Ajker Patrika

নিজস্ব গেমিং স্টুডিও চালু করছে নেটফ্লিক্স

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৫: ৪১
নিজস্ব গেমিং স্টুডিও চালু করছে নেটফ্লিক্স

গেমিং খাতে নিজেদের প্রতিষ্ঠার লক্ষ্যে নিজস্ব গেমিং স্টুডিও চালু করতে যাচ্ছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ভিডিও গেম ডেভেলপার কোম্পানি জিঙ্গা এবং ইলেকট্রনিক আর্টসের সাবেক কার্যনির্বাহী মার্কো লাস্তিক্কার নেতৃত্বে ফিনল্যান্ডের হেলসিংকিতে এই স্টুডিও চালু করা হবে বলে জানা গেছে।

এর আগেও নেটফ্লিক্সের অক্সেনফ্রি ডেভেলপার নাইট স্কুলের মতো ছোট ছোট গেম কোম্পানি কিনে নেওয়ার ঘটনা ঘটেছে। এবার প্রথমবারের মতো একটি গেমিং স্টুডিও দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছে এই স্ট্রিমিং জায়ান্ট।

এ ব্যাপারে নেটফ্লিক্স গেম স্টুডিওর ভাইস প্রেসিডেন্ট আমীর রাহিমি তাঁর ব্লগপোস্টে বলেন, ‘আমরা বিশ্বমানের একটি গেম স্টুডিও নির্মাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’

তিনি আরও জানান, কোনো প্রকার বিজ্ঞাপন বা ইন-অ্যাপ পার্চেজের ঝামেলা ছাড়াই এই স্টুডিওর মাধ্যমে গ্রাহকদের কাছে বেশ কিছু আকর্ষণীয় ও মৌলিক ভিডিও গেম উপহার দেওয়ার চেষ্টা করবে নেটফ্লিক্স।

তবে নেটফ্লিক্স স্টুডিও তাদের ভিডিও গেমগুলো মোবাইলের পাশাপাশি অন্য কোনো প্ল্যাটফর্মের জন্য নিয়ে আসবে কি না—এ ব্যাপারে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, নেটফ্লিক্স চলতি বছরের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে প্রায় ১০ লাখ সাবস্ক্রাইবার হারায়, যার ফল তাদের শেয়ারমূল্য ৩৫ শতাংশ পর্যন্ত হ্রাস পায়। তবে এত কিছুর পরও তাদের বর্তমান সাবস্ক্রাইবারের সংখ্যা ২২ কোটির কাছাকাছি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভোটের জোট: আসন সমঝোতা শেষ পর্যায়ে

উপদেষ্টা পরিষদে রদবদল হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ে গুঞ্জন

১১৯ আসনে প্রার্থী ঘোষণা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের, মনোনয়ন পেলেন যাঁরা

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২-এর বেশি বহাল থাকছে যেসব প্রতিষ্ঠানে

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

এলাকার খবর
Loading...