অনলাইন ডেস্ক
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এখন থেকে মেটা এআই-এর কাছে ছবি, ভিডিও ও টেক্সট পাঠিয়ে সেগুলোর বিশ্লেষণ করাতে পারবেন। পরীক্ষামূলকভাবে ফিচারটি প্রথমে অ্যান্ড্রয়েডের জন্য ২.২৫. ১৮.৮ সংস্করণে চালু হয়েছে। পাশাপাশি কিছু সাধারণ ব্যবহারকারীর জন্যও এটি ধীরে ধীরে উন্মুক্ত হচ্ছে।
এই নতুন সুবিধার মাধ্যমে মেটা এআই ব্যবহারকারীদের পাঠানো কনটেন্ট বিশ্লেষণ করে প্রাসঙ্গিক তথ্য দিতে পারবে। যেমন—কোনো ছবি কোথায় তোলা হয়েছে, ছবির বর্ণনা, তথ্য যাচাই, এমনকি ভাইরাল ভিডিওর সত্যতা নিশ্চিত করাও সম্ভব হবে। এতে করে চ্যাটে শেয়ার হওয়া বিভিন্ন কনটেন্ট সম্পর্কে দ্রুত ও নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাবে।
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, এই ফিচার মিথ্যা তথ্য মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে। ব্যবহারকারীরা ফরোয়ার্ড করা ছবি বা ভিডিও যাচাই করতে মেটা এআই-এর সাহায্য নিতে পারবেন। ফলে ভুল তথ্য ছড়ানো রোধে এটি একটি কার্যকর হাতিয়ার হিসেবে কাজ করবে।
গোপনীয়তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। হোয়াটসঅ্যাপ বলছে, ব্যবহারকারী যেসব কনটেন্ট মেটা এআই-এর সঙ্গে শেয়ার করেন, কেবল সেগুলোই অ্যাকসেস করা হয়। শেয়ার করা তথ্য প্রেরণের সময় সম্পূর্ণ এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকে এবং বিশ্লেষণের পর তা ক্লাউড সার্ভার থেকে মুছে ফেলা হয়।
ফিচারটি ব্যবহারের জন্য ব্যবহারকারীকে ছবি বা ভিডিও নির্বাচন করে ‘শেয়ার’ অপশনে যেতে হবে। সেখানে যদি ‘মেটা এআই’ নামটি দেখা যায়, তাহলে সেই কনটেন্ট সরাসরি চ্যাটবটের কাছে পাঠানো যাবে বিশ্লেষণের জন্য।
এই নতুন ফিচার আসার আগে হোয়াটসঅ্যাপ সম্প্রতি মিডিয়া পাঠানোর সময় অ্যানিমেশন যুক্ত করেছে, যা ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি বার্তার পাঠ্য সহজে কপি করার একটি নতুন পদ্ধতিও পরীক্ষা করছে।
মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন প্ল্যাটফর্মে এআইভিত্তিক প্রযুক্তি একীভূত করার লক্ষ্যে তারা কাজ করছে। হোয়াটসঅ্যাপেও সেই প্রক্রিয়ারই অংশ হিসেবে আসছে একের পর এক নতুন ফিচার। ফলে অ্যাপটি হয়ে উঠছে আরও স্মার্ট, তথ্যসমৃদ্ধ এবং ব্যবহারবান্ধব।
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এখন থেকে মেটা এআই-এর কাছে ছবি, ভিডিও ও টেক্সট পাঠিয়ে সেগুলোর বিশ্লেষণ করাতে পারবেন। পরীক্ষামূলকভাবে ফিচারটি প্রথমে অ্যান্ড্রয়েডের জন্য ২.২৫. ১৮.৮ সংস্করণে চালু হয়েছে। পাশাপাশি কিছু সাধারণ ব্যবহারকারীর জন্যও এটি ধীরে ধীরে উন্মুক্ত হচ্ছে।
এই নতুন সুবিধার মাধ্যমে মেটা এআই ব্যবহারকারীদের পাঠানো কনটেন্ট বিশ্লেষণ করে প্রাসঙ্গিক তথ্য দিতে পারবে। যেমন—কোনো ছবি কোথায় তোলা হয়েছে, ছবির বর্ণনা, তথ্য যাচাই, এমনকি ভাইরাল ভিডিওর সত্যতা নিশ্চিত করাও সম্ভব হবে। এতে করে চ্যাটে শেয়ার হওয়া বিভিন্ন কনটেন্ট সম্পর্কে দ্রুত ও নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাবে।
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, এই ফিচার মিথ্যা তথ্য মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে। ব্যবহারকারীরা ফরোয়ার্ড করা ছবি বা ভিডিও যাচাই করতে মেটা এআই-এর সাহায্য নিতে পারবেন। ফলে ভুল তথ্য ছড়ানো রোধে এটি একটি কার্যকর হাতিয়ার হিসেবে কাজ করবে।
গোপনীয়তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। হোয়াটসঅ্যাপ বলছে, ব্যবহারকারী যেসব কনটেন্ট মেটা এআই-এর সঙ্গে শেয়ার করেন, কেবল সেগুলোই অ্যাকসেস করা হয়। শেয়ার করা তথ্য প্রেরণের সময় সম্পূর্ণ এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকে এবং বিশ্লেষণের পর তা ক্লাউড সার্ভার থেকে মুছে ফেলা হয়।
ফিচারটি ব্যবহারের জন্য ব্যবহারকারীকে ছবি বা ভিডিও নির্বাচন করে ‘শেয়ার’ অপশনে যেতে হবে। সেখানে যদি ‘মেটা এআই’ নামটি দেখা যায়, তাহলে সেই কনটেন্ট সরাসরি চ্যাটবটের কাছে পাঠানো যাবে বিশ্লেষণের জন্য।
এই নতুন ফিচার আসার আগে হোয়াটসঅ্যাপ সম্প্রতি মিডিয়া পাঠানোর সময় অ্যানিমেশন যুক্ত করেছে, যা ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি বার্তার পাঠ্য সহজে কপি করার একটি নতুন পদ্ধতিও পরীক্ষা করছে।
মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন প্ল্যাটফর্মে এআইভিত্তিক প্রযুক্তি একীভূত করার লক্ষ্যে তারা কাজ করছে। হোয়াটসঅ্যাপেও সেই প্রক্রিয়ারই অংশ হিসেবে আসছে একের পর এক নতুন ফিচার। ফলে অ্যাপটি হয়ে উঠছে আরও স্মার্ট, তথ্যসমৃদ্ধ এবং ব্যবহারবান্ধব।
ইনস্টাগ্রামে কারও সঙ্গে চ্যাট করতে গিয়ে কখনো ভুলবশত কারও কাছে ভিন্ন বার্তা চলে যাওয়ার শঙ্কা থাকে। এমন পরিস্থিতিতে মেসেজ ডিলিট করার প্রয়োজনীয়তা অনুভব করা খুবই স্বাভাবিক। তবে ইনস্টাগ্রামে এমন একটি সুবিধা রয়েছে, যার মাধ্যমে আপনি পাঠানো মেসেজটি ‘আনসেন্ড’ বা মুছে ফেলতে পারেন।
১ ঘণ্টা আগেকয়েক সপ্তাহ আগে নিজেদের তৈরি ‘ক্লদ ওপাস’ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের বিরুদ্ধে ব্ল্যাকমেলের অভিযোগ তুলে আলোচনায় এসেছিল এআই গবেষণাপ্রতিষ্ঠান অ্যানথ্রপিক। এবার আরও বিস্তৃত গবেষণা প্রকাশ করে প্রতিষ্ঠানটি বলছে—এই প্রবণতা শুধু ক্লদে নয়, বরং বিশ্বের শীর্ষ এআই মডেলগুলোর মধ্যেই এই ঝুঁকি রয়েছে।
১৬ ঘণ্টা আগেভূগর্ভস্থ পানির পাইপে কোনো ছিদ্র বা ফাটল খুঁজে বের করা যেমন কষ্টসাধ্য, তেমনি ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। প্রায়ই এই কাজের জন্য রাস্তা খুঁড়ে জনদুর্ভোগ সৃষ্টি করতে হয়। তবে এ চিত্র বদলে দিতে পারে ক্ষুদ্রাকৃতির এক রোবট, যা নিজে থেকেই পাইপে ঢুকে ছিদ্র শনাক্ত করে মেরামত করতে পারে।
১৮ ঘণ্টা আগেইন্টারনেটের ইতিহাসে অন্যতম বৃহৎ তথ্য ফাঁসের ঘটনার প্রমাণ পেয়েছেন সাইবার নিরাপত্তা গবেষকরা। ডেটা ব্রিচ বা তথ্য লঙ্ঘনের এই ঘটনায় ফাঁস (লিক) হয়েছে ১৬ বিলিয়ন বা ১৬ শ কোটি লগইন তথ্য ও পাসওয়ার্ড। সাইবারনিউজ ও ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, এই ফাঁস বিশ্বব্যাপী লাখ লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত...
১৮ ঘণ্টা আগে