অনলাইন ডেস্ক
গুগল ফটোজের ছবির অ্যালবাম তৈরি করে পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করা যায়। এসব অ্যালবামে অন্যরাও ছবি যুক্ত করতে পারে। আর অনুমতি দেওয়া থাকলে এসব অ্যালবাম থেকেও ছবিও ডিলিট করতে পারে অন্যরা। তাই শেয়ার করা অ্যালবামগুলোর নতুন কার্যক্রমগলো সহজে দেখার জন্য ‘আপডেট’ পেজ যুক্ত করছে গুগল ফটোজ। এই নতুন সেকশনে শেয়ারড অ্যালবামগুলোতে আপডেট এবং গুগল ফটোজের মধ্যে চলমান কথোপকথন সম্পর্কিত নোটিফিকেশন দেখতে পারবেন ব্যবহারকারীরা।
অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় সংস্করণের ডিভাইসের জন্য ফিচারটি চালু করা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে ফিচারটি গুগল ফটোজের হোম পেজে সব ব্যবহারকারী দেখতে পারবে।
একটি সাপোর্ট পেজে গুগল কমিউনিটি ম্যানেজার বলছে, আপডেটস হলো গুগল ফটোস অ্যাপে একটি নতুন গন্তব্য, যা ব্যবহারকারীদের জন্য নতুন কার্যক্রমের খবর জানানোর বিষয়কে আরও সহজ করে তুলবে।
যখন অন্যরা ব্যবহারকারীদের সঙ্গে একটি অ্যালবাম শেয়ার করবে, শেয়ারড অ্যালবামে নতুন ছবি যোগ করবে, অথবা কথোপকথনের উত্তর দিবে তখন এই পেজে নোটিফিকেশন দেখানো হবে। এই পৃষ্ঠাটি কালানুক্রমিকভাবে সাজানো হবে এবং গুগল ফটোজ হোম স্ক্রিনে বেল আইকন হিসেবে দেখা যাবে।
আপডেট পেজে গুগল অ্যালবামের সর্বশেষ কার্যক্রমগুলো ‘টুডে’, ‘ইয়েসটার্ডে’, ‘দিস উইক’, ‘দিস মান্থ’, ‘দিস উইক’ ও ‘লাস্ট মান্থ’–এভাবে কালানুক্রমিক ভাবে উল্লেখ থাকবে।
নতুন ফিচারটি চালুর পর অ্যালবামগুলো কথোপকথন এবং অ্যাপটির অন্যান্য কার্যক্রমের সঙ্গে থাকবে। শেয়ার করা অ্যালবাম, কনভার্সেশনস, গ্রুপ কনভার্সেশন, পার্টনার শেয়ারিং, মেমোরি, স্টোরজের মতো বিষয়গুলোর কোনোটিতে আপডেট করা হলে ব্যবহারকারীরা নোটিফিকেশন পাবেন।
গুগল আরও জানিয়েছে, শেয়ারড অ্যালবামগুলো এখন ‘কলেকশনস’ সেকশনে পাওয়া যাবে। কালেকশনস সেকশন কন্টেন্ট খুঁজে পাওয়া আরও সহজ করে তোলে। এটি মূলত এক জায়গায় সমস্ত অ্যালবামের একটি সংগ্রহ এবং এখানে প্রাইভেট অ্যালবামের পাশাপাশি অন্য ব্যবহারকারীদের সঙ্গে শেয়ার করা অ্যালবামগুলোও থাকবে। লাইব্রেরি সেকশনে পরিবর্তে কালেকশন ট্যাব গুগল ফটোজে যুক্ত করা হয় গত আগস্টে।
তথ্যসূত্র: গ্যাজেট ৩৬০
গুগল ফটোজের ছবির অ্যালবাম তৈরি করে পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করা যায়। এসব অ্যালবামে অন্যরাও ছবি যুক্ত করতে পারে। আর অনুমতি দেওয়া থাকলে এসব অ্যালবাম থেকেও ছবিও ডিলিট করতে পারে অন্যরা। তাই শেয়ার করা অ্যালবামগুলোর নতুন কার্যক্রমগলো সহজে দেখার জন্য ‘আপডেট’ পেজ যুক্ত করছে গুগল ফটোজ। এই নতুন সেকশনে শেয়ারড অ্যালবামগুলোতে আপডেট এবং গুগল ফটোজের মধ্যে চলমান কথোপকথন সম্পর্কিত নোটিফিকেশন দেখতে পারবেন ব্যবহারকারীরা।
অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় সংস্করণের ডিভাইসের জন্য ফিচারটি চালু করা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে ফিচারটি গুগল ফটোজের হোম পেজে সব ব্যবহারকারী দেখতে পারবে।
একটি সাপোর্ট পেজে গুগল কমিউনিটি ম্যানেজার বলছে, আপডেটস হলো গুগল ফটোস অ্যাপে একটি নতুন গন্তব্য, যা ব্যবহারকারীদের জন্য নতুন কার্যক্রমের খবর জানানোর বিষয়কে আরও সহজ করে তুলবে।
যখন অন্যরা ব্যবহারকারীদের সঙ্গে একটি অ্যালবাম শেয়ার করবে, শেয়ারড অ্যালবামে নতুন ছবি যোগ করবে, অথবা কথোপকথনের উত্তর দিবে তখন এই পেজে নোটিফিকেশন দেখানো হবে। এই পৃষ্ঠাটি কালানুক্রমিকভাবে সাজানো হবে এবং গুগল ফটোজ হোম স্ক্রিনে বেল আইকন হিসেবে দেখা যাবে।
আপডেট পেজে গুগল অ্যালবামের সর্বশেষ কার্যক্রমগুলো ‘টুডে’, ‘ইয়েসটার্ডে’, ‘দিস উইক’, ‘দিস মান্থ’, ‘দিস উইক’ ও ‘লাস্ট মান্থ’–এভাবে কালানুক্রমিক ভাবে উল্লেখ থাকবে।
নতুন ফিচারটি চালুর পর অ্যালবামগুলো কথোপকথন এবং অ্যাপটির অন্যান্য কার্যক্রমের সঙ্গে থাকবে। শেয়ার করা অ্যালবাম, কনভার্সেশনস, গ্রুপ কনভার্সেশন, পার্টনার শেয়ারিং, মেমোরি, স্টোরজের মতো বিষয়গুলোর কোনোটিতে আপডেট করা হলে ব্যবহারকারীরা নোটিফিকেশন পাবেন।
গুগল আরও জানিয়েছে, শেয়ারড অ্যালবামগুলো এখন ‘কলেকশনস’ সেকশনে পাওয়া যাবে। কালেকশনস সেকশন কন্টেন্ট খুঁজে পাওয়া আরও সহজ করে তোলে। এটি মূলত এক জায়গায় সমস্ত অ্যালবামের একটি সংগ্রহ এবং এখানে প্রাইভেট অ্যালবামের পাশাপাশি অন্য ব্যবহারকারীদের সঙ্গে শেয়ার করা অ্যালবামগুলোও থাকবে। লাইব্রেরি সেকশনে পরিবর্তে কালেকশন ট্যাব গুগল ফটোজে যুক্ত করা হয় গত আগস্টে।
তথ্যসূত্র: গ্যাজেট ৩৬০
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা স্টার্টআপ ‘অ্যানডুরিল’ এর সঙ্গে অংশীদারত্ব করেছে বিশ্বের অন্যতম প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি ওপেনএআই। মার্কিন সামরিক বাহিনীর জন্য মিসাইল, ড্রোন এবং সফটওয়্যার তৈরি করে থাকে স্টার্টআপটি। এই চুক্তির মাধ্যমে ওপেনএআইয়ের এআই মডেলগুলো মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা
১ ঘণ্টা আগেনতুন ওই এই ব্যাটারি তৈরি করা হয়েছে ল্যাবে তৈরি হীরা দিয়ে, যা ‘কার্বন-১৪’ নামে এক ধরনের তেজস্ক্রিয় পদার্থকে ঘিরে রাখে। হিরার সেমিকন্ডাক্টর বৈশিষ্ট্য তেজস্ক্রিয়তাকে বিদ্যুতে রূপান্তর করে। একই সঙ্গে হিরার অতি-কঠিন গঠন ব্যাটারির নিরাপত্তা নিশ্চিত করে এবং তেজস্ক্রিয়তা বাইরে ছড়াতে দেয় না।
১১ ঘণ্টা আগেতরুণদের জন্য দৈনিক সর্বাধিক দুই থেকে তিন ঘণ্টা অবকাশকালীন সময় কাটানোর পরামর্শ দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিইউএইচও)। তবে বিশ্বজুড়ে কিশোর-কিশোরীরা গড়ে ৮ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত সময় কাটাচ্ছে অবকাশকালীন কার্যক্রমে। এসব কার্যক্রমের মধ্য রয়েছে—টেলিভিশন দেখা, ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার, ভিডিও গেম খেলা এবং
১৯ ঘণ্টা আগেঅনলাইনে শিশু যৌন নির্যাতন বিষয়ক কনটেন্টের (সিএসএএম) বিস্তার রোধে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংস্থার সঙ্গে কাজ করতে সম্মত হয়েছে ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রাম। বেশ কয়েক বছর ধরে শিশু সুরক্ষা পরিকল্পনায় যোগ দেওয়ার আহ্বান উপেক্ষা করার পর এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
১৯ ঘণ্টা আগে