ফিচার ডেস্ক
ডিপসিকের এআই মডেল বিশ্বব্যাপী সাফল্যের পর চীনের শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তারা প্রযুক্তির ক্ষেত্রে নতুন উদ্ভাবনের জন্য একটি বড় তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন।
চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের চেয়ারম্যান ঝেং শানজি সম্প্রতি সাংবাদিকদের জানান, এই রাষ্ট্রীয় ভেঞ্চার ক্যাপিটাল গাইডেন্স ফান্ড কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি ও হাইড্রোজেন শক্তি সংরক্ষণসহ অন্যান্য নতুন প্রযুক্তি খাতে বিনিয়োগ করবে।
এই তহবিলে আগামী ২০ বছরে প্রায় ১৩৮ বিলিয়ন ডলার সংগ্রহ করা হবে বলে আশা করা হচ্ছে, যা স্থানীয় সরকার ও বেসরকারি খাত থেকে আসবে।
ঝেং শানজি বলেন, ‘বিজ্ঞান কল্পকাহিনির দৃশ্যগুলো এখন বাস্তব হয়ে উঠছে। আমরা প্রযুক্তি ও উদ্ভাবনে দ্রুত এগিয়ে যাচ্ছি।’
চীনের শীর্ষস্থানীয় নেতারা বিশ্বাস করেন, উচ্চমানের চিপস, কোয়ান্টাম কম্পিউটিং, রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দেশটির অর্থনীতি এবং উৎপাদন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে চীন বর্তমানে মার্কিন নিষেধাজ্ঞার কারণে চ্যালেঞ্জের মুখে রয়েছে।
ডিপসিকের সাফল্য
ডিপসিক একটি বেসরকারি প্রতিষ্ঠান। এটি নতুন এআই মডেল আর১-এর মাধ্যমে বিশ্ববাজারে সাড়া ফেলেছে। মডেলটি ওপেনএআই, মেটা ও গুগলের মতো প্রতিষ্ঠানের মডেলগুলোর মতো একই সক্ষমতা রাখে। এটি কম শক্তির চিপ ব্যবহার করে এবং অনেক কম খরচে তৈরি করা হয়েছে।
ভোক্তা ব্যয় বৃদ্ধি
চীন সরকার এখন প্রযুক্তি উন্নয়নের পাশাপাশি ভোক্তাদের ব্যয় বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে। গত বছর চীনের অর্থনীতি রপ্তানি থেকে বড় ধরনের মুনাফা করেছে। এবার তারা চায় দেশীয় ভোক্তাদের ব্যয় বাড়াতে। এর জন্য শিগগির একটি বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। চীনের গৃহস্থালি ভোক্তা ব্যয় এখনো তুলনামূলক কম, মোট উৎপাদনের ৩৯ শতাংশ। এটি দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক কম।
বেসরকারি খাতের উন্নতি
চীনের বেসরকারি খাত, বিশেষ করে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো অতীতে কঠোর নিয়ন্ত্রণের মুখে পড়েছিল। তবে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সম্প্রতি ঘোষণা দিয়েছেন, এখন বেসরকারি খাতের জন্য সর্বোত্তম সময়। চীন আশা করছে, যদি তারা বেসরকারি খাতের উদ্ভাবনী শক্তিকে পুনরুজ্জীবিত করতে পারে, তাহলে মার্কিন নিষেধাজ্ঞার চাপ মোকাবিলা সহজ হবে।
চীন সরকার তাই নতুন আইন প্রণয়ন করতে যাচ্ছে, যা বেসরকারি খাতের সুরক্ষা নিশ্চিতসহ তাদের জন্য বাজারে আরও স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে।
সূত্র: সিএনএন
ডিপসিকের এআই মডেল বিশ্বব্যাপী সাফল্যের পর চীনের শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তারা প্রযুক্তির ক্ষেত্রে নতুন উদ্ভাবনের জন্য একটি বড় তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন।
চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের চেয়ারম্যান ঝেং শানজি সম্প্রতি সাংবাদিকদের জানান, এই রাষ্ট্রীয় ভেঞ্চার ক্যাপিটাল গাইডেন্স ফান্ড কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি ও হাইড্রোজেন শক্তি সংরক্ষণসহ অন্যান্য নতুন প্রযুক্তি খাতে বিনিয়োগ করবে।
এই তহবিলে আগামী ২০ বছরে প্রায় ১৩৮ বিলিয়ন ডলার সংগ্রহ করা হবে বলে আশা করা হচ্ছে, যা স্থানীয় সরকার ও বেসরকারি খাত থেকে আসবে।
ঝেং শানজি বলেন, ‘বিজ্ঞান কল্পকাহিনির দৃশ্যগুলো এখন বাস্তব হয়ে উঠছে। আমরা প্রযুক্তি ও উদ্ভাবনে দ্রুত এগিয়ে যাচ্ছি।’
চীনের শীর্ষস্থানীয় নেতারা বিশ্বাস করেন, উচ্চমানের চিপস, কোয়ান্টাম কম্পিউটিং, রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দেশটির অর্থনীতি এবং উৎপাদন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে চীন বর্তমানে মার্কিন নিষেধাজ্ঞার কারণে চ্যালেঞ্জের মুখে রয়েছে।
ডিপসিকের সাফল্য
ডিপসিক একটি বেসরকারি প্রতিষ্ঠান। এটি নতুন এআই মডেল আর১-এর মাধ্যমে বিশ্ববাজারে সাড়া ফেলেছে। মডেলটি ওপেনএআই, মেটা ও গুগলের মতো প্রতিষ্ঠানের মডেলগুলোর মতো একই সক্ষমতা রাখে। এটি কম শক্তির চিপ ব্যবহার করে এবং অনেক কম খরচে তৈরি করা হয়েছে।
ভোক্তা ব্যয় বৃদ্ধি
চীন সরকার এখন প্রযুক্তি উন্নয়নের পাশাপাশি ভোক্তাদের ব্যয় বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে। গত বছর চীনের অর্থনীতি রপ্তানি থেকে বড় ধরনের মুনাফা করেছে। এবার তারা চায় দেশীয় ভোক্তাদের ব্যয় বাড়াতে। এর জন্য শিগগির একটি বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। চীনের গৃহস্থালি ভোক্তা ব্যয় এখনো তুলনামূলক কম, মোট উৎপাদনের ৩৯ শতাংশ। এটি দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক কম।
বেসরকারি খাতের উন্নতি
চীনের বেসরকারি খাত, বিশেষ করে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো অতীতে কঠোর নিয়ন্ত্রণের মুখে পড়েছিল। তবে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সম্প্রতি ঘোষণা দিয়েছেন, এখন বেসরকারি খাতের জন্য সর্বোত্তম সময়। চীন আশা করছে, যদি তারা বেসরকারি খাতের উদ্ভাবনী শক্তিকে পুনরুজ্জীবিত করতে পারে, তাহলে মার্কিন নিষেধাজ্ঞার চাপ মোকাবিলা সহজ হবে।
চীন সরকার তাই নতুন আইন প্রণয়ন করতে যাচ্ছে, যা বেসরকারি খাতের সুরক্ষা নিশ্চিতসহ তাদের জন্য বাজারে আরও স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে।
সূত্র: সিএনএন
উচ্চমানের অ্যানিমেটেড মুভি এবং অদ্ভুত সুন্দর শিল্পকর্মের জন্য বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে জাপানের অ্যানিমেশন কোম্পানি স্টুডিও জিবলি। এবার স্টুডিও জিবলি স্টাইলের পোর্ট্রেট তৈরির এক নতুন ট্রেন্ড সৃষ্টি হয়েছে। কারণ গত মঙ্গলবার চ্যাটজিপিটিতে ছবি তৈরির ক্ষমতা যুক্ত করেছে ওপেনেআই।
৭ ঘণ্টা আগেটিকটক বিক্রির চুক্তি সম্পন্ন করতে চীনের ওপর আরোপিত আমদানির শুল্ক কিছুটা কমিয়ে দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৬ মার্চ) সাংবাদিকদের ট্রাম্প বলেন, ৫ এপ্রিলের মধ্যে টিকটক বিক্রির ব্যাপারে একটি মৌলিক চুক্তি হতে পারে।
৯ ঘণ্টা আগেটিকটকের মতো ইউটিউবেও ছোট দৈর্ঘ্যের ভিডিওগুলো বেশ জনপ্রিয়তা পাচ্ছে। এখন ইউটিউব শর্টস তৈরিতে বেশ আগ্রহী হচ্ছেন কনটেন্ট ক্রিয়েটররা। তবে গত বুধবার ইউটিউব জানিয়েছে, শর্টস ভিডিওর ভিউসংখ্যা গণনা পদ্ধতিতে পরিবর্তন আনা হবে, যা কনটেন্ট...
১০ ঘণ্টা আগেস্পেকট্রাম নিলামের মানদণ্ড নিয়ে দেশের টেলিযোগাযোগ খাতের বৈশ্বিক বিনিয়োগকারীদের চিঠি দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আহমদ তৈয়্যব। গত ২৫ মার্চ বিনিয়োগকারীদের কাছে এই চিঠি পাঠানো হয়। চিঠিতে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে স্পেকট্রাম নিলামের মান
১১ ঘণ্টা আগে