ইন্টারনেটের অন্যতম পুরোনো এবং পরিচিত ডোমেইন ‘চ্যাট ডট কম’–কে অধিগ্রহণ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক কোম্পানি ওপেনএআই। এটি কোম্পানির জন্য অনেক বড় পদক্ষেপ। কারণ আজ থেকে যেকেউ ব্রাউজারে ‘Chat. com’ টাইপ করলে তা সরাসরি জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির কাছে নিয়ে যাবে।
এই অধিগ্রহণের বিষয়ে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে ঘোষনা দেন স্যাম অল্টম্যান। পরবর্তীতে ওপেনএআই–এর এক মুখপাত্র অধিগ্রহণের বিষয়টি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চকে নিশ্চিত করেন। তবে এই ডোমেইনটি কিনতে কোম্পানি কত অর্থ ব্যয় করেছে তা জানায়নি ওপেনএআই।
এই অধিগ্রহণটি ওপেনএআই এর মূল্যবান সম্পদ হিসেবে যুক্ত হবে। কারণ এর মাধ্যমে চ্যাটজিপিটকে কে আরও সহজলভ্য এবং পরিচিত করতে পারবে ওপেনএআই।
গত মার্চ মাসে শাহ বলেন, তিনি চ্যাট ডট কম ডোমেইনটি একটি অজ্ঞাত ক্রেতার কাছে বিক্রি করেন। আজ তিনি এক্সে একটি পোস্টের মাধ্যমে ক্রেতার পরিচয় প্রকাশ করেছে। তিনি বলেন, ওপেনএআই এই ডোমেইনটি অধিগ্রহণ করেছে। শাহ আরও ইঙ্গিত দিয়েছেন যে, তিনি সম্ভবত এই চুক্তির অংশ হিসেবে ওপেনএআই–এর শেয়ারও পেয়েছেন। যদিও বিষয়টি এখনও গোপন রাখা হয়েছে।
এই ডোমেইন চ্যাটজিপিটতে যুক্ত হওয়া সত্ত্বেও এটি ওপেনএআই ব্র্যান্ডের বড় পরিবর্তনকে চিহ্নিত করে না। কারণ ডোমেইনটি শুধু ব্যবহারকারীদের চ্যাটবটের দিকে রিডাইরেক্ট করে Chat. com–কে একটি স্বাধীন ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করে না।
ওপেনএআই–এর পরিচিতি বাড়ানো এবং বড় প্রযুক্তিতে আগ্রহী দর্শকদের আকর্ষণ করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।
এখন পর্যন্ত ওপেনএআই অধিগ্রহণের বিস্তারিত তথ্য সম্পর্কে চুপ রয়েছে। তাই প্রযুক্তি বিশেষজ্ঞরা ‘Chat.com’–এর ভবিষ্যতের প্রভাব নিয়ে অনুমান করতে শুরু করেছেন। এই ডোমেইনের অধিগ্রহণ এআইভিত্তিক প্রযুক্তির দৃশ্যপটে কী ধরনের পরিবর্তন আনতে পারে তা নিয়ে নানা ধারণা তৈরি হচ্ছে।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে
ইন্টারনেটের অন্যতম পুরোনো এবং পরিচিত ডোমেইন ‘চ্যাট ডট কম’–কে অধিগ্রহণ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক কোম্পানি ওপেনএআই। এটি কোম্পানির জন্য অনেক বড় পদক্ষেপ। কারণ আজ থেকে যেকেউ ব্রাউজারে ‘Chat. com’ টাইপ করলে তা সরাসরি জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির কাছে নিয়ে যাবে।
এই অধিগ্রহণের বিষয়ে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে ঘোষনা দেন স্যাম অল্টম্যান। পরবর্তীতে ওপেনএআই–এর এক মুখপাত্র অধিগ্রহণের বিষয়টি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চকে নিশ্চিত করেন। তবে এই ডোমেইনটি কিনতে কোম্পানি কত অর্থ ব্যয় করেছে তা জানায়নি ওপেনএআই।
এই অধিগ্রহণটি ওপেনএআই এর মূল্যবান সম্পদ হিসেবে যুক্ত হবে। কারণ এর মাধ্যমে চ্যাটজিপিটকে কে আরও সহজলভ্য এবং পরিচিত করতে পারবে ওপেনএআই।
গত মার্চ মাসে শাহ বলেন, তিনি চ্যাট ডট কম ডোমেইনটি একটি অজ্ঞাত ক্রেতার কাছে বিক্রি করেন। আজ তিনি এক্সে একটি পোস্টের মাধ্যমে ক্রেতার পরিচয় প্রকাশ করেছে। তিনি বলেন, ওপেনএআই এই ডোমেইনটি অধিগ্রহণ করেছে। শাহ আরও ইঙ্গিত দিয়েছেন যে, তিনি সম্ভবত এই চুক্তির অংশ হিসেবে ওপেনএআই–এর শেয়ারও পেয়েছেন। যদিও বিষয়টি এখনও গোপন রাখা হয়েছে।
এই ডোমেইন চ্যাটজিপিটতে যুক্ত হওয়া সত্ত্বেও এটি ওপেনএআই ব্র্যান্ডের বড় পরিবর্তনকে চিহ্নিত করে না। কারণ ডোমেইনটি শুধু ব্যবহারকারীদের চ্যাটবটের দিকে রিডাইরেক্ট করে Chat. com–কে একটি স্বাধীন ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করে না।
ওপেনএআই–এর পরিচিতি বাড়ানো এবং বড় প্রযুক্তিতে আগ্রহী দর্শকদের আকর্ষণ করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।
এখন পর্যন্ত ওপেনএআই অধিগ্রহণের বিস্তারিত তথ্য সম্পর্কে চুপ রয়েছে। তাই প্রযুক্তি বিশেষজ্ঞরা ‘Chat.com’–এর ভবিষ্যতের প্রভাব নিয়ে অনুমান করতে শুরু করেছেন। এই ডোমেইনের অধিগ্রহণ এআইভিত্তিক প্রযুক্তির দৃশ্যপটে কী ধরনের পরিবর্তন আনতে পারে তা নিয়ে নানা ধারণা তৈরি হচ্ছে।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে
বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা এবার খেলোয়াড় ও স্পোর্টসপ্রেমীদের জন্য বাজারে আনছে নতুন প্রজন্মের পারফরম্যান্স এআই চশমা। জনপ্রিয় চশমার ব্র্যান্ড ওকলের সঙ্গে যৌথভাবে এটি তৈরি করেছে মেটা। খেলার সময় বিভিন্ন মুহূর্ত ধারণ করবে ‘ওকলে মেটা এইচএসটিএন’ নামে এই স্মার্ট গ্লাস।
৬ মিনিট আগেইনস্টাগ্রামে কারও সঙ্গে চ্যাট করতে গিয়ে কখনো ভুলবশত কারও কাছে ভিন্ন বার্তা চলে যাওয়ার শঙ্কা থাকে। এমন পরিস্থিতিতে মেসেজ ডিলিট করার প্রয়োজনীয়তা অনুভব করা খুবই স্বাভাবিক। তবে ইনস্টাগ্রামে এমন একটি সুবিধা রয়েছে, যার মাধ্যমে আপনি পাঠানো মেসেজটি ‘আনসেন্ড’ বা মুছে ফেলতে পারেন।
৩ ঘণ্টা আগেকয়েক সপ্তাহ আগে নিজেদের তৈরি ‘ক্লদ ওপাস’ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের বিরুদ্ধে ব্ল্যাকমেলের অভিযোগ তুলে আলোচনায় এসেছিল এআই গবেষণাপ্রতিষ্ঠান অ্যানথ্রপিক। এবার আরও বিস্তৃত গবেষণা প্রকাশ করে প্রতিষ্ঠানটি বলছে—এই প্রবণতা শুধু ক্লদে নয়, বরং বিশ্বের শীর্ষ এআই মডেলগুলোর মধ্যেই এই ঝুঁকি রয়েছে।
১৯ ঘণ্টা আগেভূগর্ভস্থ পানির পাইপে কোনো ছিদ্র বা ফাটল খুঁজে বের করা যেমন কষ্টসাধ্য, তেমনি ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। প্রায়ই এই কাজের জন্য রাস্তা খুঁড়ে জনদুর্ভোগ সৃষ্টি করতে হয়। তবে এ চিত্র বদলে দিতে পারে ক্ষুদ্রাকৃতির এক রোবট, যা নিজে থেকেই পাইপে ঢুকে ছিদ্র শনাক্ত করে মেরামত করতে পারে।
২০ ঘণ্টা আগে