Ajker Patrika

ক্রোম ব্রাউজারে ভয়ংকর নিরাপত্তা ত্রুটি, দ্রুত আপডেট উন্মুক্ত

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১১: ৪৯
ক্রোম ব্রাউজারে ভয়ংকর নিরাপত্তা ত্রুটি, দ্রুত আপডেট উন্মুক্ত

নিজস্ব ব্রাউজার ক্রোমে ভয়ংকর নিরাপত্তা ত্রুটির সন্ধান পেয়েছে টেক জায়ান্ট গুগল। তাই দ্রুত নিরাপত্তা ত্রুটির সমাধান করে ক্রোম ব্রাউজারের আপডেটেড সংস্করণ উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি।

ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, গুগল জানিয়েছে, ক্রোম ব্রাউজারে থাকা সিভিই-২০২৩-২০৩৩ নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স অপারেটিং সিস্টেম চলা ডিভাইসে বড় ধরনের সাইবার হামলা চালানো সম্ভব ছিল। তাই দ্রুত এ ত্রুটির সমাধান করে ক্রোমের ১১২.০.৫৬১৫.১২১ সংস্করণ উন্মুক্ত করছে প্রতিষ্ঠানটি। সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে হলে দ্রুতই ক্রোম ব্রাউজার আপডেট করে নিতে হবে ব্যবহারকারীদের। 

এদিকে ক্রোম ব্রাউজারের সর্বনিম্ন ১৫ মিনিটের সার্চ হিস্ট্রি মুছে ফেলার সুবিধা নিয়ে আসে গুগল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই সুবিধার নাম ‘কুইক ডিলিট’ ফিচার। গুগল জানায়, ‘কুইক ডিলিট’ ফিচারের মাধ্যমে সর্বনিম্ন ১৫ মিনিটের সার্চ হিস্ট্রি মুছে ফেলা যাবে। ফলে অল্প সময়ের ইন্টারনেট ব্যবহারের ইতিহাস দ্রুত মুছে ফেলার সুযোগ পাচ্ছেন ব্যবহারকারীরা। বর্তমানে ক্রোম ব্রাউজারে সর্বশেষ ১ ঘণ্টা, ২৪ ঘণ্টা, ৭ দিন, ১ মাস এবং সব সার্চ হিস্ট্রি মুছে ফেলার সুযোগ রয়েছে। 

এর আগে, দ্রুত সময়ের মধ্যে ক্রোমে একাধিক ট্যাব বন্ধে নতুন শর্টকাট ফিচার আনার ঘোষণা দেয় গুগল। এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে ফিচারটি।  

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন অনুযায়ী, গুগল ক্রোমে বিভিন্ন এক্সটেনশন ব্যবহারের সুবিধা ও নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তবে একাধিক ট্যাব ব্যবহারের সময় গুগল ক্রোম অতিরিক্ত র‍্যাম ও প্রসেসরের ক্ষমতা ব্যবহার করে থাকে, যা ব্যবহারকারীর অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। একাধিক ট্যাব ব্যবহারে ডিভাইসের গতিও কমে আসে। এ সকল অভিযোগ আমলে নিয়ে ক্রোম ব্রাউজারে নতুন শর্টকাট ফিচার যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে গুগল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১৬ মাসের শিশুকে সেতু থেকে নদীতে ছুড়ে ফেলে থানায় গেলেন মা

ইরানকে আরেকটি সুযোগ দিতে ট্রাম্পকে শেষ মুহূর্তে রাজি করায় সৌদি, কাতার ও ওমান

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় কারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

জামায়াত লড়বে ১৭৯ আসনে, জোটের সমঝোতা ২৫৩টিতে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত