অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা কোয়ালকম গতকাল সোমবার ব্রিটিশ সেমিকন্ডাক্টর কোম্পানি আলফাওয়েভ অধিগ্রহণের ঘোষণা দিয়েছে। এই অধিগ্রহণের জন্য প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন বা ২৪০ কোটি মার্কিন ডলার খরচ করবে কোয়ালকম। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি শক্তিশালী করতে এই পদক্ষেপ নিয়েছে কোম্পানিটি।
চুক্তি অনুযায়ী, আলফাওয়েভের প্রতি শেয়ারের দাম নির্ধারণ করা হয়েছে ১৮৩ পেন্স (ব্রিটিশ মুদ্রা), যা কোয়ালকমের আগ্রহ প্রকাশের আগের দিনের তুলনায় প্রায় ৯৬ শতাংশ বেশি। খবরটি জানার পর লন্ডনের শেয়ারবাজারে আলফাওয়েভের শেয়ারের দাম প্রায় ২২ শতাংশ বেড়ে গিয়ে কোয়ালকমের প্রস্তাবিত দামের কাছাকাছি পৌঁছায়।
যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানিগুলো সম্প্রতি যুক্তরাজ্যের বাজারে একের পর এক বিনিয়োগ করছে। তুলনামূলক দুর্বল মূল্যায়ন ও মন্থর প্রবৃদ্ধিকে সুযোগ হিসেবে দেখছে তারা।
আলফাওয়েভ মূলত ডেটা সেন্টার, নেটওয়ার্কিং ও স্টোরেজের জন্য সেমিকন্ডাক্টর ডিজাইন ও লাইসেন্স দেয়। তাদের অন্যতম প্রধান প্রযুক্তি ‘সারডেস’ (SerDes), যা চিপে তথ্য প্রক্রিয়াকরণের গতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য অপরিহার্য এবং এটি ব্রডকম ও মার্ভেল টেকনোলজির বহু বিলিয়ন ডলারের চিপ ব্যবসার ভিত্তি হিসেবে কাজ করছে।
চলতি বছরের এপ্রিলে আলফাওয়েভ অধিগ্রহণে আগ্রহ দেখায় কোয়ালকম ও সফটব্যাংকের মালিকানাধীন কোম্পানি আর্ম। তবে আলোচনার প্রাথমিক পর্যায়ে আর্ম পিছু হটে বলে জানিয়েছিল সংবাদ সংস্থা রয়টার্স।
কোয়ালকম যুক্তরাজ্যের টেকওভার প্যানেল থেকে একাধিকবার সময় নিয়ে আলফাওয়েভের শেয়ারহোল্ডারদের জন্য আরও দুটি বিকল্প ‘অল-শেয়ার’-এর (শেয়ারের বিনিময়ে শেয়ার দেওয়া) প্রস্তাবও দিয়েছিল।
আলফাওয়েভ জানায়, নগদভিত্তিক এই অফারের শর্তগুলো ‘ন্যায়সংগত ও গ্রহণযোগ্য’ এবং তারা সর্বসম্মতভাবে শেয়ারহোল্ডারদের এতে সমর্থন দেওয়ার সুপারিশ করবে।
একই দিনে আলফাওয়েভ ঘোষণা দেয়, তারা চীনা বিনিয়োগকারী প্রতিষ্ঠান ওয়াইজ রোড ক্যাপিটালের সঙ্গে যৌথভাবে পরিচালিত উইজওয়েভ প্রকল্প থেকে নিজেদের অংশ রাষ্ট্রায়ত্ত শেয়ারহোল্ডারদের কাছে বিক্রি করেছে।
যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা কোয়ালকম গতকাল সোমবার ব্রিটিশ সেমিকন্ডাক্টর কোম্পানি আলফাওয়েভ অধিগ্রহণের ঘোষণা দিয়েছে। এই অধিগ্রহণের জন্য প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন বা ২৪০ কোটি মার্কিন ডলার খরচ করবে কোয়ালকম। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি শক্তিশালী করতে এই পদক্ষেপ নিয়েছে কোম্পানিটি।
চুক্তি অনুযায়ী, আলফাওয়েভের প্রতি শেয়ারের দাম নির্ধারণ করা হয়েছে ১৮৩ পেন্স (ব্রিটিশ মুদ্রা), যা কোয়ালকমের আগ্রহ প্রকাশের আগের দিনের তুলনায় প্রায় ৯৬ শতাংশ বেশি। খবরটি জানার পর লন্ডনের শেয়ারবাজারে আলফাওয়েভের শেয়ারের দাম প্রায় ২২ শতাংশ বেড়ে গিয়ে কোয়ালকমের প্রস্তাবিত দামের কাছাকাছি পৌঁছায়।
যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানিগুলো সম্প্রতি যুক্তরাজ্যের বাজারে একের পর এক বিনিয়োগ করছে। তুলনামূলক দুর্বল মূল্যায়ন ও মন্থর প্রবৃদ্ধিকে সুযোগ হিসেবে দেখছে তারা।
আলফাওয়েভ মূলত ডেটা সেন্টার, নেটওয়ার্কিং ও স্টোরেজের জন্য সেমিকন্ডাক্টর ডিজাইন ও লাইসেন্স দেয়। তাদের অন্যতম প্রধান প্রযুক্তি ‘সারডেস’ (SerDes), যা চিপে তথ্য প্রক্রিয়াকরণের গতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য অপরিহার্য এবং এটি ব্রডকম ও মার্ভেল টেকনোলজির বহু বিলিয়ন ডলারের চিপ ব্যবসার ভিত্তি হিসেবে কাজ করছে।
চলতি বছরের এপ্রিলে আলফাওয়েভ অধিগ্রহণে আগ্রহ দেখায় কোয়ালকম ও সফটব্যাংকের মালিকানাধীন কোম্পানি আর্ম। তবে আলোচনার প্রাথমিক পর্যায়ে আর্ম পিছু হটে বলে জানিয়েছিল সংবাদ সংস্থা রয়টার্স।
কোয়ালকম যুক্তরাজ্যের টেকওভার প্যানেল থেকে একাধিকবার সময় নিয়ে আলফাওয়েভের শেয়ারহোল্ডারদের জন্য আরও দুটি বিকল্প ‘অল-শেয়ার’-এর (শেয়ারের বিনিময়ে শেয়ার দেওয়া) প্রস্তাবও দিয়েছিল।
আলফাওয়েভ জানায়, নগদভিত্তিক এই অফারের শর্তগুলো ‘ন্যায়সংগত ও গ্রহণযোগ্য’ এবং তারা সর্বসম্মতভাবে শেয়ারহোল্ডারদের এতে সমর্থন দেওয়ার সুপারিশ করবে।
একই দিনে আলফাওয়েভ ঘোষণা দেয়, তারা চীনা বিনিয়োগকারী প্রতিষ্ঠান ওয়াইজ রোড ক্যাপিটালের সঙ্গে যৌথভাবে পরিচালিত উইজওয়েভ প্রকল্প থেকে নিজেদের অংশ রাষ্ট্রায়ত্ত শেয়ারহোল্ডারদের কাছে বিক্রি করেছে।
ইনস্টাগ্রামে প্রতিদিন অনেকের সঙ্গে বার্তা আদান-প্রদান করা হয়। তবে এত চ্যাটের মাঝে কোনো গুরুত্বপূর্ণ কথোপকথন খুঁজে বের করা প্রায়ই সময়সাপেক্ষ হয়ে পড়ে। এই সমস্যার সহজ সমাধান হলো চ্যাট পিন করা। ইনস্টাগ্রামের এই ফিচারটি ব্যবহার করে গুরুত্বপূর্ণ বা প্রিয় চ্যাটগুলো ওপরের দিকে রাখা যায়। ফলে নতুন কোনো...
১৪ ঘণ্টা আগেসাইবার সুরক্ষায় বড় এক পরিবর্তনের দিকে এগোচ্ছে ফেসবুক। অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে নতুন একটি ফিচার—‘পাসকি’। পাসওয়ার্ডের বিকল্প এই আধুনিক লগইন পদ্ধতি সহজে ব্যবহার করা যায় এবং অনলাইনে ফিশিং ও তথ্য চুরির মতো হুমকি থেকে অধিক সুরক্ষা দেয়।
১ দিন আগেনব্বই দশকের পুরোনো প্রযুক্তি নিয়ে কথা উঠলেই অনেকেই মনে করেন ওয়াকম্যান, পোলারয়েড ক্যামেরা কিংবা সিডির কথা। তবে যে প্রযুক্তিটি একসময়ে কম্পিউটারের প্রধান স্টোরেজ মাধ্যম ছিল, সেই ফ্লপি ডিস্ক যেন একেবারেই ভুলে যাওয়া এক অধ্যায়। এখনো কম্পিউটারে ‘সেভ’ আইকন হিসেবে এর প্রতীক ব্যবহৃত হলেও বাস্তব জীবনে এ নিয়ে
১ দিন আগেখেলনা থেকে শুরু করে বিভিন্ন বস্তু প্রিন্ট করা যায় থ্রিডি প্রিন্টারের মাধ্যমে। এই অত্যাধুনিক প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনে সুবিধা আনলেও, এর অপব্যবহার আজ বৈশ্বিক নিরাপত্তার জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে। কারণ, এই একই প্রযুক্তি ব্যবহার করে ঘরে বসেই তৈরি করা যাচ্ছে প্রাণঘাতী বন্দুক। শুধু অস্ত্রই নয়,
১ দিন আগে