অনলাইন ডেস্ক
বাংলা নতুন বছর উপলক্ষে অপো বাংলাদেশ এনেছে ‘অপো রেনো১৩ ৫জি’। এই গরমে সুইমিংপুল, নদী কিংবা ঝরনায় উৎসবমুখর দারুণ সময় কাটাতে প্রয়োজন ‘অপো রেনো১৩ ৫জি’ এর মতো সম্পূর্ণ ‘ওয়াটারপ্রুফ’ বা পানিরোধী স্মার্টফোন।
এই মোবাইলে রয়েছে ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় আইপি৬৯ রেটিং; আন্ডারওয়াটার ফটোগ্রাফি সক্ষমতা, যাতে পানির নিচেও স্মৃতিময় মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করা সম্ভব।
‘অপো রেনো১৩ ৫জি’ আপনাকে দেবে কোনো প্রোটেক্টিভ কেসের সহায়তা ছাড়াই মুগ্ধকর ছবি ও ভিডিও ধারণ করার সুযোগ।
অপোর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ‘এআই লাইভ ফটো’ ফিচার শাটার ট্যাপ করার কিছু সময় আগেও এবং পরেও ছবি ক্যামেরাবন্দী করতে সক্ষম, যা কিনা ছবিগুলোকে একেবারেই প্রাণবন্ত ও জীবন্ত শর্ট ক্লিপস তৈরি করে।
মনমাতানো এমন সব ছবি ক্যামেরাবন্দী করার পর ‘অপো রেনো১৩ ৫জি’-এ আরও রয়েছে এআই-পাওয়ারড এডিটিং টুলস; যাতে ছবির অপ্রয়োজনীয় বিষয়গুলো সহজে মুছে ফেলা যায়। আর এ জন্য রয়েছে এআই ইরেজার ২.০। এ ছাড়া ছবিতে সূর্যের আলো কিংবা পানির যেকোনো অযাচিত আবহ বা ইফেক্ট সহজে এআই রিফ্লেকশন রিমুভার দিয়ে মুছে ফেলা সম্ভব; মুঠোবন্দী করা ছবি আরও স্পষ্ট করা যাবে এআই আনব্লার টুলস ব্যবহার করে এবং ছবির ডিটেইল নিশ্চিত করবে এআই ক্লিয়ারিটি এনহেন্সার। তাই ছবি তোলা থেকে শুরু করে এডিট এবং সামাজিক মাধ্যমে পোস্ট করার পুরো প্রক্রিয়াটি নির্বিঘ্ন করবে ‘অপো রেনো১৩ ৫জি’।
বাংলাদেশের অপোর সব আউটলেট ও অনলাইন প্ল্যাটফর্মে এখন পাওয়া যাচ্ছে ‘অপো রেনো১৩ ৫জি’ এবং এই মোবাইলের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৬৯ হাজার ৯৯০ টাকা।
বাংলা নতুন বছর উপলক্ষে অপো বাংলাদেশ এনেছে ‘অপো রেনো১৩ ৫জি’। এই গরমে সুইমিংপুল, নদী কিংবা ঝরনায় উৎসবমুখর দারুণ সময় কাটাতে প্রয়োজন ‘অপো রেনো১৩ ৫জি’ এর মতো সম্পূর্ণ ‘ওয়াটারপ্রুফ’ বা পানিরোধী স্মার্টফোন।
এই মোবাইলে রয়েছে ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় আইপি৬৯ রেটিং; আন্ডারওয়াটার ফটোগ্রাফি সক্ষমতা, যাতে পানির নিচেও স্মৃতিময় মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করা সম্ভব।
‘অপো রেনো১৩ ৫জি’ আপনাকে দেবে কোনো প্রোটেক্টিভ কেসের সহায়তা ছাড়াই মুগ্ধকর ছবি ও ভিডিও ধারণ করার সুযোগ।
অপোর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ‘এআই লাইভ ফটো’ ফিচার শাটার ট্যাপ করার কিছু সময় আগেও এবং পরেও ছবি ক্যামেরাবন্দী করতে সক্ষম, যা কিনা ছবিগুলোকে একেবারেই প্রাণবন্ত ও জীবন্ত শর্ট ক্লিপস তৈরি করে।
মনমাতানো এমন সব ছবি ক্যামেরাবন্দী করার পর ‘অপো রেনো১৩ ৫জি’-এ আরও রয়েছে এআই-পাওয়ারড এডিটিং টুলস; যাতে ছবির অপ্রয়োজনীয় বিষয়গুলো সহজে মুছে ফেলা যায়। আর এ জন্য রয়েছে এআই ইরেজার ২.০। এ ছাড়া ছবিতে সূর্যের আলো কিংবা পানির যেকোনো অযাচিত আবহ বা ইফেক্ট সহজে এআই রিফ্লেকশন রিমুভার দিয়ে মুছে ফেলা সম্ভব; মুঠোবন্দী করা ছবি আরও স্পষ্ট করা যাবে এআই আনব্লার টুলস ব্যবহার করে এবং ছবির ডিটেইল নিশ্চিত করবে এআই ক্লিয়ারিটি এনহেন্সার। তাই ছবি তোলা থেকে শুরু করে এডিট এবং সামাজিক মাধ্যমে পোস্ট করার পুরো প্রক্রিয়াটি নির্বিঘ্ন করবে ‘অপো রেনো১৩ ৫জি’।
বাংলাদেশের অপোর সব আউটলেট ও অনলাইন প্ল্যাটফর্মে এখন পাওয়া যাচ্ছে ‘অপো রেনো১৩ ৫জি’ এবং এই মোবাইলের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৬৯ হাজার ৯৯০ টাকা।
টিকটকের সঙ্গে পাল্লা দিতে নিজস্ব ভিডিও এডিটিং অ্যাপ ‘এডিটস’ চালু করল ইনস্টাগ্রাম। অ্যাপটি এখন বিশ্বব্যাপী অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে।
২ মিনিট আগেআধুনিক যুগে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এক্স (সাবেক টুইটার) এবং টিকটকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিশোর-কিশোরীদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এই মাধ্যমগুলোর সম্ভাব্য ক্ষতির দিক নিয়ে উদ্বেগ থাকলেও সম্প্রতি সোশ্যাল মিডিয়ার বহুমাত্রিক প্রভাবকে সামনে এনেছে গবেষণা প্রতিষ্ঠান...
২ ঘণ্টা আগেইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন ডিজিটাল বাজার আইন (ডিএমএ) লঙ্ঘনের অভিযোগে অ্যাপল ও মেটাকে বড় অঙ্কের জরিমানা করেছে ইউরোপীয় প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা। গতকাল বুধবার অ্যাপলকে ৫০০ মিলিয়ন ইউরো (৫৭০ মিলিয়ন মার্কিন ডলার) এবং মেটাকে ২০০ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে। এই প্রথম ডিএমএ আইন অনুযায়ী শাস্তিমূলক পদক্
২ ঘণ্টা আগেব্যক্তিগত ব্র্যান্ডিং বা ব্যবসায়িক প্রচারের ক্ষেত্রে ফেসবুক পেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে পেজ তৈরি করে বসে থাকলেই চলবে না, এর কনটেন্ট কতজন মানুষের কাছে পৌঁছেছে, সেটাই বড় বিষয়। এখানেই আসে ‘রিচ’ বা ফেসবুক ব্যবহারকারীদের কাছে পোস্ট বা কনটেন্ট পৌঁছানোর পরিসরের গুরুত্ব।
৫ ঘণ্টা আগে