প্রযুক্তি ডেস্ক

জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট টুইটার কেনার পর থেকে একের পর এক ব্যবসায়িক পরিকল্পনার ইঙ্গিত দিয়ে যাচ্ছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। টুইটারে পণ্যের বিজ্ঞাপন দেওয়ার সুযোগ থাকবে এ ইঙ্গিত তিনি অনেক আগেই দিয়েছেন। এবার ব্যবহারকারী ভেরিফিকেশনের প্রক্রিয়া সংশোধনের ঘোষণা দিলেন।
জানা গেছে, যে কোনো প্রকৃত ব্যবহারকারী টুইটারে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। এর জন্য মাসে তাঁকে গুনতে হবে ২০ ডলার। অর্থাৎ মাসিক এই চার্জেই পাওয়া যাবে ব্লু টিক। এই ফি কেউ চাইলে বাৎসরিকও দিতে পারবেন।
প্রযুক্তি নিউজলেটার প্ল্যাটফর্মারের প্রতিবেদন অনুসারে, ব্লু টিকের জন্য মাসে ৪ দশমিক ৯৯ ডলার বাড়িয়ে ১৯ দশমিক ৯৯ ডলার ফি নির্ধারণ করতে চান ইলন মাস্ক। যাচাইকৃত ব্যবহারকারীরা ব্লু টিক পাওয়ার জন্য আবেদন করতে অথবা নীতিমালা লঙ্ঘনের জন্য ব্লু টিক হারাতে ৯০ দিন সময় পাবেন। যেখানে নেটফ্লিক্সে সাবস্ক্রিপশনের জন্য মাসে খরচ করতে হয় ৪ দশমিক ৯৯ ডলার থেকে ৬ দশমিক ৯৯ ডলার।
ইলন মাস্ক অবশ্য এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। তবে গতকাল রোববার ১১ কোটির বেশি ফলোয়ারদের উদ্দেশ তিনি টুইট করেছেন, ‘পুরো ভেরিফিকেশন প্রক্রিয়াটি শিগগিরই সংশোধন করা হবে।’
আজ সোমবার সকালে শুরু হওয়া একটি টুইটার ভোট ফ্ল্যাগ করেছেন মাস্ক। ভোটে টুইটার ব্যবহারকারীদের জিজ্ঞাসা করা হয়েছে যে, ব্লু টিকের জন্য মাসে তাঁরা কত টাকা দিতে রাজি আছেন: ৫ ডলার; ১০ ডলার; ১৫ ডলার; অথবা এর জন্য কোনো ‘টাকা দেবেন না’। টুইটার জরিপটি চালু করেছেন কারিগরি বিনিয়োগকারী জেসন ক্যালাকানিস। মাস্কের সহযোগী তিনি। ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনা এবং ব্যবসা পরিচালনায় সহায়তা করার জন্য কোটিপতিদের যে গ্রুপটিকে মাস্ক সম্মত করেছেন তাঁদের জেসন অন্যতম।
অধিগ্রহণের পর থেকে টুইটারের জন্য মাস্ক তাঁর পরিকল্পনাগুলো মূলত এই প্ল্যাটফর্মেই একের পর এক প্রকাশ করছেন। কোম্পানিতে বড় পরিবর্তনের আরেকটি ইঙ্গিত দিয়েছেন তিনি। আজ সোমবার একটি টুইটার জরিপে মাস্ক জিজ্ঞেস করেছেন, ‘ভাইন’ ফিরিয়ে আনবেন কি না। ভিডিও শেয়ারিং অ্যাপটিকে টিকটকের অগ্রদূত হিসেবে বিবেচনা করা হয়। যদিও ২০১৬ সালে টুইটার এটি বন্ধ করে দেয়।

জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট টুইটার কেনার পর থেকে একের পর এক ব্যবসায়িক পরিকল্পনার ইঙ্গিত দিয়ে যাচ্ছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। টুইটারে পণ্যের বিজ্ঞাপন দেওয়ার সুযোগ থাকবে এ ইঙ্গিত তিনি অনেক আগেই দিয়েছেন। এবার ব্যবহারকারী ভেরিফিকেশনের প্রক্রিয়া সংশোধনের ঘোষণা দিলেন।
জানা গেছে, যে কোনো প্রকৃত ব্যবহারকারী টুইটারে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। এর জন্য মাসে তাঁকে গুনতে হবে ২০ ডলার। অর্থাৎ মাসিক এই চার্জেই পাওয়া যাবে ব্লু টিক। এই ফি কেউ চাইলে বাৎসরিকও দিতে পারবেন।
প্রযুক্তি নিউজলেটার প্ল্যাটফর্মারের প্রতিবেদন অনুসারে, ব্লু টিকের জন্য মাসে ৪ দশমিক ৯৯ ডলার বাড়িয়ে ১৯ দশমিক ৯৯ ডলার ফি নির্ধারণ করতে চান ইলন মাস্ক। যাচাইকৃত ব্যবহারকারীরা ব্লু টিক পাওয়ার জন্য আবেদন করতে অথবা নীতিমালা লঙ্ঘনের জন্য ব্লু টিক হারাতে ৯০ দিন সময় পাবেন। যেখানে নেটফ্লিক্সে সাবস্ক্রিপশনের জন্য মাসে খরচ করতে হয় ৪ দশমিক ৯৯ ডলার থেকে ৬ দশমিক ৯৯ ডলার।
ইলন মাস্ক অবশ্য এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। তবে গতকাল রোববার ১১ কোটির বেশি ফলোয়ারদের উদ্দেশ তিনি টুইট করেছেন, ‘পুরো ভেরিফিকেশন প্রক্রিয়াটি শিগগিরই সংশোধন করা হবে।’
আজ সোমবার সকালে শুরু হওয়া একটি টুইটার ভোট ফ্ল্যাগ করেছেন মাস্ক। ভোটে টুইটার ব্যবহারকারীদের জিজ্ঞাসা করা হয়েছে যে, ব্লু টিকের জন্য মাসে তাঁরা কত টাকা দিতে রাজি আছেন: ৫ ডলার; ১০ ডলার; ১৫ ডলার; অথবা এর জন্য কোনো ‘টাকা দেবেন না’। টুইটার জরিপটি চালু করেছেন কারিগরি বিনিয়োগকারী জেসন ক্যালাকানিস। মাস্কের সহযোগী তিনি। ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনা এবং ব্যবসা পরিচালনায় সহায়তা করার জন্য কোটিপতিদের যে গ্রুপটিকে মাস্ক সম্মত করেছেন তাঁদের জেসন অন্যতম।
অধিগ্রহণের পর থেকে টুইটারের জন্য মাস্ক তাঁর পরিকল্পনাগুলো মূলত এই প্ল্যাটফর্মেই একের পর এক প্রকাশ করছেন। কোম্পানিতে বড় পরিবর্তনের আরেকটি ইঙ্গিত দিয়েছেন তিনি। আজ সোমবার একটি টুইটার জরিপে মাস্ক জিজ্ঞেস করেছেন, ‘ভাইন’ ফিরিয়ে আনবেন কি না। ভিডিও শেয়ারিং অ্যাপটিকে টিকটকের অগ্রদূত হিসেবে বিবেচনা করা হয়। যদিও ২০১৬ সালে টুইটার এটি বন্ধ করে দেয়।

কম্পিউটার মানেই কি কেবল ইলেকট্রনিক চিপ আর বিদ্যুৎ? এই ধারণা বদলে দিতে পারে বিজ্ঞানীদের নতুন এক আবিষ্কার। পশ্চিম চীনের একটি প্রাচীন সমাধিতে ২ হাজার বছর পুরোনো এক বিস্ময়কর যন্ত্রের সন্ধান পাওয়া গেছে, যা আধুনিক কম্পিউটারের আদি রূপ হতে পারে বলে দাবি করছেন চীনা বিজ্ঞানীরা।
১৮ ঘণ্টা আগে
ফ্রিল্যান্সারদের জন্য ডিজিটাল নিবন্ধন ও আইডি কার্ড ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম চালু করেছে সরকার। এর ফলে ফ্রিল্যান্সাররা সরকার স্বীকৃত ফ্রিল্যান্সার আইডি কার্ড পাবেন, যা ব্যাংকিং সেবা, ঋণ ও ক্রেডিট সুবিধা, আর্থিক প্রণোদনা ও সরকারি-বেসরকারি প্রশিক্ষণে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করবে এবং পেশাগত মর্যাদা...
২ দিন আগে
দেশের সাধারণ মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে দিতে এবং ডিজিটাল সেবা আরও সহজলভ্য করতে বড় ধরনের পদক্ষেপের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশেষ করে কাগজের নোট ছাপানো ও ব্যবস্থাপনায় বছরে রাষ্ট্রের ব্যয় হয় প্রায় ৫০০ কোটি টাকা।
২ দিন আগে
ইরানের চলমান বিক্ষোভ তীব্র হতে শুরু করলেই দেশটিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় সরকার। এরপরও ইলন মাস্কের রকেট কোম্পানি স্পেসএক্সের মালিকানাধীন স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা স্টারলিংক ব্যবহার করে অনেকে বিক্ষোভের তথ্য বহির্বিশ্বের কাছে পৌঁছে দিচ্ছিল।
২ দিন আগে