
ঢাকা: রাফায়েল নাদালের বিপক্ষে সেমিফাইনালের ম্যাচটা নোভাক জোকোভিচের জীবনের সেরা তিন ম্যাচের একটা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন এই সার্বিয়ান তারকা। লাল দুর্গে নাদালকে যেখানে একবারের বেশি কেউ হারাতে পারেননি, সেখানে একমাত্র জোকোভিচই নাদালকে হারের স্বাদ দিলেন দুবার। ইতিহাস গড়া জয়ে তাই অনুভূতিটা একটু বিশেষ হওয়াই তো স্বাভাবিক!
নাদাল তাঁর ক্যারিয়ারের ২০ গ্র্যান্ড স্লামের ১৩টিই জিতেছেন কাদামাটির কোর্টে। গত ফ্রেঞ্চ ওপেনেও জোকোভিচকে হারিয়েই শিরোপা জিতেছিলেন নাদাল। ক্লে কোর্টে এর আগে ১০৮ ম্যাচের দুটিতে হেরেছিলেন নাদাল। কাল ম্যাচেও প্রথম সেট জিতে ক্লে কোর্টে নিজের দাপটের ইঙ্গিত দিচ্ছিলেন। তার পরও নাদালকে জিততে দেননি জোকোভিচ। জয়ের পর দারুণ উচ্ছ্বসিত জোকোভিচ বলেছেন, ‘নিশ্চিতভাবে রোঁলা গারোঁতে খেলা এটা আমার সেরা ম্যাচ। জীবনের সেরা তিন ম্যাচের একটি এই ম্যাচ । কোর্টে আমার সবচেয়ে বড় প্রতিপক্ষের বিরুদ্ধে খেলছিলাম, যিনি কিনা অনেক দিন ধরে নিজের ক্ষমতায় এই জায়গাটা ধরে রেখেছিলেন। এই কোর্টে রাফার সঙ্গে জিততে হলে আপনাকে সেরা খেলাটাই খেলতে হবে এবং আমি সেরাটাই খেলেছি।’
ম্যাচের শুরু থেকে আত্মবিশ্বাসী ছিলেন জোকোভিচ। তাই প্রথম সেট হারের পর যেমন পরের সেটেই ম্যাচে ফিরেছেন, তেমনি শেষ সেটে প্রথম দুই গেমে হেরেও শেষ পর্যন্ত সেট জিতে জয় নিশ্চিত করেছেন, ‘শুরুতে আমি খুব একটা ভালো করতে পারিনি, তবে বিশ্বাস ছিল আমি বলটা ঠিকঠাক মারতে মারব এবং আমি সেটাই করছিলাম । এটাই আমাকে ম্যাচে টিকিয়ে রেখেছিল। আমার দিক থেকে সার্ভগুলো ভালো হচ্ছিল না এদিন। শেষ সেটে প্রথম দুই গেমে (০-২ ) পিছিয়ে পড়ার পর সার্ভগুলো কাজে দিতে শুরু করে।’

ঢাকা: রাফায়েল নাদালের বিপক্ষে সেমিফাইনালের ম্যাচটা নোভাক জোকোভিচের জীবনের সেরা তিন ম্যাচের একটা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন এই সার্বিয়ান তারকা। লাল দুর্গে নাদালকে যেখানে একবারের বেশি কেউ হারাতে পারেননি, সেখানে একমাত্র জোকোভিচই নাদালকে হারের স্বাদ দিলেন দুবার। ইতিহাস গড়া জয়ে তাই অনুভূতিটা একটু বিশেষ হওয়াই তো স্বাভাবিক!
নাদাল তাঁর ক্যারিয়ারের ২০ গ্র্যান্ড স্লামের ১৩টিই জিতেছেন কাদামাটির কোর্টে। গত ফ্রেঞ্চ ওপেনেও জোকোভিচকে হারিয়েই শিরোপা জিতেছিলেন নাদাল। ক্লে কোর্টে এর আগে ১০৮ ম্যাচের দুটিতে হেরেছিলেন নাদাল। কাল ম্যাচেও প্রথম সেট জিতে ক্লে কোর্টে নিজের দাপটের ইঙ্গিত দিচ্ছিলেন। তার পরও নাদালকে জিততে দেননি জোকোভিচ। জয়ের পর দারুণ উচ্ছ্বসিত জোকোভিচ বলেছেন, ‘নিশ্চিতভাবে রোঁলা গারোঁতে খেলা এটা আমার সেরা ম্যাচ। জীবনের সেরা তিন ম্যাচের একটি এই ম্যাচ । কোর্টে আমার সবচেয়ে বড় প্রতিপক্ষের বিরুদ্ধে খেলছিলাম, যিনি কিনা অনেক দিন ধরে নিজের ক্ষমতায় এই জায়গাটা ধরে রেখেছিলেন। এই কোর্টে রাফার সঙ্গে জিততে হলে আপনাকে সেরা খেলাটাই খেলতে হবে এবং আমি সেরাটাই খেলেছি।’
ম্যাচের শুরু থেকে আত্মবিশ্বাসী ছিলেন জোকোভিচ। তাই প্রথম সেট হারের পর যেমন পরের সেটেই ম্যাচে ফিরেছেন, তেমনি শেষ সেটে প্রথম দুই গেমে হেরেও শেষ পর্যন্ত সেট জিতে জয় নিশ্চিত করেছেন, ‘শুরুতে আমি খুব একটা ভালো করতে পারিনি, তবে বিশ্বাস ছিল আমি বলটা ঠিকঠাক মারতে মারব এবং আমি সেটাই করছিলাম । এটাই আমাকে ম্যাচে টিকিয়ে রেখেছিল। আমার দিক থেকে সার্ভগুলো ভালো হচ্ছিল না এদিন। শেষ সেটে প্রথম দুই গেমে (০-২ ) পিছিয়ে পড়ার পর সার্ভগুলো কাজে দিতে শুরু করে।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল আলোচনায় ছিলেন মোহাম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইসাখিল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসকে ৪১ রানের জয় এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বাপ-বেটা। বাইশ গজে দারুণ পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে হাজির হন তাঁরা দুজন।
৩৮ মিনিট আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ দেখে কিছুটা অবাক-ই হয়েছিল সবাই। যেখানে ছিল না তাসকিন আহমেদের নাম। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের মনে। ম্যাচ শেষে কৌতুহল দূর করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার যে তথ্য দিলেন তাতে করে তাসকিনকে নিয়ে চিন্তায় পড়ে যা
১ ঘণ্টা আগে
নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল ভারতে পাঠাবে না সংস্থাটি। তবে বিসিবির এই আবেদন আইসিসির পক্ষে গ্রহণ করার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলোর জন্য ভারতেই বিকল্প ভেন্যুর কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। এমনটাই জানিয়েছে ভারতীয়
২ ঘণ্টা আগে
আরও একবার স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল বার্সেলোনা। ফাইনালে গতকাল রাতে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারায় কাতালানরা। শিরোপা জেতায় স্বাভাবিকভাবেই বেজায় খুশি স্প্যানিশ জায়ান্টরা। তবে জয়টি যখন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে তখন সেটা হয়ে দাঁড়ায় বিশেষ কিছুই; তেমনটাই মনে করিয়ে দিলেন বার্সার কোচ হান্সি
৩ ঘণ্টা আগে