
টেনিসের কিংবদন্তি রজার ফেদেরার। যাঁর রয়েছে শুধু অগণিত ভক্ত। টেনিস থেকে এমন একজন ব্যক্তিত্বের অবসরের ঘোষণায় ক্রীড়াঙ্গনে শুরু হয়েছে হাহাকার। ক্রীড়াঙ্গন বলার কারণ, তিনি শুধু টেনিস খেলোয়াড়দের আদর্শ নন, অন্যান্য খেলোয়াড়দেরও আদর্শ। বিশ্ব ক্রীড়াঙ্গনের উদীয়মান থেকে কিংবদন্তি সবার আদর্শ তিনি। বিদায়বেলায় তাঁকে সামাজিক মাধ্যমে অনিঃশেষ শ্রদ্ধা, প্রশংসা ও শুভকামনায় ভাসিয়ে দিচ্ছেন অন্য খেলার তারকারা।
ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসি লিখেছেন, ‘একজন প্রতিভাবান, টেনিস ইতিহাসে অদ্বিতীয় ও যেকোনো ক্রীড়াবিদের জন্য উদাহরণ। নতুন অধ্যায়ের জন্য শুভকামনা। কোর্টের আনন্দগুলো মিস করব।’
ক্রিকেটের কিংবদন্তি শচীন টেন্ডুলকার লিখেছেন, ‘রজার ফেদেরার, কি দুর্দান্ত এক ক্যারিয়ার। আমরা তোমার ব্র্যান্ড টেনিসের প্রেমে পড়েছিলাম। ধীরে ধীরে তোমার টেনিস অভ্যাসে পরিণত হয়েছে। অভ্যাস কখনো অবসরে যায় না, আমাদের অংশ হয়ে যায়।’
ইউরোপা লিগে প্রথম গোল করার পর গতকাল সংবাদ সম্মেলনের মুখোমুখি হয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁকে অবসর নিয়ে প্রশ্ন করলে ফুটবল কিংবদন্তি বলেছেন, ‘শরীর কোনো সমস্যা নয় মনের জোরেই বড়। রজার ফেদেরার এ ক্ষেত্রে বড় উদাহরণ। উনি আমার আদর্শ।’
কিছুদিন আগে অবসরের ইঙ্গিত দেওয়া নারী টেনিসের লিজেন্ড সেরানা উইলিয়ামস বলেছেন, ‘আমি সর্বদা তোমার দিকে তাকিয়েছি এবং প্রশংসা করেছি। তোমাকে অভিনন্দন জানাই। ভবিষ্যতে যা করবে তার জন্য অপেক্ষা করছি। আমাদের দুজনের পথ একই।’
বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বলেছন, ‘কিংবদন্তির বিদায়। শুধু খেলা নয়, ব্যক্তিগত জীবনেও আপনি অনুকরণীয়। এ জীবনে আপনার মতো স্পোর্টসম্যান আর হয়তো দেখবো না।’
ক্যারিয়ারে ২০টি গ্র্যান্ড স্লাম জিতেছেন ফেদেরার। অবসরের ঘোষণা দিলেও তিনি বিদায় নেবেন আগামী মাসে রড লেভার টুর্নামেন্ট খেলে। প্রতিযোগিতাটিতে একই দলের হয়ে খেলবেন টেনিসের অন্য দুই নক্ষত্র রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচের সঙ্গে। টুর্নামেন্টটি শুরু হবে ২৩ সেপ্টেম্বরে।

টেনিসের কিংবদন্তি রজার ফেদেরার। যাঁর রয়েছে শুধু অগণিত ভক্ত। টেনিস থেকে এমন একজন ব্যক্তিত্বের অবসরের ঘোষণায় ক্রীড়াঙ্গনে শুরু হয়েছে হাহাকার। ক্রীড়াঙ্গন বলার কারণ, তিনি শুধু টেনিস খেলোয়াড়দের আদর্শ নন, অন্যান্য খেলোয়াড়দেরও আদর্শ। বিশ্ব ক্রীড়াঙ্গনের উদীয়মান থেকে কিংবদন্তি সবার আদর্শ তিনি। বিদায়বেলায় তাঁকে সামাজিক মাধ্যমে অনিঃশেষ শ্রদ্ধা, প্রশংসা ও শুভকামনায় ভাসিয়ে দিচ্ছেন অন্য খেলার তারকারা।
ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসি লিখেছেন, ‘একজন প্রতিভাবান, টেনিস ইতিহাসে অদ্বিতীয় ও যেকোনো ক্রীড়াবিদের জন্য উদাহরণ। নতুন অধ্যায়ের জন্য শুভকামনা। কোর্টের আনন্দগুলো মিস করব।’
ক্রিকেটের কিংবদন্তি শচীন টেন্ডুলকার লিখেছেন, ‘রজার ফেদেরার, কি দুর্দান্ত এক ক্যারিয়ার। আমরা তোমার ব্র্যান্ড টেনিসের প্রেমে পড়েছিলাম। ধীরে ধীরে তোমার টেনিস অভ্যাসে পরিণত হয়েছে। অভ্যাস কখনো অবসরে যায় না, আমাদের অংশ হয়ে যায়।’
ইউরোপা লিগে প্রথম গোল করার পর গতকাল সংবাদ সম্মেলনের মুখোমুখি হয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁকে অবসর নিয়ে প্রশ্ন করলে ফুটবল কিংবদন্তি বলেছেন, ‘শরীর কোনো সমস্যা নয় মনের জোরেই বড়। রজার ফেদেরার এ ক্ষেত্রে বড় উদাহরণ। উনি আমার আদর্শ।’
কিছুদিন আগে অবসরের ইঙ্গিত দেওয়া নারী টেনিসের লিজেন্ড সেরানা উইলিয়ামস বলেছেন, ‘আমি সর্বদা তোমার দিকে তাকিয়েছি এবং প্রশংসা করেছি। তোমাকে অভিনন্দন জানাই। ভবিষ্যতে যা করবে তার জন্য অপেক্ষা করছি। আমাদের দুজনের পথ একই।’
বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বলেছন, ‘কিংবদন্তির বিদায়। শুধু খেলা নয়, ব্যক্তিগত জীবনেও আপনি অনুকরণীয়। এ জীবনে আপনার মতো স্পোর্টসম্যান আর হয়তো দেখবো না।’
ক্যারিয়ারে ২০টি গ্র্যান্ড স্লাম জিতেছেন ফেদেরার। অবসরের ঘোষণা দিলেও তিনি বিদায় নেবেন আগামী মাসে রড লেভার টুর্নামেন্ট খেলে। প্রতিযোগিতাটিতে একই দলের হয়ে খেলবেন টেনিসের অন্য দুই নক্ষত্র রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচের সঙ্গে। টুর্নামেন্টটি শুরু হবে ২৩ সেপ্টেম্বরে।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৩ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৮ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৮ ঘণ্টা আগে