প্রযুক্তি ডেস্ক

প্লেস্টেশন ফাইভ কনসোলের জন্য পরবর্তী প্রজন্মের ভার্চুয়াল রিয়্যালিটি হেডসেট বাজারে আনতে যাচ্ছে সনি গ্রুপ করপোরেশন। নতুন এই হেডসেটে কী ধরনের সুযোগ-সুবিধা পাওয়া যাবে তা এক বিবৃতিতে জানিয়েছে টোকিওভিত্তিক এই প্রতিষ্ঠান। ব্যবসার এই নতুন ক্ষেত্রে প্রযুক্তি জায়ান্টদের ক্রমবর্ধমান দাপটের মধ্যে নিজেদের অবস্থান ধরে রাখতে চাইছে জাপানের এই কোম্পানি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই ডিভাইসে থাকবে একটি অরগানিক এলইডি ডিসপ্লে। এতে একটি ইন্টিগ্রেটেড ক্যামেরা ব্যবহার করা হবে, যা প্লেয়ারদের ট্র্যাক করতে সাহায্য করবে। তা ছাড়া এতে যুক্ত থাকবে একটি বিল্ট-ইন হেডসেট মোটর ও ভার্চুয়াল রিয়্যালিটি সেন্স কন্ট্রোলার, যার মাধ্যমে গেমাররা নিজেদের প্রতিক্রিয়া প্রকাশ করতে পারবে।
বাজারে এই হেডসেটের মূল্য কত হবে বা কবে তা বাজারে পাওয়া যাবে, সে বিষয়ে কিছুই জানায়নি সনি। তবে এই ডিভাইসের মাধ্যমে গেমাররা ভিন্ন এক স্বাদ পাবে উল্লেখ করে এক বিবৃতিতে সনি জানিয়েছে, এর সংবেদনশীলতা অন্য যেকোনো ভিআর হেডসেটের তুলনায় অনেক গুণ বেশি হবে। তা ছাড়া হরাইজন ফ্র্যাঞ্চাইজির ‘হরাইজন কল অব দ্য মাউন্টেন’ নামের গেম এই ডিভাইসের সঙ্গে দেওয়া হবে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে।
২০১৬ সালে প্রথম ভিআর হেডসেট বাজারে আনে সনি। তবে প্লেস্টেশন ফোরের জন্য তৈরি করা ওই ডিভাইস গেমারদের মধ্যে খুব একটা সাড়া ফেলতে পারেনি।
গত বছর মেটাভার্স তৈরির ঘোষণায় মেটা ইনকরপোরেশন জানিয়েছিল, মেটাভার্স তৈরিতে বেশ জোরেশোরেই মাঠে নেমেছে তারা। ভোক্তারাও ভবিষ্যতে মেটাভার্স ও ভার্চুয়াল রিয়্যালিটির মতো কৃত্রিম দুনিয়ায় আরও বেশি সময় ব্যয় করবে বলে ধারণা করা হচ্ছে। সেখানে ভার্চুয়াল রিয়্যালিটি হেডসেটের ভূমিকা অপরিহার্য হবে বলেই মত বিশ্লেষকদের।

প্লেস্টেশন ফাইভ কনসোলের জন্য পরবর্তী প্রজন্মের ভার্চুয়াল রিয়্যালিটি হেডসেট বাজারে আনতে যাচ্ছে সনি গ্রুপ করপোরেশন। নতুন এই হেডসেটে কী ধরনের সুযোগ-সুবিধা পাওয়া যাবে তা এক বিবৃতিতে জানিয়েছে টোকিওভিত্তিক এই প্রতিষ্ঠান। ব্যবসার এই নতুন ক্ষেত্রে প্রযুক্তি জায়ান্টদের ক্রমবর্ধমান দাপটের মধ্যে নিজেদের অবস্থান ধরে রাখতে চাইছে জাপানের এই কোম্পানি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই ডিভাইসে থাকবে একটি অরগানিক এলইডি ডিসপ্লে। এতে একটি ইন্টিগ্রেটেড ক্যামেরা ব্যবহার করা হবে, যা প্লেয়ারদের ট্র্যাক করতে সাহায্য করবে। তা ছাড়া এতে যুক্ত থাকবে একটি বিল্ট-ইন হেডসেট মোটর ও ভার্চুয়াল রিয়্যালিটি সেন্স কন্ট্রোলার, যার মাধ্যমে গেমাররা নিজেদের প্রতিক্রিয়া প্রকাশ করতে পারবে।
বাজারে এই হেডসেটের মূল্য কত হবে বা কবে তা বাজারে পাওয়া যাবে, সে বিষয়ে কিছুই জানায়নি সনি। তবে এই ডিভাইসের মাধ্যমে গেমাররা ভিন্ন এক স্বাদ পাবে উল্লেখ করে এক বিবৃতিতে সনি জানিয়েছে, এর সংবেদনশীলতা অন্য যেকোনো ভিআর হেডসেটের তুলনায় অনেক গুণ বেশি হবে। তা ছাড়া হরাইজন ফ্র্যাঞ্চাইজির ‘হরাইজন কল অব দ্য মাউন্টেন’ নামের গেম এই ডিভাইসের সঙ্গে দেওয়া হবে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে।
২০১৬ সালে প্রথম ভিআর হেডসেট বাজারে আনে সনি। তবে প্লেস্টেশন ফোরের জন্য তৈরি করা ওই ডিভাইস গেমারদের মধ্যে খুব একটা সাড়া ফেলতে পারেনি।
গত বছর মেটাভার্স তৈরির ঘোষণায় মেটা ইনকরপোরেশন জানিয়েছিল, মেটাভার্স তৈরিতে বেশ জোরেশোরেই মাঠে নেমেছে তারা। ভোক্তারাও ভবিষ্যতে মেটাভার্স ও ভার্চুয়াল রিয়্যালিটির মতো কৃত্রিম দুনিয়ায় আরও বেশি সময় ব্যয় করবে বলে ধারণা করা হচ্ছে। সেখানে ভার্চুয়াল রিয়্যালিটি হেডসেটের ভূমিকা অপরিহার্য হবে বলেই মত বিশ্লেষকদের।

কম্পিউটার মানেই কি কেবল ইলেকট্রনিক চিপ আর বিদ্যুৎ? এই ধারণা বদলে দিতে পারে বিজ্ঞানীদের নতুন এক আবিষ্কার। পশ্চিম চীনের একটি প্রাচীন সমাধিতে ২ হাজার বছর পুরোনো এক বিস্ময়কর যন্ত্রের সন্ধান পাওয়া গেছে, যা আধুনিক কম্পিউটারের আদি রূপ হতে পারে বলে দাবি করছেন চীনা বিজ্ঞানীরা।
২ দিন আগে
ফ্রিল্যান্সারদের জন্য ডিজিটাল নিবন্ধন ও আইডি কার্ড ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম চালু করেছে সরকার। এর ফলে ফ্রিল্যান্সাররা সরকার স্বীকৃত ফ্রিল্যান্সার আইডি কার্ড পাবেন, যা ব্যাংকিং সেবা, ঋণ ও ক্রেডিট সুবিধা, আর্থিক প্রণোদনা ও সরকারি-বেসরকারি প্রশিক্ষণে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করবে এবং পেশাগত মর্যাদা...
২ দিন আগে
দেশের সাধারণ মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে দিতে এবং ডিজিটাল সেবা আরও সহজলভ্য করতে বড় ধরনের পদক্ষেপের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশেষ করে কাগজের নোট ছাপানো ও ব্যবস্থাপনায় বছরে রাষ্ট্রের ব্যয় হয় প্রায় ৫০০ কোটি টাকা।
৩ দিন আগে
ইরানের চলমান বিক্ষোভ তীব্র হতে শুরু করলেই দেশটিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় সরকার। এরপরও ইলন মাস্কের রকেট কোম্পানি স্পেসএক্সের মালিকানাধীন স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা স্টারলিংক ব্যবহার করে অনেকে বিক্ষোভের তথ্য বহির্বিশ্বের কাছে পৌঁছে দিচ্ছিল।
৩ দিন আগে