অনলাইন ডেস্ক
চলতি বছরের কিছু স্মরণীয় মুহূর্ত বিশেষভাবে তুলে ধরার জন্য ‘রিক্যাপ’ ফিচার যুক্ত হলো গুগল ফটোজে। এটি সারা বছরের বাছাই করা গুরুত্বপূর্ণ ছবিগুলো নিয়ে একটি ছোট দৈর্ঘ্যের ভিডিও বানাবে। এই ভিডিওতে ‘মজাদার গ্রাফিকস এবং সিনেমাটিক ইফেক্টস’সহ প্রদর্শিত হয়। ফিচারটি গত মাসের ছবিগুলোর একটি সারসংক্ষেপ তৈরি করে।
গত কয়েক বছর ধরে একটি বার্ষিক রিভিউ ফিচার দেখায় গুগল ফটোজ। তবে স্পটিফাই র্যাপড ফিচারের সঙ্গে এবারের ফিচারটির আরও বেশি মিল রয়েছে।
২০২৪ রিক্যাপে যেসব তথ্য অন্তর্ভুক্ত থাকবে সেগুলো হলো—আপনি কয়টি ছবি তুলেছেন, একটানা কত দিন ছবি তুলেছেন, ছবিতে যেসব রং সবচেয়ে বেশি দেখা গেছে, কাদের ছবি সবচেয়ে বেশি তোলা হয়েছে এবং কাদের সঙ্গে সবচেয়ে বেশি হেসেছেন।
গুগল জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্রে নির্বাচিত ব্যবহারকারীরা যাঁরা ফটজ অ্যাপে জেমিনি ফিচার চালু করেছেন, তাঁরা রিক্যাপ ফিচারের আরেকটি একটি সংস্করণ দেখতে পাবেন। এই অপশনে ব্যক্তিগত ক্যাপশন যোগ করে ‘এ বছরের দুটি সবচেয়ে বড় মুহূর্ত’ তুলে ধরা যাবে।
গুগল ফটোজের মেমোরিজ ক্যারোসলে ডিসেম্বরে মাসজুড়ে রিক্যাপ ফিচারটি দেখা যাবে। এরপর জানুয়ারিতে এটি ফটো গ্রিডে স্থানান্তরিত হবে। ব্যবহারকারীরা চাইলে এগুলো সেভও করতে পারবেন এবং মেসেজিং ও সোশ্যাল মিডিয়া অ্যাপে শেয়ার করতে পারবেন। তবে এই ফিচারের কিছু শর্ত রয়েছে—রিক্যাপ শুধু সেই ফটোজ ব্যবহারকারীদের দেখানো হবে, যাঁরা সেটিংস থেকে ফেস গ্রুপস ফিচারটি চালু করেছেন। ফেস গ্রুপস ফিচারটি সাদৃশ্যপূর্ণ মুখগুলো চিহ্নিত করে এবং গ্রুপ করে রাখে। রিক্যাপ ফিচারের কিছু আঞ্চলিক সীমাবদ্ধতা রয়েছে, তাই বছরের শেষের হাইলাইটগুলো সব দেশের ব্যবহারকারীরা না-ও দেখতে পারে।
সম্প্রতি গুগল ফটোজে ‘ডিভাইস ব্যাকআপ আনডু’ নামে নতুন একটি ফিচার যুক্ত হয়েছে। এটি ব্যবহারকারীদের অ্যাকাউন্টে আপলোড হওয়া সব ছবি ও ভিডিও একটি নির্দিষ্ট ডিভাইস থেকে সহজেই সরিয়ে ফেলতে সাহায্য করবে।
এই নতুন ফিচার বিশেষভাবে তাঁদের জন্য, যাঁরা চান না তাঁদের ডিভাইসের সব ছবি এবং ভিডিও স্বয়ংক্রিয়ভাবে ক্লাউডে ব্যাকআপ হয়ে যাক। উদাহরণস্বরূপ, হয়তো আপনি নতুন ফোন নিয়েছেন এবং পুরোনো ছবি গুগল ফটোজ স্টোরেজে জায়গা নিচ্ছে অথবা কিছু ব্যক্তিগত ছবি ক্যাপচার করেছেন যেগুলো আপনি অফলাইনে রাখতে চান।
চলতি বছরের কিছু স্মরণীয় মুহূর্ত বিশেষভাবে তুলে ধরার জন্য ‘রিক্যাপ’ ফিচার যুক্ত হলো গুগল ফটোজে। এটি সারা বছরের বাছাই করা গুরুত্বপূর্ণ ছবিগুলো নিয়ে একটি ছোট দৈর্ঘ্যের ভিডিও বানাবে। এই ভিডিওতে ‘মজাদার গ্রাফিকস এবং সিনেমাটিক ইফেক্টস’সহ প্রদর্শিত হয়। ফিচারটি গত মাসের ছবিগুলোর একটি সারসংক্ষেপ তৈরি করে।
গত কয়েক বছর ধরে একটি বার্ষিক রিভিউ ফিচার দেখায় গুগল ফটোজ। তবে স্পটিফাই র্যাপড ফিচারের সঙ্গে এবারের ফিচারটির আরও বেশি মিল রয়েছে।
২০২৪ রিক্যাপে যেসব তথ্য অন্তর্ভুক্ত থাকবে সেগুলো হলো—আপনি কয়টি ছবি তুলেছেন, একটানা কত দিন ছবি তুলেছেন, ছবিতে যেসব রং সবচেয়ে বেশি দেখা গেছে, কাদের ছবি সবচেয়ে বেশি তোলা হয়েছে এবং কাদের সঙ্গে সবচেয়ে বেশি হেসেছেন।
গুগল জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্রে নির্বাচিত ব্যবহারকারীরা যাঁরা ফটজ অ্যাপে জেমিনি ফিচার চালু করেছেন, তাঁরা রিক্যাপ ফিচারের আরেকটি একটি সংস্করণ দেখতে পাবেন। এই অপশনে ব্যক্তিগত ক্যাপশন যোগ করে ‘এ বছরের দুটি সবচেয়ে বড় মুহূর্ত’ তুলে ধরা যাবে।
গুগল ফটোজের মেমোরিজ ক্যারোসলে ডিসেম্বরে মাসজুড়ে রিক্যাপ ফিচারটি দেখা যাবে। এরপর জানুয়ারিতে এটি ফটো গ্রিডে স্থানান্তরিত হবে। ব্যবহারকারীরা চাইলে এগুলো সেভও করতে পারবেন এবং মেসেজিং ও সোশ্যাল মিডিয়া অ্যাপে শেয়ার করতে পারবেন। তবে এই ফিচারের কিছু শর্ত রয়েছে—রিক্যাপ শুধু সেই ফটোজ ব্যবহারকারীদের দেখানো হবে, যাঁরা সেটিংস থেকে ফেস গ্রুপস ফিচারটি চালু করেছেন। ফেস গ্রুপস ফিচারটি সাদৃশ্যপূর্ণ মুখগুলো চিহ্নিত করে এবং গ্রুপ করে রাখে। রিক্যাপ ফিচারের কিছু আঞ্চলিক সীমাবদ্ধতা রয়েছে, তাই বছরের শেষের হাইলাইটগুলো সব দেশের ব্যবহারকারীরা না-ও দেখতে পারে।
সম্প্রতি গুগল ফটোজে ‘ডিভাইস ব্যাকআপ আনডু’ নামে নতুন একটি ফিচার যুক্ত হয়েছে। এটি ব্যবহারকারীদের অ্যাকাউন্টে আপলোড হওয়া সব ছবি ও ভিডিও একটি নির্দিষ্ট ডিভাইস থেকে সহজেই সরিয়ে ফেলতে সাহায্য করবে।
এই নতুন ফিচার বিশেষভাবে তাঁদের জন্য, যাঁরা চান না তাঁদের ডিভাইসের সব ছবি এবং ভিডিও স্বয়ংক্রিয়ভাবে ক্লাউডে ব্যাকআপ হয়ে যাক। উদাহরণস্বরূপ, হয়তো আপনি নতুন ফোন নিয়েছেন এবং পুরোনো ছবি গুগল ফটোজ স্টোরেজে জায়গা নিচ্ছে অথবা কিছু ব্যক্তিগত ছবি ক্যাপচার করেছেন যেগুলো আপনি অফলাইনে রাখতে চান।
বিশ্বের শীর্ষ ১০ স্মার্টফোন ব্র্যান্ডের একটি হিসেবে স্বীকৃতি পেয়েছে উদ্ভাবনী স্মার্টফোন ব্র্যান্ড টেকনো। ২০২৪-২৫ সালের জন্য মর্যাদাপূর্ণ সিইএস গ্লোবাল টপ ব্র্যান্ডস অ্যাওয়ার্ড ও প্রোডাক্ট ইনোভেশন অ্যাওয়ার্ডস জিতেছে ব্র্যান্ডটি। এর মাধ্যমে টানা তৃতীয়বার এ সম্মানে ভূষিত হলো টেকনো।
১১ ঘণ্টা আগেসংগীতপ্রেমীদের কথা মাথায় রেখে ‘মিউজিক অব স্ট্যাটাস’ নামের নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। নতুন ফিচারটির মাধ্যমে স্ট্যাটাসে সঙ্গে সহজেই মিউজিক যুক্ত করতে পারবেন ব্যবহারকারীরা। এটি ইনস্টাগ্রামের মিউজিক নোটের মতো কাজ করবে।
১৮ ঘণ্টা আগেপ্রতিবছরের মতো এবারও বার্ষিক ‘অ্যানপ্যাকড ইভেন্টে’–এর মাধ্যমে নতুন পণ্য ও সেবা উন্মোচন করবে স্যামসাং। ২২ জানুয়ারি বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে এই ইভেন্ট অনুষ্ঠিত হবে। বিভিন্ন তথ্য সূত্র অনুয়ায়ী, এই ইভেন্টে গ্যালাক্সি এস ২৫ ফোনের সিরিজ সবার সামনে নিয়ে আসবে কোম্পানিটি। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিম
১৯ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রযুক্তি খাতের প্রভাবশালী ব্যক্তিরা। তবে এই অনুষ্ঠানে আসন ব্যবস্থা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। কারণ মন্ত্রিসভার প্রস্তাবিত সদস্যদের সামনে আসন দেওয়া হয়েছিল এসব প্রযুক্তি বিলিনিয়ারদের। এই ঘটনাকে অলিগার্কি (রাষ্ট্রীয় ক্ষমতা গুটিকয়েক
১ দিন আগে