প্রযুক্তিগতভাবে বিশ্বের অন্যতম উন্নত দেশ ইসরায়েল। অথচ সেই দেশেরই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দেখা গেল অ্যানালগ পদ্ধতিতে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে। ফোনের পেছনে লেন্সের ওপর লাগানো সেই লাল টেপ নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে আলোচনা—‘কেন একজন প্রধানমন্ত্রীকে এমন পদক্ষেপ নিতে হলো? তাহলে আমরা সাধারণ মানুষ ডিজিটাল দুনিয়ায় কতটা নিরাপদ?’
মার্কিন সাময়িকী হাইপফ্রেশের তথ্যমতে, নেতানিয়াহুর ফোনের সেই লাল স্টিকারটি কোনো সাধারণ টেপ নয়। এটি মূলত একটি ‘ট্যাম্পার-এভিডেন্ট সিল’। উচ্চ নিরাপত্তাসম্পন্ন এলাকায় এই বিশেষ স্টিকার ব্যবহার করা হয়। সাধারণত স্পর্শকাতর বা গোপনীয় এলাকায় দুর্ঘটনাবশত বা উদ্দেশ্যমূলকভাবে ছবি তোলা বা ভিডিও রেকর্ড করা ঠেকাতে এটি ব্যবহার করা হয়।
পেগাসাসের মতো অত্যাধুনিক স্পাইওয়্যারের মাধ্যমে হ্যাকাররা দূর থেকেই ফোনের ক্যামেরা ও মাইক্রোফোন সচল করতে পারে। লেন্সের ওপর এই ভৌত বাধা থাকলে হ্যাকাররা ফোনের নিয়ন্ত্রণ নিলেও কোনো ছবি বা ভিডিও দেখতে পারবে না।
আমরা সাধারণ মানুষ কতটা নিরাপদ
নেতানিয়াহুর এই ছবি দেখে পডকাস্টার মারিও নাউফল প্রশ্ন তুলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর যদি এমনটা করার প্রয়োজন হয়, তবে সাধারণ মানুষের অবস্থা কী?
প্রকৃতপক্ষে, বর্তমান ডিজিটাল যুগে কোনো স্মার্টফোনই শতভাগ নিরাপদ নয়। বিভিন্ন অ্যাপ আমাদের অজান্তেই ক্যামেরা বা মাইক্রোফোনের অ্যাকসেস নিয়ে নেয়।
ইসরায়েলভিত্তিক কুখ্যাত সাইবার গোয়েন্দা সংস্থা এনএসও গ্রুপের তৈরি ‘পেগাসাস’ সফটওয়্যার দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিক, মানবাধিকারকর্মী ও রাজনৈতিক নেতাদের ওপর নজরদারির অভিযোগ পুরোনো নয়।
এ ছাড়া অনেক সময় কোনো লিংকে ক্লিক না করলেও ফোন হ্যাক হতে পারে। এ ক্ষেত্রে ক্যামেরায় টেপ লাগানো একটি কার্যকর ‘ফেইল-সেফ’ পদ্ধতি হতে পারে।
আপনি যা করতে পারেন
নেতানিয়াহুর মতো ফোনের পেছনে সব সময় টেপ লাগানো সাধারণ মানুষের জন্য হয়তো অস্বস্তিকর হতে পারে, তবে কিছু মৌলিক সতর্কতা অবলম্বন করা জরুরি। যেমন—ফোনের সেটিংসে গিয়ে দেখুন কোন কোন অ্যাপ ক্যামেরা ও মাইক্রোফোন ব্যবহারের অনুমতি নিয়ে রেখেছে। অপ্রয়োজনীয় অ্যাপের অনুমতি বন্ধ করে দিন। ল্যাপটপের ওয়েবক্যাম বা ফোনের জন্য ছোট স্লাইডিং ক্যামেরা কভার ব্যবহার করতে পারেন। নিয়মিত ফোনের অপারেটিং সিস্টেম আপডেট রাখুন, যা সাইবার হামলা ঠেকাতে সাহায্য করে।
ব্যক্তিগত নিরাপত্তা কেবল বড় বড় সফটওয়্যারের ওপর নির্ভর করে না; মাঝে মাঝে অ্যানালগ পদ্ধতি যেমন লেন্স ঢেকে রাখা বা মাইক্রোফোন বন্ধ রাখাই হতে পারে চূড়ান্ত সমাধান। নেতানিয়াহুর এই সতর্কতা আমাদের মনে করিয়ে দেয়, ডিজিটাল যুগে ‘প্রাইভেসি’ বা ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখা এখন এক বড় চ্যালেঞ্জ।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত অগ্রগতির মুখে স্মার্টফোনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গত দুই দশকে ডিজিটাল দুনিয়ায় মানুষের প্রবেশদ্বার হিসেবে যে ডিভাইসটি একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে—সেই আইফোন ও অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোন ব্যবস্থাই আজ চ্যালেঞ্জের মুখে।
১ দিন আগে
প্রযুক্তি খাতের সাম্প্রতিক উদ্ভাবন প্রদর্শন এবং তথ্যপ্রযুক্তিতে দেশের সক্ষমতা, সাফল্য ও সম্ভাবনা তুলে ধরতে শুরু হয়েছে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬। আজ বুধবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে এই প্রদর্শনী উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি ‘
১ দিন আগে
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করার বিষয়ে প্রাথমিক আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘পেপ্যাল’। তবে নতুন কোনো বাজারে প্রবেশের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির নিজস্ব দীর্ঘ ও ধাপে ধাপে অনুসরণযোগ্য প্রক্রিয়া থাকায় সেবাটি চালু হতে কিছুটা সময় লাগবে।
২ দিন আগে
তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬’ শুরু হচ্ছে আগামীকাল বুধবার। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী এই প্রদর্শনী যৌথভাবে আয়োজন করছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।
২ দিন আগে