প্রযুক্তি ডেস্ক, ঢাকা

সম্প্রতি চীনের বাজারে উন্মোচন হয়েছে ওয়ান প্লাসের নতুন ফোন ‘ওয়ান প্লাস ১১’। বিশ্লেষকদের অনুমান, চলতি বছরেই প্রতিষ্ঠানটি বাজারে আরও কিছু ডিভাইস আনবে। তবে এগুলোর সবই যে স্মার্টফোন হবে তা নয়। জানা গেছে, ডিভাইসগুলোর মধ্যে ট্যাবলেটও রয়েছে। শিগগিরই ভারতের বাজারে আসতে যাচ্ছে ডিভাইসটি।
ট্যাবলেট বাজারজাতের প্রকল্পটিকে ‘অ্যারাইস’ নাম দিয়েছে ওয়ান প্লাস। ধারণা করা হচ্ছে, ডিভাইসটি ‘ওয়ান প্লাস ট্যাব’ বা ‘ওয়ান প্লাস প্যাড’ নামে বাজারে আসবে। তবে যে ডিভাইসটি নিয়ে এত কথা হচ্ছে, ঠিক কবে নাগাদ বাজারে আসবে সে বিষয়ে পরিষ্কার কোনো তথ্য নেই। তবে বিশ্লেষকেরা ধারণা করছেন, আগামী জুনে এটি বাজারে আসবে।
ভারতের বাজারে বাজারজাত করা হবে বলে অনেকে ধারণা করছেন ট্যাবলেটটি সাশ্রয়ী মূল্যেই পাওয়া যাবে। বিভিন্ন প্রতিবেদনের সূত্র অনুযায়ী, বাজারে থাকা অপোর একটি ট্যাবের ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়েই ওয়ান প্লাসের ট্যাবলেটের এই ডিজাইন করা হয়েছে। তবে দুটি ডিভাইসের মধ্যে অন্য কোনো কিছুর মিল থাকার সম্ভাবনা নেই। ডিভাইসে ১০ দশমিক ৩৬ ইঞ্চির টুকে রেজল্যুশনের আইপিএস এলসিডি ডিসপ্লে থাকবে। প্রসেসর হিসেবে থাকবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৮০। এ ছাড়া ট্যাবটিতে ৭ হাজার ১০০ এমএএইচের ব্যাটারি ও ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং-সুবিধা থাকবে। ওয়ান প্লাস নিজেদের পণ্যে ভালো হার্ডওয়্যারই দিয়ে আসছে। ট্যাবলেটের ক্ষেত্রেও এর কোনো ব্যতিক্রম হবে না বলে আশা করছেন প্রযুক্তিবিদেরা।
সূত্র: নাইন টু ফাইভ গুগল

সম্প্রতি চীনের বাজারে উন্মোচন হয়েছে ওয়ান প্লাসের নতুন ফোন ‘ওয়ান প্লাস ১১’। বিশ্লেষকদের অনুমান, চলতি বছরেই প্রতিষ্ঠানটি বাজারে আরও কিছু ডিভাইস আনবে। তবে এগুলোর সবই যে স্মার্টফোন হবে তা নয়। জানা গেছে, ডিভাইসগুলোর মধ্যে ট্যাবলেটও রয়েছে। শিগগিরই ভারতের বাজারে আসতে যাচ্ছে ডিভাইসটি।
ট্যাবলেট বাজারজাতের প্রকল্পটিকে ‘অ্যারাইস’ নাম দিয়েছে ওয়ান প্লাস। ধারণা করা হচ্ছে, ডিভাইসটি ‘ওয়ান প্লাস ট্যাব’ বা ‘ওয়ান প্লাস প্যাড’ নামে বাজারে আসবে। তবে যে ডিভাইসটি নিয়ে এত কথা হচ্ছে, ঠিক কবে নাগাদ বাজারে আসবে সে বিষয়ে পরিষ্কার কোনো তথ্য নেই। তবে বিশ্লেষকেরা ধারণা করছেন, আগামী জুনে এটি বাজারে আসবে।
ভারতের বাজারে বাজারজাত করা হবে বলে অনেকে ধারণা করছেন ট্যাবলেটটি সাশ্রয়ী মূল্যেই পাওয়া যাবে। বিভিন্ন প্রতিবেদনের সূত্র অনুযায়ী, বাজারে থাকা অপোর একটি ট্যাবের ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়েই ওয়ান প্লাসের ট্যাবলেটের এই ডিজাইন করা হয়েছে। তবে দুটি ডিভাইসের মধ্যে অন্য কোনো কিছুর মিল থাকার সম্ভাবনা নেই। ডিভাইসে ১০ দশমিক ৩৬ ইঞ্চির টুকে রেজল্যুশনের আইপিএস এলসিডি ডিসপ্লে থাকবে। প্রসেসর হিসেবে থাকবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৮০। এ ছাড়া ট্যাবটিতে ৭ হাজার ১০০ এমএএইচের ব্যাটারি ও ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং-সুবিধা থাকবে। ওয়ান প্লাস নিজেদের পণ্যে ভালো হার্ডওয়্যারই দিয়ে আসছে। ট্যাবলেটের ক্ষেত্রেও এর কোনো ব্যতিক্রম হবে না বলে আশা করছেন প্রযুক্তিবিদেরা।
সূত্র: নাইন টু ফাইভ গুগল

কম্পিউটার মানেই কি কেবল ইলেকট্রনিক চিপ আর বিদ্যুৎ? এই ধারণা বদলে দিতে পারে বিজ্ঞানীদের নতুন এক আবিষ্কার। পশ্চিম চীনের একটি প্রাচীন সমাধিতে ২ হাজার বছর পুরোনো এক বিস্ময়কর যন্ত্রের সন্ধান পাওয়া গেছে, যা আধুনিক কম্পিউটারের আদি রূপ হতে পারে বলে দাবি করছেন চীনা বিজ্ঞানীরা।
২ দিন আগে
ফ্রিল্যান্সারদের জন্য ডিজিটাল নিবন্ধন ও আইডি কার্ড ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম চালু করেছে সরকার। এর ফলে ফ্রিল্যান্সাররা সরকার স্বীকৃত ফ্রিল্যান্সার আইডি কার্ড পাবেন, যা ব্যাংকিং সেবা, ঋণ ও ক্রেডিট সুবিধা, আর্থিক প্রণোদনা ও সরকারি-বেসরকারি প্রশিক্ষণে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করবে এবং পেশাগত মর্যাদা...
২ দিন আগে
দেশের সাধারণ মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে দিতে এবং ডিজিটাল সেবা আরও সহজলভ্য করতে বড় ধরনের পদক্ষেপের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশেষ করে কাগজের নোট ছাপানো ও ব্যবস্থাপনায় বছরে রাষ্ট্রের ব্যয় হয় প্রায় ৫০০ কোটি টাকা।
৩ দিন আগে
ইরানের চলমান বিক্ষোভ তীব্র হতে শুরু করলেই দেশটিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় সরকার। এরপরও ইলন মাস্কের রকেট কোম্পানি স্পেসএক্সের মালিকানাধীন স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা স্টারলিংক ব্যবহার করে অনেকে বিক্ষোভের তথ্য বহির্বিশ্বের কাছে পৌঁছে দিচ্ছিল।
৩ দিন আগে