Ajker Patrika

ড্রোন দৃশ্যের মতো দেখা যাবে গুগল ম্যাপসের রাস্তা  

প্রযুক্তি ডেস্ক
ড্রোন দৃশ্যের মতো দেখা যাবে গুগল ম্যাপসের রাস্তা  

ড্রোন দিয়ে তোলা ছবির মতো পথের দৃশ্য দেখাবে গুগল ম্যাপস। ফলে, গন্তব্যের অবস্থান ও আশপাশের এলাকা সম্পর্কে ভালো ধারণা পাওয়া যাবে। কিছু ক্ষেত্রে নির্দিষ্ট ভবনের ভেতরের দৃশ্যও দেখা যাবে গুগল ম্যাপসে। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, নতুন সুবিধার নাম ‘ইমার্সিভ ভিউ’। ইমার্সিভ ভিউ অপশন কাজে লাগিয়ে নির্দিষ্ট স্থানের যানজটের তথ্যসহ আবহাওয়া বা তাপমাত্রাও জানতে পারবেন ব্যবহারকারীরা। রেস্তোরাঁর পরিবেশ ও আসনবিন্যাস দেখা যাবে গুগল ম্যাপসে রেস্তোরাঁর পরিবেশ ও আসনবিন্যাস দেখা যাবে গুগল ম্যাপসে। 

গুগলের তথ্যমতে, আশপাশে থাকা রেস্তোরাঁ বা দর্শনীয় ভবনের ছবিতে ক্লিক করলে ‘নিউরাল রেডিয়েন্স ফিল্ডস’ নামের একটি সুবিধা ব্যবহার করে ভেতরের ত্রিমাত্রিক দৃশ্যও ব্যবহারকারীকে দেখাবে গুগল ম্যাপস। ‘নিউরাল রেডিয়েন্স ফিল্ডস’ মূলত দ্বিমাত্রিক ছবিকে ত্রিমাত্রিক ছবিতে রূপান্তরের কাজটি করে থাকে। ফলে  নির্দিষ্ট রেস্তোরাঁর পরিবেশ, আসনবিন্যাস ও খাবারের মান সম্পর্কে ঘরে বসেই প্রাথমিক ধারণা পাবেন ব্যবহারকারীরা। 

প্রাথমিকভাবে লন্ডন, নিউইয়র্ক, সান ফ্রান্সেসকোসহ টোকিও শহরে সীমিত পরিসরে ইমার্সিভ ভিউ সুবিধা চালু করেছে গুগল। শিগগিরই আরও বেশ কয়েকটি শহরে এ সুবিধা চালু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত