীর কাছ থেকে অর্থ আদায়ের সুযোগ পাবে সংবাদমাধ্যমগুলো।’
এই সুবিধায় প্রতি প্রতিবেদন পড়ার জন্য আলাদা করে অর্থ দেবে পাঠকেরা। এ ক্ষেত্রে ব্যবহারকারীদের মাসিক হারে চাঁদার চেয়ে বেশি পরিমাণ অর্থ খরচ করতে হবে। তবে এই সুবিধা চালু হলে সংবাদমাধ্যম ও পাঠক উভয় পক্ষই সুবিধা পাবে বলে মনে করেন মাস্ক।

কম্পিউটার মানেই কি কেবল ইলেকট্রনিক চিপ আর বিদ্যুৎ? এই ধারণা বদলে দিতে পারে বিজ্ঞানীদের নতুন এক আবিষ্কার। পশ্চিম চীনের একটি প্রাচীন সমাধিতে ২ হাজার বছর পুরোনো এক বিস্ময়কর যন্ত্রের সন্ধান পাওয়া গেছে, যা আধুনিক কম্পিউটারের আদি রূপ হতে পারে বলে দাবি করছেন চীনা বিজ্ঞানীরা।
২ দিন আগে
ফ্রিল্যান্সারদের জন্য ডিজিটাল নিবন্ধন ও আইডি কার্ড ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম চালু করেছে সরকার। এর ফলে ফ্রিল্যান্সাররা সরকার স্বীকৃত ফ্রিল্যান্সার আইডি কার্ড পাবেন, যা ব্যাংকিং সেবা, ঋণ ও ক্রেডিট সুবিধা, আর্থিক প্রণোদনা ও সরকারি-বেসরকারি প্রশিক্ষণে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করবে এবং পেশাগত মর্যাদা...
৩ দিন আগে
দেশের সাধারণ মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে দিতে এবং ডিজিটাল সেবা আরও সহজলভ্য করতে বড় ধরনের পদক্ষেপের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশেষ করে কাগজের নোট ছাপানো ও ব্যবস্থাপনায় বছরে রাষ্ট্রের ব্যয় হয় প্রায় ৫০০ কোটি টাকা।
৩ দিন আগে
ইরানের চলমান বিক্ষোভ তীব্র হতে শুরু করলেই দেশটিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় সরকার। এরপরও ইলন মাস্কের রকেট কোম্পানি স্পেসএক্সের মালিকানাধীন স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা স্টারলিংক ব্যবহার করে অনেকে বিক্ষোভের তথ্য বহির্বিশ্বের কাছে পৌঁছে দিচ্ছিল।
৩ দিন আগে