
নিজের উইম্বলডন ট্রফি খুঁজে পাচ্ছেন না বরিস বেকার। বাধ্য হয়ে আদালতের কাছে তাঁকে এটাই বলতে হলো। কারণ, সাবেক এই টেনিস তারকাকে ২০১৭ সালে দেউলিয়া ঘোষণা করেছিল ব্যাংক। ছয়বারের গ্র্যান্ড স্লাম জয়ী বেকার আদালতের কাছে জানিয়েছেন, উইম্বলডন ট্রফি খুঁজে পেলে তিনি তা দিয়ে দেবেন।
বেকারের সম্পত্তির মধ্যে আছে ৯টি ট্রফি ও পদক, যা তিনি গ্র্যান্ড স্লামসহ বিভিন্ন প্রতিযোগিতায় জিতেছিলেন। এর মধ্যে অনেক ট্রফির ব্যাপারে আদালতে কিছুই জানাননি তিনি। তাঁর নামে আদালতে ২৪টি অভিযোগ আছে, যার সবই তিনি অস্বীকার করেছেন। আদালতে সাবেক এক নম্বর এই জার্মান টেনিস তারকা জানিয়েছেন, আর্থিক অবস্থা ফেরাতে তিনি তাঁর সম্পত্তি বিক্রি করে দিয়েছেন।
বেকার জানিয়েছেন, তাঁর জেতা অনেক ট্রফি, পদক ও স্মারক হারিয়ে গেছে। কোথায় ট্রফি রেখেছেন, তা জানতে চাইলে বেকার বলেন, ‘এই মুহূর্তে কোথায় ট্রফিগুলো রয়েছে তা মনে রাখার মতো মানসিক অবস্থা নেই।’
বেকার জানান, যেকোনো খেলোয়াড়ের কাছে জেতাটাই মুখ্য, শিরোপা নয়। তাই খেলোয়াড়ি জীবনে তিনি সেদিকেই বেশি মনোযোগ দিয়েছেন, ‘খেলোয়াড়দের কাছে জেতাটাই শেষ কথা। খেলার সময় জেতাটাই প্রাধান্য পায়। ট্রফি অতটা গুরুত্ব পায় না। এখন মনে হয়, আমার সন্তানদের তা দেখাতে হবে।’
বেকারের আর্থিক অবস্থা খারাপ হওয়া শুরু হয় ২০১৪ সালে। সেই বছর আর্থিক দুরবস্থায় পড়লে ১২ লাখ পাউন্ড (১১ কোটি টাকারও বেশি) ২৫ শতাংশ সুদে ধার নিয়েছিলেন ধনকুবের জন কডওয়েলের কাছ থেকে। তার পরের বছরই বেসরকারি ব্যাংক থেকে ৩.৮৫ মিলিয়ন পাউন্ড (৩৮ কোটি টাকারও বেশি) ধার নেন। আদালতে বেকার জানিয়েছেন, স্পেনের মায়োরকায় কেনা তাঁর সম্পত্তি তিনি বিক্রি করে দিয়েছেন দেনা শোধ করার জন্য। এ ছাড়াও আদালতকে বেকার বলেছেন, তাঁকে এভাবে দেউলিয়া ঘোষণা করায় তাঁর ভাবমূর্তি যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, একইসঙ্গে তাঁর আয়ও কমেছে।

নিজের উইম্বলডন ট্রফি খুঁজে পাচ্ছেন না বরিস বেকার। বাধ্য হয়ে আদালতের কাছে তাঁকে এটাই বলতে হলো। কারণ, সাবেক এই টেনিস তারকাকে ২০১৭ সালে দেউলিয়া ঘোষণা করেছিল ব্যাংক। ছয়বারের গ্র্যান্ড স্লাম জয়ী বেকার আদালতের কাছে জানিয়েছেন, উইম্বলডন ট্রফি খুঁজে পেলে তিনি তা দিয়ে দেবেন।
বেকারের সম্পত্তির মধ্যে আছে ৯টি ট্রফি ও পদক, যা তিনি গ্র্যান্ড স্লামসহ বিভিন্ন প্রতিযোগিতায় জিতেছিলেন। এর মধ্যে অনেক ট্রফির ব্যাপারে আদালতে কিছুই জানাননি তিনি। তাঁর নামে আদালতে ২৪টি অভিযোগ আছে, যার সবই তিনি অস্বীকার করেছেন। আদালতে সাবেক এক নম্বর এই জার্মান টেনিস তারকা জানিয়েছেন, আর্থিক অবস্থা ফেরাতে তিনি তাঁর সম্পত্তি বিক্রি করে দিয়েছেন।
বেকার জানিয়েছেন, তাঁর জেতা অনেক ট্রফি, পদক ও স্মারক হারিয়ে গেছে। কোথায় ট্রফি রেখেছেন, তা জানতে চাইলে বেকার বলেন, ‘এই মুহূর্তে কোথায় ট্রফিগুলো রয়েছে তা মনে রাখার মতো মানসিক অবস্থা নেই।’
বেকার জানান, যেকোনো খেলোয়াড়ের কাছে জেতাটাই মুখ্য, শিরোপা নয়। তাই খেলোয়াড়ি জীবনে তিনি সেদিকেই বেশি মনোযোগ দিয়েছেন, ‘খেলোয়াড়দের কাছে জেতাটাই শেষ কথা। খেলার সময় জেতাটাই প্রাধান্য পায়। ট্রফি অতটা গুরুত্ব পায় না। এখন মনে হয়, আমার সন্তানদের তা দেখাতে হবে।’
বেকারের আর্থিক অবস্থা খারাপ হওয়া শুরু হয় ২০১৪ সালে। সেই বছর আর্থিক দুরবস্থায় পড়লে ১২ লাখ পাউন্ড (১১ কোটি টাকারও বেশি) ২৫ শতাংশ সুদে ধার নিয়েছিলেন ধনকুবের জন কডওয়েলের কাছ থেকে। তার পরের বছরই বেসরকারি ব্যাংক থেকে ৩.৮৫ মিলিয়ন পাউন্ড (৩৮ কোটি টাকারও বেশি) ধার নেন। আদালতে বেকার জানিয়েছেন, স্পেনের মায়োরকায় কেনা তাঁর সম্পত্তি তিনি বিক্রি করে দিয়েছেন দেনা শোধ করার জন্য। এ ছাড়াও আদালতকে বেকার বলেছেন, তাঁকে এভাবে দেউলিয়া ঘোষণা করায় তাঁর ভাবমূর্তি যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, একইসঙ্গে তাঁর আয়ও কমেছে।

দেশের ক্রিকেটে ক্রিকেটারদের ধর্মঘট আগেও দেখা গেছে। তবে এবার যেন ছাড়িয়ে গেল অতীতের সবকিছু। আন্তর্জাতিক পর্যায়ের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট বিপিএলের ম্যাচ হয়নি ক্রিকেটারদের বয়কটের সিদ্ধান্তে।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেটের চলমান জটিলতা আপাতত দূর হয়েছে। রাতে বিসিবি-ক্রিকেটারদের সভায় বিপিএল শুক্রবার থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু সংবাদমাধ্যমকে বলেন...
১০ ঘণ্টা আগে
খেলা বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ক্রিকেটাররা। ফিরতে চান খেলায়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (বিসিবি)।
১৩ ঘণ্টা আগে
দেশের ক্রিকেটে গুমোট একটা পরিবেশ চলছে বেশ কয়েকদিন ধরে। প্রথমে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ইস্যুর পর এবার মুখোমুখি অবস্থানে বিসিবি ও ক্রিকেটাররা। বিবাদের আঁচ পড়ছে একের পর এক। এমন অবস্থায় ঐক্যের ডাক দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১৪ ঘণ্টা আগে