
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করার বিষয়ে প্রাথমিক আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘পেপ্যাল’। তবে নতুন কোনো বাজারে প্রবেশের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির নিজস্ব দীর্ঘ ও ধাপে ধাপে অনুসরণযোগ্য প্রক্রিয়া থাকায় সেবাটি চালু হতে কিছুটা সময় লাগবে।
গতকাল মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।
সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও কার্যক্রম নিয়ে গণমাধ্যমকে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
লুৎফে সিদ্দিকী জানান, দাভোস সম্মেলনের ফাঁকে তিনি পেপ্যালের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একটি অত্যন্ত ফলপ্রসূ বৈঠক করেছেন। তিনি বলেন, ‘নীতিগতভাবে পেপ্যাল এখন বাংলাদেশে প্রবেশে আগ্রহী। তবে আমাদের মনে রাখতে হবে, এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। প্রতিষ্ঠানটি হুট করেই কোনো বাজারে ঢুকে পড়ে না; তারা প্রথমে অভ্যন্তরীণ আলোচনা, বিতর্ক এবং পরিচালনা পর্ষদ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে অগ্রসর হয়।’
লুৎফে সিদ্দিকী আরও উল্লেখ করেন, বাংলাদেশে সুশাসনের উন্নতি হওয়ায় প্রতিষ্ঠানটির আস্থা বেড়েছে। গত ডিসেম্বরে পেপ্যালের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করে তথ্যপ্রযুক্তি খাতের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে পরিস্থিতি মূল্যায়ন করে গেছে।
ডব্লিউইএফ সম্মেলনে লুৎফে সিদ্দিকী প্রায় ১৮ থেকে ২০টি পূর্বনির্ধারিত দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানম গেব্রেয়াসুসসহ বিশ্বনেতাদের সঙ্গে তিনি কথা বলেছেন।
লুৎফে সিদ্দিকী বলেন, ‘সব বৈঠকে বাংলাদেশ তার পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক কূটনীতির অগ্রাধিকার তুলে ধরেছে। বিশ্বনেতারা বাংলাদেশের বর্তমান সংস্কার কর্মসূচি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রশংসা করেছেন।’
যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের সঙ্গে বৈঠকের বিষয়টিও ব্রিফিংয়ে উঠে আসে। লুৎফে সিদ্দিকী জানান, দুই দেশের মধ্যে পারস্পরিক শুল্ক (রেসিপ্রোকাল ট্যারিফ) নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের বন্দর ও কাস্টমস ব্যবস্থার আধুনিকায়ন এবং সংস্কার কর্মসূচির সঙ্গে যুক্তরাষ্ট্রের উদ্বেগের অনেক মিল রয়েছে, যা বাণিজ্য সহজ করতে সহায়তা করবে। তিনি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শুল্ক বিষয়ে কিছু ইতিবাচক ঘোষণা শিগগির আসতে পারে।
শ্রম সংস্কারের ক্ষেত্রেও বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং ইউরোপীয় ইউনিয়নের স্বীকৃতি পাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। লুৎফে সিদ্দিকী আশাবাদ ব্যক্ত করেন, এই সমন্বিত অর্থনৈতিক কূটনীতির ফলে বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগ ও আন্তর্জাতিক বাণিজ্য আগামী দিনে আরও শক্তিশালী হবে।

তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬’ শুরু হচ্ছে আগামীকাল বুধবার। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী এই প্রদর্শনী যৌথভাবে আয়োজন করছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।
২০ ঘণ্টা আগে
ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে ‘প্রিমিয়াম সাবস্ক্রিপশন’ চালু করতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট মেটা। আগামী কয়েক মাসের মধ্যেই এটি চালু হতে যাচ্ছে বলে বিবিসির প্রতিবেদনে জানা গেছে।
১ দিন আগে
গুগল প্রতিনিয়ত তাদের ওয়ার্ক স্পেস, ইকোসিস্টেমে পরিবর্তন নিয়ে আসছে। সাম্প্রতিক সময়ে গুগলের অ্যাপগুলোতে এআইনির্ভর বেশ কিছু পরিবর্তন এসেছে।গুগল কিপ ও টাস্ক একসঙ্গে গুগলে সবচেয়ে কার্যকর অ্যাপগুলোর মধ্যে অন্যতম গুগল কিপ নোটস ও টাস্ক। নোট করার ক্ষেত্রে গুগল কিপ আগে থেকে অনেক এগিয়ে।
১ দিন আগে
বর্তমানে স্মার্ট টিভি জনপ্রিয় গ্যাজেট হয়ে উঠেছে। এখন এটি শুধু অনুষ্ঠান দেখার জন্য নয়; বরং আমাদের দৈনন্দিন জীবন আরও সহজ, আকর্ষণীয় এবং স্মার্ট করে তুলতে সাহায্য করে। ইন্টারনেট সংযোগ, ভিডিও স্ট্রিমিং, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, গেম খেলাসহ বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে স্মার্ট টিভিতে।
১ দিন আগে