অনলাইন ডেস্ক
মেসেজ আদান প্রদান ছাড়া কল ও ভিডিও কলের জন্য হোয়াটসঅ্যাপ বেশ জনপ্রিয়। তাই ভিডিও কলের জন্য কিছুদিন আগে ‘লো লাইট’ মোড যুক্ত করেছে এই প্ল্যাটফর্ম। এই মোডের মাধ্যমে ফোনের পর্দায় আলোর উজ্জ্বলতা কম করা যায়। আশপাশে আলো কম থাকলেও স্বচ্ছন্দে ভিডিও কল করা যাবে। ভিডিও কলে বিভিন্ন ফিল্টার ও ব্যাকগ্রাউন্ডের অপশন থাকলেও লো লাইট ভিডিওকে কলকে আরও স্পষ্ট করে তোলে।
আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় সংস্করণেই এই ফিচার ব্যবহার করা যাবে। তবে এখনো উইন্ডোজ অ্যাপে এই মোডটি ব্যবহার করার সুবিধা নেই। এই মোডটি ব্যবহারের জন্য অবশ্যই ডিভাইসে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণটি ইনস্টল করে নিতে হবে।
খুব সহজেই লো লাইট মোডটি ব্যবহার করা যায়। মোডটি ব্যবহার করা জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. যে কাউকে ভিডিও কল দিন।
৩. ভিডিও কল পুরো স্ক্রিন জুড়ে দেখা গেলে এই মোড চালু করা যাবে।
৪. এখন স্ক্রিনের ডানপাশে থাকা ‘বাল্ব’ আইকোনে ট্যাপ করুন। এর ফলে লো লাইট মোড চালু হবে।
৫. এই মোড বন্ধ করতে আবার এই আইকোনে ট্যাপ করুন।
প্রতিবার ভিডিও কল শুরু পর এই মোড চালু করতে হবে। এটি স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়ার কোনো অপশন নেই। প্রয়োজন অনুসারে লো লাইট মোড ব্যবহার করা যাবে।
উইন্ডোজ অ্যাপে লো লাইট মোড না থাকলে ভিডিও কলের উজ্জ্বলতা ম্যানুয়ালি বাড়ানো কমানো যায়।
ভিডিও কলের সময় লো লাইট মোড ছাড়াও হোয়াটসঅ্যাপে এখন বিভিন্ন ফিল্টার ও ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে। হোয়াটসঅ্যাপের ১০টি ফিল্টার এবং ১০টি ব্যাকগ্রাউন্ডের মধ্যে থেকে পছন্দমতো অপশন নির্বাচন করতে পারবেন ব্যবহারকারীরা। ফিল্টারের মাধ্যমে একটি অনন্য চেহারা তৈরি করতে পারবেন তারা। ফিল্টারগুলোর মধ্যে রয়েছে–ওয়ার্ম, কুল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লাইট লিক, ড্রিমি, প্রিজম লাইট, ফিশআই, ভিনটেজ টিভি, ফ্রস্টেড গ্লাস এবং ডুও টোন। ব্যাকগ্রাউন্ডের অপশনগুলোর মধ্যে রয়েছে—ব্লার, লিভিং রুম, অফিস, ক্যাফে, পেবেলস, ফুডি, স্মুস, বিচ, সানসেট, সেলিব্রেশন এবং ফরেস্ট।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
মেসেজ আদান প্রদান ছাড়া কল ও ভিডিও কলের জন্য হোয়াটসঅ্যাপ বেশ জনপ্রিয়। তাই ভিডিও কলের জন্য কিছুদিন আগে ‘লো লাইট’ মোড যুক্ত করেছে এই প্ল্যাটফর্ম। এই মোডের মাধ্যমে ফোনের পর্দায় আলোর উজ্জ্বলতা কম করা যায়। আশপাশে আলো কম থাকলেও স্বচ্ছন্দে ভিডিও কল করা যাবে। ভিডিও কলে বিভিন্ন ফিল্টার ও ব্যাকগ্রাউন্ডের অপশন থাকলেও লো লাইট ভিডিওকে কলকে আরও স্পষ্ট করে তোলে।
আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় সংস্করণেই এই ফিচার ব্যবহার করা যাবে। তবে এখনো উইন্ডোজ অ্যাপে এই মোডটি ব্যবহার করার সুবিধা নেই। এই মোডটি ব্যবহারের জন্য অবশ্যই ডিভাইসে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণটি ইনস্টল করে নিতে হবে।
খুব সহজেই লো লাইট মোডটি ব্যবহার করা যায়। মোডটি ব্যবহার করা জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. যে কাউকে ভিডিও কল দিন।
৩. ভিডিও কল পুরো স্ক্রিন জুড়ে দেখা গেলে এই মোড চালু করা যাবে।
৪. এখন স্ক্রিনের ডানপাশে থাকা ‘বাল্ব’ আইকোনে ট্যাপ করুন। এর ফলে লো লাইট মোড চালু হবে।
৫. এই মোড বন্ধ করতে আবার এই আইকোনে ট্যাপ করুন।
প্রতিবার ভিডিও কল শুরু পর এই মোড চালু করতে হবে। এটি স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়ার কোনো অপশন নেই। প্রয়োজন অনুসারে লো লাইট মোড ব্যবহার করা যাবে।
উইন্ডোজ অ্যাপে লো লাইট মোড না থাকলে ভিডিও কলের উজ্জ্বলতা ম্যানুয়ালি বাড়ানো কমানো যায়।
ভিডিও কলের সময় লো লাইট মোড ছাড়াও হোয়াটসঅ্যাপে এখন বিভিন্ন ফিল্টার ও ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে। হোয়াটসঅ্যাপের ১০টি ফিল্টার এবং ১০টি ব্যাকগ্রাউন্ডের মধ্যে থেকে পছন্দমতো অপশন নির্বাচন করতে পারবেন ব্যবহারকারীরা। ফিল্টারের মাধ্যমে একটি অনন্য চেহারা তৈরি করতে পারবেন তারা। ফিল্টারগুলোর মধ্যে রয়েছে–ওয়ার্ম, কুল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লাইট লিক, ড্রিমি, প্রিজম লাইট, ফিশআই, ভিনটেজ টিভি, ফ্রস্টেড গ্লাস এবং ডুও টোন। ব্যাকগ্রাউন্ডের অপশনগুলোর মধ্যে রয়েছে—ব্লার, লিভিং রুম, অফিস, ক্যাফে, পেবেলস, ফুডি, স্মুস, বিচ, সানসেট, সেলিব্রেশন এবং ফরেস্ট।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় গুগল তাদের ইউটিউব চ্যানেলের সংশ্লিষ্ট ইমেইল ঠিকানা সাধারণত গোপন রাখে গুগল। তবে এক নিরাপত্তা গবেষক ব্রুটেক্যাট জানিয়েছেন, গুগলের সিস্টেমে দুটি আলাদা ত্রুটি একত্রিত করে খুব সহজেই ইউটিউব আইডি থেকে জি-মেইল ঠিকানা বের করা সম্ভব। আর এই তথ্য গুগলকে জানিয়ে পুরস্কার হিসেবে...
১ ঘণ্টা আগেভ্রমণ কিংবা কোনো বিশেষ অনুষ্ঠানে প্রিয় মুহূর্তগুলো উপভোগ করার পাশাপাশি সেগুলো ক্যামেরায় বন্দী করতে চান অনেকেই। তবে ঠিক সেই মুহূর্তে ফোনে ‘স্টোরেজ ফুল’ নোটিফিকেশন ভেসে উঠলে তা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। সে ক্ষেত্রে দুটি কৌশল অবলম্বনের মাধ্যমে আইফোনের স্টোরেজ সহজেই খালি করা যাবে। তবে এ জন্য কোনো পুরোনো
২ ঘণ্টা আগেস্টারলিংকের মতো নন–জিওস্টেশনারি স্যাটেলাইট অরবিট (এনজিএসও) নেটওয়ার্ক বাংলাদেশের ইন্টারনেট সংযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটাতে পারে। উচ্চগতির এবং কম–বিলম্বিত ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা, অর্থনীতি ও সামাজিক অন্তর্ভুক্তির সুযোগ বৃদ্ধি পাবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
২ ঘণ্টা আগেইলন মাস্কের স্টার্টআপ প্রতিষ্ঠান এক্সএআই তাদের ‘গ্রোক’ এআই চ্যাটবটের পরবর্তী সংস্করণ ‘গ্রোক ৩’ উন্মোচন করতে যাচ্ছে। সিলিকন ভ্যালির স্থানীয় সময় সোমবার রাত ৮টায় এটি সরাসরি প্রদর্শিত হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ মাস্ক নিজেই এই খবর জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে