Ajker Patrika

টুইটারে ভেরিফায়েড থাকতে মাসে ফি লাগবে ৮ ডলার: মাস্ক

আপডেট : ০২ নভেম্বর ২০২২, ১৯: ৩৩
টুইটারে ভেরিফায়েড থাকতে মাসে ফি লাগবে ৮ ডলার: মাস্ক

টুইটারে একের পর এক মন্তব্য করে নেটিজেনদের মাঝে আলোচনা কেন্দ্রবিন্দুতেই থাকছেন ইলন মাস্ক। এই সামাজিক যোগাযোগের মাধ্যম নিয়ন্ত্রণ নেওয়ার পর তাঁর যে মন্তব্য নিয়ে শোরগোল উঠেছে- তা হলো ভেরিফায়েড প্রোফাইলের জন্য মাসে ৮ ডলার ফি ঘোষণা।

এরপর থেকেই সমালোচনার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও যুক্ত হচ্ছেন এই তর্ক-বিকর্কে। তবে এসবের কিছুই গায়ে মাখছেন না মাস্ক।

আজ বুধবার সকালে টুইটারে তাঁর নতুন পোস্টে তা যেন আরও স্পষ্ট হল। সেখানে তিনি বলেন, ‘অভিযোগ করে লাভ নেই; বহাল থাকবে ৮ ডলার ফি’।

ভেরিফায়েড প্রোফাইলের জন্য ৮ ডলারের ফি আরোপের সিদ্ধান্তে অনড় ইলন মাস্ক। তবে ‘ব্লু টিক’ চিহ্নসম্বলিত টুইটার প্রোফাইলের ফি অঞ্চল ভেদে আলাদা আলাদা হওয়ার সম্ভাবনা রয়েছে। উন্নত দেশগুলোর জন্য ৮ ডলারের ফি বরাদ্দ থাকলেও উন্নয়নশীল কিংবা স্বল্পোন্নত দেশগুলোতে তা দেখা যেতে পারে ৮ ডলারের কম।

গত বছর টুইটার চালু করে এর ব্লু সাবস্ক্রিপশন সার্ভিস। মাসিক ৪ ডলার ৯৯ সেন্ট ফির বিনিময়ে এই প্যাকেজের বিভিন্ন সুবিধা গ্রহণ করতে পারত এর সাবস্ক্রাইবাররা। তবে এর সঙ্গে টুইটারের ভেরিফিকেশন প্রসেসের কোন সম্পর্ক ছিল না।

মাস্ক মূলত দুটিকে একসঙ্গে করে একটি প্রিমিয়াম প্যাকেজের পরিকল্পনা করেছেন। এ ক্ষেত্রে অবশ্য বেশি ফি গুণতে হবে এর সাবস্ক্রাইবারদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে ইহুদিদের হানুক্কা উৎসবে গুলি, নিহত অন্তত ১০

এলাকার খবর
Loading...