প্রযুক্তি ডেস্ক

আগামী ১৫ এপ্রিল থেকে শুধু ব্লু টিক সাবস্ক্রাইবাররা টুইটার প্ল্যাটফর্মের পোলে ভোট দিতে পারবেন এবং তাদের পোস্টই অন্য ব্যবহারকারীদের কাছে রেকোমেন্ড করা হবে। ব্লু টিক ছাড়া অ্যাকাউন্টগুলোর পোস্ট ব্যবহারকারীদের ‘ফর ইউ’ সেকশনে দেখা যাবে না। যে সেকশনেই মূলত বিভিন্ন ব্যবহারকারীদের টুইট রেকোমেন্ড করা হয়ে থাকে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মাস্ক বলেন, ‘এই পরিবর্তনগুলো উন্নত এআই বটগুলোকে মোকাবিলা করার একমাত্র বাস্তবসম্মত উপায়। অন্যথায় যুদ্ধে হেরে যাওয়া অনিবার্য।’
তিনি আরও বলেন, ‘একই কারণে পোলে ভোট করার সুযোগ দেওয়ার আগে যাচাই প্রয়োজন’। এর আগে এক টুইটার পোস্টে মাস্ক জানিয়েছিলেন, যাচাইয়ের প্রক্রিয়া চালুর পর থেকে বট ব্যবহারের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং এগুলোকে শনাক্ত করাও সহজ হয়েছে।
সম্প্রতি কর্মীদের কাছে টুইটারের শেয়ার বিক্রির প্রস্তাব দেন মাইক্রো ব্লগিং সাইটটির প্রধান নির্বাহী ইলন মাস্ক। তবে এর জন্য তিনি টুইটারের দাম নির্ধারণ করেছেন মাত্র ২ হাজার কোটি ডলার। টুইটারের এই নতুন মূল্যমান কেনা দামের অর্ধেকেরও কম। গতকাল শনিবার (২৫ মার্চ) কর্মীদের কাছে ই–মেইল পাঠিয়ে তিনি এই ঘোষণা দেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, টুইটারের নতুন এ মূল্যমান সবাইকে অবাক করেছে। মাত্র ছয় মাসেরও কম সময় আগে এর দ্বিগুণের বেশি দামে প্ল্যাটফর্মটি কিনেছিলেন মাস্ক। গত অক্টোবরে ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কেনেন মাস্ক। সেই তুলনায় টুইটারের এই নতুন মূল্যমান কেনা দামের অর্ধেকেরও কম। টুইটারের নতুন মূল্যমান মূল্য কমার দিকেই ইঙ্গিত করছে। এ বিষয়ে রয়টার্সের দেওয়া ই-মেইলের কোনো উত্তর দেয়নি মাস্ক।
এর আগে, পুরোনো ব্লু টিক যুক্ত অ্যাকাউন্ট থেকে ব্লু টিক মুছে ফেলার সিদ্ধান্ত নেয় মাইক্রো ব্লগিং সাইটটি। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, টুইটার জানিয়েছে, আগামী ১ এপ্রিল থেকে ফোন নম্বর ও পরিচয় যাচাই ছাড়া বা ইলন মাস্কের দায়িত্ব নেওয়ার আগে যেসব অ্যাকাউন্ট ব্লু টিক পেয়েছিল, সেই অ্যাকাউন্টগুলো থেকে ব্লু টিক মুছে ফেলা হবে। তবে যারা ব্লু টিক বহাল রাখতে চান তারা বর্তমান নিয়ম মেনে অর্থের বিনিময়ে অ্যাকাউন্টে ব্লু টিক রাখতে পারবেন।

আগামী ১৫ এপ্রিল থেকে শুধু ব্লু টিক সাবস্ক্রাইবাররা টুইটার প্ল্যাটফর্মের পোলে ভোট দিতে পারবেন এবং তাদের পোস্টই অন্য ব্যবহারকারীদের কাছে রেকোমেন্ড করা হবে। ব্লু টিক ছাড়া অ্যাকাউন্টগুলোর পোস্ট ব্যবহারকারীদের ‘ফর ইউ’ সেকশনে দেখা যাবে না। যে সেকশনেই মূলত বিভিন্ন ব্যবহারকারীদের টুইট রেকোমেন্ড করা হয়ে থাকে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মাস্ক বলেন, ‘এই পরিবর্তনগুলো উন্নত এআই বটগুলোকে মোকাবিলা করার একমাত্র বাস্তবসম্মত উপায়। অন্যথায় যুদ্ধে হেরে যাওয়া অনিবার্য।’
তিনি আরও বলেন, ‘একই কারণে পোলে ভোট করার সুযোগ দেওয়ার আগে যাচাই প্রয়োজন’। এর আগে এক টুইটার পোস্টে মাস্ক জানিয়েছিলেন, যাচাইয়ের প্রক্রিয়া চালুর পর থেকে বট ব্যবহারের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং এগুলোকে শনাক্ত করাও সহজ হয়েছে।
সম্প্রতি কর্মীদের কাছে টুইটারের শেয়ার বিক্রির প্রস্তাব দেন মাইক্রো ব্লগিং সাইটটির প্রধান নির্বাহী ইলন মাস্ক। তবে এর জন্য তিনি টুইটারের দাম নির্ধারণ করেছেন মাত্র ২ হাজার কোটি ডলার। টুইটারের এই নতুন মূল্যমান কেনা দামের অর্ধেকেরও কম। গতকাল শনিবার (২৫ মার্চ) কর্মীদের কাছে ই–মেইল পাঠিয়ে তিনি এই ঘোষণা দেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, টুইটারের নতুন এ মূল্যমান সবাইকে অবাক করেছে। মাত্র ছয় মাসেরও কম সময় আগে এর দ্বিগুণের বেশি দামে প্ল্যাটফর্মটি কিনেছিলেন মাস্ক। গত অক্টোবরে ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কেনেন মাস্ক। সেই তুলনায় টুইটারের এই নতুন মূল্যমান কেনা দামের অর্ধেকেরও কম। টুইটারের নতুন মূল্যমান মূল্য কমার দিকেই ইঙ্গিত করছে। এ বিষয়ে রয়টার্সের দেওয়া ই-মেইলের কোনো উত্তর দেয়নি মাস্ক।
এর আগে, পুরোনো ব্লু টিক যুক্ত অ্যাকাউন্ট থেকে ব্লু টিক মুছে ফেলার সিদ্ধান্ত নেয় মাইক্রো ব্লগিং সাইটটি। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, টুইটার জানিয়েছে, আগামী ১ এপ্রিল থেকে ফোন নম্বর ও পরিচয় যাচাই ছাড়া বা ইলন মাস্কের দায়িত্ব নেওয়ার আগে যেসব অ্যাকাউন্ট ব্লু টিক পেয়েছিল, সেই অ্যাকাউন্টগুলো থেকে ব্লু টিক মুছে ফেলা হবে। তবে যারা ব্লু টিক বহাল রাখতে চান তারা বর্তমান নিয়ম মেনে অর্থের বিনিময়ে অ্যাকাউন্টে ব্লু টিক রাখতে পারবেন।

কম্পিউটার মানেই কি কেবল ইলেকট্রনিক চিপ আর বিদ্যুৎ? এই ধারণা বদলে দিতে পারে বিজ্ঞানীদের নতুন এক আবিষ্কার। পশ্চিম চীনের একটি প্রাচীন সমাধিতে ২ হাজার বছর পুরোনো এক বিস্ময়কর যন্ত্রের সন্ধান পাওয়া গেছে, যা আধুনিক কম্পিউটারের আদি রূপ হতে পারে বলে দাবি করছেন চীনা বিজ্ঞানীরা।
২ দিন আগে
ফ্রিল্যান্সারদের জন্য ডিজিটাল নিবন্ধন ও আইডি কার্ড ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম চালু করেছে সরকার। এর ফলে ফ্রিল্যান্সাররা সরকার স্বীকৃত ফ্রিল্যান্সার আইডি কার্ড পাবেন, যা ব্যাংকিং সেবা, ঋণ ও ক্রেডিট সুবিধা, আর্থিক প্রণোদনা ও সরকারি-বেসরকারি প্রশিক্ষণে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করবে এবং পেশাগত মর্যাদা...
২ দিন আগে
দেশের সাধারণ মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে দিতে এবং ডিজিটাল সেবা আরও সহজলভ্য করতে বড় ধরনের পদক্ষেপের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশেষ করে কাগজের নোট ছাপানো ও ব্যবস্থাপনায় বছরে রাষ্ট্রের ব্যয় হয় প্রায় ৫০০ কোটি টাকা।
৩ দিন আগে
ইরানের চলমান বিক্ষোভ তীব্র হতে শুরু করলেই দেশটিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় সরকার। এরপরও ইলন মাস্কের রকেট কোম্পানি স্পেসএক্সের মালিকানাধীন স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা স্টারলিংক ব্যবহার করে অনেকে বিক্ষোভের তথ্য বহির্বিশ্বের কাছে পৌঁছে দিচ্ছিল।
৩ দিন আগে